০৭:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

যৌনপল্লিতে সশস্ত্র দুর্বৃত্তদের হামলার ঘটনায় আরো একজন গ্রেপ্তার

ষ্টাফ রিপোর্টারঃ রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লীতে গত ২৩ আগষ্ট ভোরে দুর্বৃত্তদের হামলার ঘটনায় গোয়ালন্দ ঘাট থানা পুলিশ মঙ্গলবার রাতে আরো একজনকে গ্রেপ্তার করেছে। এর আগে পল্লির নাজমা বেগম বাড়িওয়ালীর বাড়ীতে হামলা চালিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নেয় বলে অভিযোগ পাওয়া গেছে। দুর্বৃত্তদের হামলায় বাড়িওয়ালীসহ পাঁচজন আহত হয়েছেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে গ্রেপ্তার হওয়া তরুণের নাম পিচ্চি সুমন (১৯)। সে উপজেলার দৌলতদিয়া শামছু মাষ্টার পাড়ার আব্দুস ছাত্তার এর ছেলে। পিচ্চি সুমন এজাহারভুক্ত ১২ নম্বর তালিকাভুক্ত আসামী। এর আগে পুলিশ যৌনপল্লিতে হামলার ঘটনায় আরো দুইজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হচ্ছে পল্লির মো. রুহুলের ছেলে পিঞ্জয় (২১) ও দৌলতদিয়া বেপারী পাড়ার আবুল ডাক্তারের ছেলে খায়রুল ইসলাম (২৪)।

এদিকে যৌনপল্লিতে করোনাকালীন সময়ে সশস্ত্র দুর্বৃত্তদের এমন হামলার ঘটনার পর থেকে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সবার মধ্যে এক ধরনের অজানা আতঙ্ক বিরাজ করছে। ভয়ে সহজে কেউ কারো বিরুদ্ধে মুখ খুলছে না।

যৌনপল্লি সংশ্লিস্ট কয়েকজন জানান, গত ২৩ আগষ্ট ভোরের দিকে দুর্বৃত্তরা হামলা চালিয়ে যৌনপল্লির নাজমা বেগমের বাড়ি থেকে নগদ এক লাখ টাকা, মোবাইল, স্বর্ণের গহনা সহ দুই লক্ষাধিক টাকার মালামাল লুট করেছে। এ সময় বাধা দিলে বাড়িওয়ালী নাজমা বেগম (৫০), বাড়ির দারোয়ান মুক্তার হোসেন (৪০), স্থানীয় রোকন (৪২), সাগর চৌধুরী (২৫), সুজন চৌধুরী (১৩) আহত হন। তাদেরকে স্থানীয় চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয়। হামলাকারী চক্রটি স্থানীয় প্রভাবশালীদের ছত্র ছায়ায় পল্লীর ভিতর বিভিন্ন সময় ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি করে ত্রাস সৃষ্টি করে বলে অভিযোগ রয়েছে। এদের অনেকের বিরুদ্ধে হত্যা সহ একাধিক মামলা রয়েছে। কেউ কেউ এলাকায় পেশাদার সন্ত্রাসী হিসাবে চিহ্নিত। এ ঘটনায় বাড়িওয়ালী নাজমা বেগম পরদিন ২৪ আগষ্ট বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় একটি ডাকাতির মামলা দায়ের করেন।

মামলায় উল্লেখ করেন, ২৩ আগষ্ট ভোর ৫টার দিকে ২০-২২ জনের সশস্ত্র সন্ত্রাসীরা পল্লিতে হামলা চালিয়ে ত্রাস সৃষ্টি করে নাজমার বাড়ির গেট ভেঙ্গে প্রবেশ করে লুটপাট চালায়। হামলাকারীদের মধ্যে চিহ্নিত নুরু কাজী, আরিফ, পিঞ্জয়, টুটুল, জসিম, লিটন, হিরো, রাজিব, খায়রুল সহ ১৫-১৬জন চিহিৃত এবং অজ্ঞাত ৭-৮জন রয়েছেন। হামলাকারীরা সবাইকে মারধর করে নগদ ১ লাখ টাকা, মোবাইল, স্বর্ণের গহনাসহ দুই লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। এর আগে ৮ জুন নাজমার কাছ থেকে ৫০ হাজার টাকা চাঁদা আদায় করে। পূনরায় চাঁদা দাবী করলে অস্বীকার করায় হত্যার হুমকি দেয়।

গোয়ালন্দ ঘাট থানার দ্বিতীয় কর্মকর্তা এস.আই জাকির হোসেন বলেন, পুলিশ এজাহারভুক্ত পিচ্চি সুমনকে গ্রেপ্তার করেছে। এর আগে আরো দুই জনকে গ্রেপ্তার করেছে। অপর আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

যৌনপল্লিতে সশস্ত্র দুর্বৃত্তদের হামলার ঘটনায় আরো একজন গ্রেপ্তার

পোস্ট হয়েছেঃ ০৮:৪২:০৬ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২০

ষ্টাফ রিপোর্টারঃ রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লীতে গত ২৩ আগষ্ট ভোরে দুর্বৃত্তদের হামলার ঘটনায় গোয়ালন্দ ঘাট থানা পুলিশ মঙ্গলবার রাতে আরো একজনকে গ্রেপ্তার করেছে। এর আগে পল্লির নাজমা বেগম বাড়িওয়ালীর বাড়ীতে হামলা চালিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নেয় বলে অভিযোগ পাওয়া গেছে। দুর্বৃত্তদের হামলায় বাড়িওয়ালীসহ পাঁচজন আহত হয়েছেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে গ্রেপ্তার হওয়া তরুণের নাম পিচ্চি সুমন (১৯)। সে উপজেলার দৌলতদিয়া শামছু মাষ্টার পাড়ার আব্দুস ছাত্তার এর ছেলে। পিচ্চি সুমন এজাহারভুক্ত ১২ নম্বর তালিকাভুক্ত আসামী। এর আগে পুলিশ যৌনপল্লিতে হামলার ঘটনায় আরো দুইজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হচ্ছে পল্লির মো. রুহুলের ছেলে পিঞ্জয় (২১) ও দৌলতদিয়া বেপারী পাড়ার আবুল ডাক্তারের ছেলে খায়রুল ইসলাম (২৪)।

এদিকে যৌনপল্লিতে করোনাকালীন সময়ে সশস্ত্র দুর্বৃত্তদের এমন হামলার ঘটনার পর থেকে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সবার মধ্যে এক ধরনের অজানা আতঙ্ক বিরাজ করছে। ভয়ে সহজে কেউ কারো বিরুদ্ধে মুখ খুলছে না।

যৌনপল্লি সংশ্লিস্ট কয়েকজন জানান, গত ২৩ আগষ্ট ভোরের দিকে দুর্বৃত্তরা হামলা চালিয়ে যৌনপল্লির নাজমা বেগমের বাড়ি থেকে নগদ এক লাখ টাকা, মোবাইল, স্বর্ণের গহনা সহ দুই লক্ষাধিক টাকার মালামাল লুট করেছে। এ সময় বাধা দিলে বাড়িওয়ালী নাজমা বেগম (৫০), বাড়ির দারোয়ান মুক্তার হোসেন (৪০), স্থানীয় রোকন (৪২), সাগর চৌধুরী (২৫), সুজন চৌধুরী (১৩) আহত হন। তাদেরকে স্থানীয় চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয়। হামলাকারী চক্রটি স্থানীয় প্রভাবশালীদের ছত্র ছায়ায় পল্লীর ভিতর বিভিন্ন সময় ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি করে ত্রাস সৃষ্টি করে বলে অভিযোগ রয়েছে। এদের অনেকের বিরুদ্ধে হত্যা সহ একাধিক মামলা রয়েছে। কেউ কেউ এলাকায় পেশাদার সন্ত্রাসী হিসাবে চিহ্নিত। এ ঘটনায় বাড়িওয়ালী নাজমা বেগম পরদিন ২৪ আগষ্ট বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় একটি ডাকাতির মামলা দায়ের করেন।

মামলায় উল্লেখ করেন, ২৩ আগষ্ট ভোর ৫টার দিকে ২০-২২ জনের সশস্ত্র সন্ত্রাসীরা পল্লিতে হামলা চালিয়ে ত্রাস সৃষ্টি করে নাজমার বাড়ির গেট ভেঙ্গে প্রবেশ করে লুটপাট চালায়। হামলাকারীদের মধ্যে চিহ্নিত নুরু কাজী, আরিফ, পিঞ্জয়, টুটুল, জসিম, লিটন, হিরো, রাজিব, খায়রুল সহ ১৫-১৬জন চিহিৃত এবং অজ্ঞাত ৭-৮জন রয়েছেন। হামলাকারীরা সবাইকে মারধর করে নগদ ১ লাখ টাকা, মোবাইল, স্বর্ণের গহনাসহ দুই লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। এর আগে ৮ জুন নাজমার কাছ থেকে ৫০ হাজার টাকা চাঁদা আদায় করে। পূনরায় চাঁদা দাবী করলে অস্বীকার করায় হত্যার হুমকি দেয়।

গোয়ালন্দ ঘাট থানার দ্বিতীয় কর্মকর্তা এস.আই জাকির হোসেন বলেন, পুলিশ এজাহারভুক্ত পিচ্চি সুমনকে গ্রেপ্তার করেছে। এর আগে আরো দুই জনকে গ্রেপ্তার করেছে। অপর আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।