০৫:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর ভাষ্কর্য ভাঙার প্রতিবাদে গোয়ালন্দ সরকারি কর্মকর্তা ফোরামের মানববন্ধন

ষ্টাফ রিপোর্টারঃ শনিবার রাজবাড়ীর গোয়ালন্দে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য ভেঙে ফেলার প্রতিবাদে সরকারি কর্মকর্তা ফোরামের ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ উপজেলা পরিষদের সামনে সকালে মানববন্ধন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রতিবাদ সভা হয়।

শনিবার সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত আধা ঘন্টা ব্যাপী মহাসড়কে আয়োজিত মানববন্ধনে উপজেলা প্রশাসন, থানা, উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ গ্রহণ করেন। মানববন্ধন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

“জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান” এই শ্লোগানকে সামনে রেখে সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম। বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) মো. রফিকুল ইসলাম, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা মো. নুরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাসুদুর রহমান, সরকারি কামরুল ইসলাম কলেজের প্রভাষক এনায়েত হোসেন জাকির, বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা আক্তার, সহকারী শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমূখ।

সভায় বক্তারা, কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাষ্কর্য ভেঙে ফেলার সাথে জড়িতদের অবিলম্বে শাস্তির আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। একই সাথে পাকিস্তানের অনুসারীরা এখনো তৎপর রয়েছে। তাই এখন থেকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। দুর্বৃত্তদের উদ্দেশ্যে বলেন, রাতে কেন দিনের আলোতে এসে ভাষ্কর্য ভাঙচুর করুন। উপযুক্ত জবাব দেয়া হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

বঙ্গবন্ধুর ভাষ্কর্য ভাঙার প্রতিবাদে গোয়ালন্দ সরকারি কর্মকর্তা ফোরামের মানববন্ধন

পোস্ট হয়েছেঃ ০৪:৪৭:০১ অপরাহ্ন, শনিবার, ১২ ডিসেম্বর ২০২০

ষ্টাফ রিপোর্টারঃ শনিবার রাজবাড়ীর গোয়ালন্দে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য ভেঙে ফেলার প্রতিবাদে সরকারি কর্মকর্তা ফোরামের ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ উপজেলা পরিষদের সামনে সকালে মানববন্ধন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রতিবাদ সভা হয়।

শনিবার সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত আধা ঘন্টা ব্যাপী মহাসড়কে আয়োজিত মানববন্ধনে উপজেলা প্রশাসন, থানা, উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ গ্রহণ করেন। মানববন্ধন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

“জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান” এই শ্লোগানকে সামনে রেখে সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম। বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) মো. রফিকুল ইসলাম, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা মো. নুরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাসুদুর রহমান, সরকারি কামরুল ইসলাম কলেজের প্রভাষক এনায়েত হোসেন জাকির, বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা আক্তার, সহকারী শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমূখ।

সভায় বক্তারা, কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাষ্কর্য ভেঙে ফেলার সাথে জড়িতদের অবিলম্বে শাস্তির আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। একই সাথে পাকিস্তানের অনুসারীরা এখনো তৎপর রয়েছে। তাই এখন থেকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। দুর্বৃত্তদের উদ্দেশ্যে বলেন, রাতে কেন দিনের আলোতে এসে ভাষ্কর্য ভাঙচুর করুন। উপযুক্ত জবাব দেয়া হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন।