Rajbarimail.com
ঢাকা, সোমবার , ২১ এপ্রিল ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজনীতি
  5. ধর্ম ও জীবন

২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে গোয়ালন্দে আলোচনা সভা ও দোয়া মাহফিল

রাজবাড়ী মেইল ডেস্ক
২২ আগস্ট ২০২৩, ৩:১৯ অপরাহ্ণ

Link Copied!

ফিরোজ আহম্মেদ ও জহুরুল ইসলাম হালিম, গোয়ালন্দঃ ২০০৪ সালের ২১ আগষ্ট বর্বরোচিত গ্রেনেড হামলায় আইভি রহমানসহ নিহত ২৪ জন নেতাকর্মী স্মরণে রাজবাড়ীর গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী।

সোমবার বিকালে গোয়ালন্দ বাসস্ট্যান্ড দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে আয়োজিত সভার সভাপতিত্ব করেন গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম। পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সুজ্জল ও প্রচার সম্পাদক লিয়াকত হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা মুন্সি, সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, জেলা যুবলীগের সভাপতি মো. শওকত হোসেন, সাধারণ সম্পাদক নুরুজ্জামান মিয়া সোহেল, রাজবাড়ী জেলা পরিষদ সদস্য ও গোয়ালন্দ উপজেলা যুবলীগের সভাপতি মো ইউনুস মোল্লা, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোল্লাসহ নেতৃবৃন্দ। এ সময় আওমীলীগের বিভিন্ন অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তরা বলেন, বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত নৃশংস সহিংসতার যেসব ঘটনা ঘটেছে, ২১ অগাস্টের গ্রেনেড হামলার ঘটনা তার মধ্যে অন্যতম একটি। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৪ সালের এই দিনে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের ‘সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতিবিরোধী’ সমাবেশে এক নারকীয় গ্রেনেড হামলার ঘটনা বাংলাদেশে এক কলঙ্কময় অধ্যায়ের জন্ম দেয়। এই হামলায় শেখ হাসিনা আহত হলেও ওই দিন প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মিণী ও মহিলা আ.লীগের নেত্রী বেগম আইভি রহমানসহ আ.লীগের ২৪ জন নেতাকর্মী নিহত এবং আহত হন কয়েকশ।

এ সময় বক্তারা একুশে আগষ্ট গ্রেনেড হামলার সাথে জড়িত হামলাকারিদের অবিলম্বে আইনের আওতায় এনে বিচার এর দাবি জানানো হয়। একই সাথে এই হামলার সাথে জড়িত সকল ষড়যন্ত্রকারিদের আইনের আওতায় এনে বাংলার ইতিহাসকে কলংঙ্কমুক্ত করারও দাবি জানান।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে শিক্ষার্থীদের মামলায় ইউপি চেয়ারম্যান সহ আ.লীগের ১০ নেতাকর্মীকে কারাগারে

গোয়ালন্দে নানান আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

রাজবাড়ীতে নানা আয়োজনে নতুন বছরকে বরণ

রাজবাড়ীতে ইউপি চেয়ারম্যানের অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

রাজবাড়ীতে শিক্ষার্থীদের আন্দেলনের মামলায় আ.লীগের ২০ নেতা কর্মী কারাগারে

রাজবাড়ীতে শীর্ষ ডাকাত ‘বোমা খোরশেদ’ গ্রেপ্তার, লুট হওয়া টাকা ও স্বর্ণালংকার উদ্ধার

শৃঙ্খলা ভঙের অভিযোগে রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাব্বিরকে অব্যহতি

পদ্মা নদীর এক ইলিশের দাম সাড়ে ৮ হাজার টাকা

রাজবাড়ীর দুর্গম কুশাহাটায় আগুনে নিঃস্ব পরিবারের পাশে আমেরিকা প্রবাসী শিক্ষার্থী

রাজবাড়ী পৌরসভার হিসাব রক্ষককে লাঞ্ছিত, কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদ সভা

বৈষম্যবিরোধী মামলায় গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র কারাগারে

দৌলতদিয়ার কুশাহাটায় আগুনে পোড়া নিঃস্ব পরিবারের পাশে উপজেলা প্রশাসন