০৬:১২ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

পাংশায় দরজায় ছিটকিনি লাগিয়ে ঘরে আগুন দিয়ে হত্যা চেষ্টার অভিযোগ

ইমরান হোসেন, রাজবাড়ীঃ রাজবাড়ীর পাংশা উপজেলার পৌরসভা এলাকার মৈশালা গ্রামের এক বাড়িতে দরজায় ও বাড়ীর গেটে ছিটকিনি লাগিয়ে ঘরে আগুন দিয়ে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। সোমবার দিবাগত রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বাড়ির কক্ষগুলোতে বাইরে থেকে আটকে রেখে আগুন দেওয়া হয়েছে বলে ভূক্তভোগি পরিবারের অভিযোগ।

ভূক্তভোগী পরিবারের সদস্যরা জানান, আমরা বাড়ির সবাই প্রতিদিনের মতো রাতেরখাওয়া-দাওয়া শেষে রাত ১১ টার দিকে বাড়ির সবাই ঘুমিয়ে পড়ি। গভীর রাতে বাড়িতে আগুন দেখতে পাই। এরপর ঘরের দরজা খুলতে যাই। কিন্তু খুলতে পারি নাই। বাইরে থেকে ঘর আটকানো ছিল। ঘরের জানালা ভেঙে ঘর থেকে বের হই। এরপর সবাইকে ঘর থেকে বের করা হয়। বাড়ির প্রধান ফটকও আটকানো ছিল। চিৎকার শুনে প্রতিবেশী সুভাষ কুন্ডু বাড়ির বাইরের গেট খুলে দেয়। অল্প সময়ের মধ্যেই ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়। আগুনে বাড়িটির পাচটি কক্ষ পুরে গেছে। সাথে ঘরের সব কিছুই পুরেছে।

পাংশা উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফিন্সে অফিসের স্টেশন কর্মকর্তা রয়েল আহমেদ বলেন, আমাদের ষ্টেশনের নিকটেই ওদের বাড়ি। রাতে আগুনের শিখা দেখে আমরা দ্রুত চলে যায়। অগ্নিকান্ডের সূত্রপাত কিভাবে হয়েছে তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছেনা। তবে ঘটনাস্থলে কোনো রাসায়নিক পদার্থের উপস্থিতি পাওয়া যায়নি।

পাংশা থানার পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ বলেন, বিষয়টি জানার পর সরেজমিন পরিদর্শন করা হয়েছে। ঘরের আসবাবপত্র পুড়ে গেছে। বাড়ির পাশেই ফায়ার সার্ভিস। কেউ হতাহত হয়নি। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। তবে এখন কেউ আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ দায়ের করে নাই।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

পাংশায় দরজায় ছিটকিনি লাগিয়ে ঘরে আগুন দিয়ে হত্যা চেষ্টার অভিযোগ

পোস্ট হয়েছেঃ ১১:০৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুন ২০২২

ইমরান হোসেন, রাজবাড়ীঃ রাজবাড়ীর পাংশা উপজেলার পৌরসভা এলাকার মৈশালা গ্রামের এক বাড়িতে দরজায় ও বাড়ীর গেটে ছিটকিনি লাগিয়ে ঘরে আগুন দিয়ে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। সোমবার দিবাগত রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বাড়ির কক্ষগুলোতে বাইরে থেকে আটকে রেখে আগুন দেওয়া হয়েছে বলে ভূক্তভোগি পরিবারের অভিযোগ।

ভূক্তভোগী পরিবারের সদস্যরা জানান, আমরা বাড়ির সবাই প্রতিদিনের মতো রাতেরখাওয়া-দাওয়া শেষে রাত ১১ টার দিকে বাড়ির সবাই ঘুমিয়ে পড়ি। গভীর রাতে বাড়িতে আগুন দেখতে পাই। এরপর ঘরের দরজা খুলতে যাই। কিন্তু খুলতে পারি নাই। বাইরে থেকে ঘর আটকানো ছিল। ঘরের জানালা ভেঙে ঘর থেকে বের হই। এরপর সবাইকে ঘর থেকে বের করা হয়। বাড়ির প্রধান ফটকও আটকানো ছিল। চিৎকার শুনে প্রতিবেশী সুভাষ কুন্ডু বাড়ির বাইরের গেট খুলে দেয়। অল্প সময়ের মধ্যেই ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়। আগুনে বাড়িটির পাচটি কক্ষ পুরে গেছে। সাথে ঘরের সব কিছুই পুরেছে।

পাংশা উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফিন্সে অফিসের স্টেশন কর্মকর্তা রয়েল আহমেদ বলেন, আমাদের ষ্টেশনের নিকটেই ওদের বাড়ি। রাতে আগুনের শিখা দেখে আমরা দ্রুত চলে যায়। অগ্নিকান্ডের সূত্রপাত কিভাবে হয়েছে তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছেনা। তবে ঘটনাস্থলে কোনো রাসায়নিক পদার্থের উপস্থিতি পাওয়া যায়নি।

পাংশা থানার পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ বলেন, বিষয়টি জানার পর সরেজমিন পরিদর্শন করা হয়েছে। ঘরের আসবাবপত্র পুড়ে গেছে। বাড়ির পাশেই ফায়ার সার্ভিস। কেউ হতাহত হয়নি। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। তবে এখন কেউ আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ দায়ের করে নাই।