০৩:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

নুরু ও তাঁর সহযোগীদের ওপর হামলা: আরও এক সপ্তাহ সময় চায় তদন্ত কমিটি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনে সহসভাপতি (ভিপি) নুরুল হক ও তাঁর সহযোগীদের ওপর হামলা এবং ভাঙচুরের ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয় প্রশাসনের করা কমিটি নির্ধারিত সময় পার হয়ে গেলেও এখনো প্রতিবেদন জমা দিতে পারেনি। নির্ধারিত সময় শেষ হওয়ার পর কমিটি এবার আরও এক সপ্তাহ অতিরিক্ত সময় চেয়েছে। সময় বাড়ানোর ব্যাপারে উপাচার্যও বেশ ইতিবাচক।

গত ২২ ডিসেম্বর ডাকসু ভবনে ভিপি নুরুলের কক্ষে বাতি নিভিয়ে হামলা চালানো হয়। এতে নুরুলসহ অন্তত ৩০ জন আহত হন। এই ঘটনা তদন্তে পরদিন ২৩ ডিসেম্বর ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তদন্ত কমিটিকে ছয় কার্যদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে সুপারিশসহ প্রতিবেদন দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল। গত মঙ্গলবার সেই সময়সীমা শেষ হলেও কমিটি তদন্ত শেষ করতে পারেনি। পরে উপাচার্যের কাছে অতিরিক্ত সময় চেয়েছেন কমিটির প্রধান।

তদন্ত কমিটির প্রধান বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক আবু মো. দেলোয়ার হোসেন গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘তদন্ত চলছে। তদন্তকাজ সম্পন্ন করতে আমাদের আরও সপ্তাহখানেক সময় লাগবে। তদন্তের স্বার্থে উপাচার্যের কাছে আমরা এই সময় চেয়েছি।’

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান বলেন, তদন্ত কমিটির প্রধান সময় বাড়ানোর অনুরোধ করেছেন। সুষ্ঠু তদন্তের স্বার্থে যদি অতিরিক্ত সময় লাগে, তা তো দিতেই হবে।

তদন্ত কমিটিতে অধ্যাপক দেলোয়ার ছাড়াও আরও আছেন বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলের প্রাধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া সাহা, সিনেট সদস্য অসীম কুমার সরকার, স্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. মহিউদ্দিন, সিন্ডিকেট সদস্য মিজানুর রহমান ও সহকারী প্রক্টর মুহাম্মদ মাঈনুল করিম। সূত্র প্রথম আলো।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

নুরু ও তাঁর সহযোগীদের ওপর হামলা: আরও এক সপ্তাহ সময় চায় তদন্ত কমিটি

পোস্ট হয়েছেঃ ০৫:১৭:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২০

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনে সহসভাপতি (ভিপি) নুরুল হক ও তাঁর সহযোগীদের ওপর হামলা এবং ভাঙচুরের ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয় প্রশাসনের করা কমিটি নির্ধারিত সময় পার হয়ে গেলেও এখনো প্রতিবেদন জমা দিতে পারেনি। নির্ধারিত সময় শেষ হওয়ার পর কমিটি এবার আরও এক সপ্তাহ অতিরিক্ত সময় চেয়েছে। সময় বাড়ানোর ব্যাপারে উপাচার্যও বেশ ইতিবাচক।

গত ২২ ডিসেম্বর ডাকসু ভবনে ভিপি নুরুলের কক্ষে বাতি নিভিয়ে হামলা চালানো হয়। এতে নুরুলসহ অন্তত ৩০ জন আহত হন। এই ঘটনা তদন্তে পরদিন ২৩ ডিসেম্বর ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তদন্ত কমিটিকে ছয় কার্যদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে সুপারিশসহ প্রতিবেদন দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল। গত মঙ্গলবার সেই সময়সীমা শেষ হলেও কমিটি তদন্ত শেষ করতে পারেনি। পরে উপাচার্যের কাছে অতিরিক্ত সময় চেয়েছেন কমিটির প্রধান।

তদন্ত কমিটির প্রধান বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক আবু মো. দেলোয়ার হোসেন গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘তদন্ত চলছে। তদন্তকাজ সম্পন্ন করতে আমাদের আরও সপ্তাহখানেক সময় লাগবে। তদন্তের স্বার্থে উপাচার্যের কাছে আমরা এই সময় চেয়েছি।’

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান বলেন, তদন্ত কমিটির প্রধান সময় বাড়ানোর অনুরোধ করেছেন। সুষ্ঠু তদন্তের স্বার্থে যদি অতিরিক্ত সময় লাগে, তা তো দিতেই হবে।

তদন্ত কমিটিতে অধ্যাপক দেলোয়ার ছাড়াও আরও আছেন বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলের প্রাধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া সাহা, সিনেট সদস্য অসীম কুমার সরকার, স্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. মহিউদ্দিন, সিন্ডিকেট সদস্য মিজানুর রহমান ও সহকারী প্রক্টর মুহাম্মদ মাঈনুল করিম। সূত্র প্রথম আলো।