০৫:০০ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

বালিয়াকান্দিতে অস্ত্র ও গুলিসহ ডাকাত দলের সদস্য গ্রেপ্তার

রাজবাড়ীমেইল ডেস্কঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় ডাকাতির প্রস্তুতি সময় লিটন মিয়া (২৬) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে বালিয়াকান্দি থানা পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধার করেছে। পুলিশের দাবী, গ্রেপ্তারকৃত তরুণ ডাকাত দলের একজন সক্রিয় সদস্য। সে বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের কাউন্নার গ্রামের ওমর আলী মিয়ার ছেলে।

গত মঙ্গলবার (২৩ জুন) দিবাগত গভীর রাতে তাকে বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের রামদিয়া ঈদগাহ মাঠ থেকে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় পুলিশ তাকে আটক করে।

বালিয়াকান্দি থানা অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা বলেন, মঙ্গলবার দিবাগত মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ডাকাতির প্রস্তুতিকালে লিটন মিয়াকে আটক করা হয়। এসময় ডাকাতদলের সদস্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের মূলহোতা কামরুলসহ ১০-১৫ জন দৌড়ে পালিয়ে যায়।

ওসি আরো জানান, পুলিশ ঘটনাস্থল থেকে ২টি বিদেশী চাইনিজ কুড়াল, ১টি চাপাতি, ৬টি ছুড়ি, ১টি খেলনা পিস্তল, ১৫৮ রাউন্ড ইয়ারগানের গুলিসহ ২টি ল্যাপটপ এবং ডাকাতির কাজে ব্যবহৃত ২টি মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বালিয়াকান্দি থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একই সাথে পলাতকদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

বালিয়াকান্দিতে অস্ত্র ও গুলিসহ ডাকাত দলের সদস্য গ্রেপ্তার

পোস্ট হয়েছেঃ ০৫:৪৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২০

রাজবাড়ীমেইল ডেস্কঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় ডাকাতির প্রস্তুতি সময় লিটন মিয়া (২৬) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে বালিয়াকান্দি থানা পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধার করেছে। পুলিশের দাবী, গ্রেপ্তারকৃত তরুণ ডাকাত দলের একজন সক্রিয় সদস্য। সে বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের কাউন্নার গ্রামের ওমর আলী মিয়ার ছেলে।

গত মঙ্গলবার (২৩ জুন) দিবাগত গভীর রাতে তাকে বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের রামদিয়া ঈদগাহ মাঠ থেকে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় পুলিশ তাকে আটক করে।

বালিয়াকান্দি থানা অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা বলেন, মঙ্গলবার দিবাগত মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ডাকাতির প্রস্তুতিকালে লিটন মিয়াকে আটক করা হয়। এসময় ডাকাতদলের সদস্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের মূলহোতা কামরুলসহ ১০-১৫ জন দৌড়ে পালিয়ে যায়।

ওসি আরো জানান, পুলিশ ঘটনাস্থল থেকে ২টি বিদেশী চাইনিজ কুড়াল, ১টি চাপাতি, ৬টি ছুড়ি, ১টি খেলনা পিস্তল, ১৫৮ রাউন্ড ইয়ারগানের গুলিসহ ২টি ল্যাপটপ এবং ডাকাতির কাজে ব্যবহৃত ২টি মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বালিয়াকান্দি থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একই সাথে পলাতকদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে