০৪:১১ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে বেদে পরিবারের হাতে খাবার সামগ্রী দিলেন পুলিশ

হেলাল মাহমুদঃ করোনাভাইরাস পরিস্থিতিতে কর্মহীন হয়ে চরম মানবেতর জীবনযাপন করছে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে (আহলাদিপুর হাইওয়ে থানার পাশে) অস্থায়ী বসতি গড়ে তোলা ২৫টি বেদে পরিবার। এ অবস্থায় প্রশাসনের কাছে সরকারী খাদ্য সহায়তা কামনার একদিন পর চাল, ডাল ও আলু বিতরন করা হয়েছে।
সোমবার বেদে পরিবারের হাতে জেলা পুলিশের পক্ষ থেকে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার। এসময় তাঁর সাথে ছিলেন সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম, খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) মো. শহীদুল ইসলাম, উপ-পরিদর্শক (এস.আই) মো. জাফর ইকবাল ইমন, শাকিল প্রমূখ উপস্থিত ছিলেন।
বেদে পরিবারের সরদার মোহাম্মদ শেখ বলেন, ‘আমরা ২৫টি পরিবারের ১২৫ থেকে ১৩০ জন মানুষ প্রায় এক মাস ধরে এখানে অস্থায়ী বসতি গড়ে রয়েছি। করোনাভাইরাসের কারণে আমরা এখান থেকে বের হতে পারছিনা, কোন কাজকর্মও করতে পারছি না। আশেপাশের মানুষের গম কেটে ১০০ থেকে ২০০ টাকা পাচ্ছি। তাই দিয়ে বাজার সদাই করে কোনবেলা খেয়ে কোনবেলা না খেয়ে কোনমতে দিন পার করছি। ওসি স্যার রোববার আমাদের মাস্ক দিয়েছেন এবং আজ (সোমবার) দুপুরে এসে ৫ কেজি চাল, ২ কেজি আলু ও ১ কেজি ডাল দিয়েছেন
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, ‘বেদে পরিবারগুলোর মধ্যে জেলা পুলিশের পক্ষ থেকে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার চাল, ডাল, আলু বিতরণ করা হয়েছে। পাশাপাশি তাদের করোনাভাইরাস প্রতিরোধের বিষয়ে সচেতন করা হয়েছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

রাজবাড়ীতে বেদে পরিবারের হাতে খাবার সামগ্রী দিলেন পুলিশ

পোস্ট হয়েছেঃ ০৪:৩২:৫৮ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২০

হেলাল মাহমুদঃ করোনাভাইরাস পরিস্থিতিতে কর্মহীন হয়ে চরম মানবেতর জীবনযাপন করছে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে (আহলাদিপুর হাইওয়ে থানার পাশে) অস্থায়ী বসতি গড়ে তোলা ২৫টি বেদে পরিবার। এ অবস্থায় প্রশাসনের কাছে সরকারী খাদ্য সহায়তা কামনার একদিন পর চাল, ডাল ও আলু বিতরন করা হয়েছে।
সোমবার বেদে পরিবারের হাতে জেলা পুলিশের পক্ষ থেকে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার। এসময় তাঁর সাথে ছিলেন সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম, খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) মো. শহীদুল ইসলাম, উপ-পরিদর্শক (এস.আই) মো. জাফর ইকবাল ইমন, শাকিল প্রমূখ উপস্থিত ছিলেন।
বেদে পরিবারের সরদার মোহাম্মদ শেখ বলেন, ‘আমরা ২৫টি পরিবারের ১২৫ থেকে ১৩০ জন মানুষ প্রায় এক মাস ধরে এখানে অস্থায়ী বসতি গড়ে রয়েছি। করোনাভাইরাসের কারণে আমরা এখান থেকে বের হতে পারছিনা, কোন কাজকর্মও করতে পারছি না। আশেপাশের মানুষের গম কেটে ১০০ থেকে ২০০ টাকা পাচ্ছি। তাই দিয়ে বাজার সদাই করে কোনবেলা খেয়ে কোনবেলা না খেয়ে কোনমতে দিন পার করছি। ওসি স্যার রোববার আমাদের মাস্ক দিয়েছেন এবং আজ (সোমবার) দুপুরে এসে ৫ কেজি চাল, ২ কেজি আলু ও ১ কেজি ডাল দিয়েছেন
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, ‘বেদে পরিবারগুলোর মধ্যে জেলা পুলিশের পক্ষ থেকে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার চাল, ডাল, আলু বিতরণ করা হয়েছে। পাশাপাশি তাদের করোনাভাইরাস প্রতিরোধের বিষয়ে সচেতন করা হয়েছে।