০৪:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ী আদালতের হাজতখানায় অস্ত্র মামলার আসামীর আত্মহত্যা

হেলাল মাহমুদঃ বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ীর আদালতের আসামী রাখার হাজতখানায় বিচারাধীন অস্ত্র মামলার আলামিন মণ্ডল (৩২) নামে এক আসামী গলায় পড়নের লুঙ্গি দিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। আলামিন মণ্ডল রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের রূপিয়াট গ্রামের আজিজ মণ্ডলের ছেলে।

রাজবাড়ী কোর্ট পুলিশের পরিদর্শক মো. মাহবুবুর রহমান বিকাল ৪টার দিকে সাংবাদিকদের বলেন, নিহত হাজতী আসামী আলামিন মণ্ডল পাংশা থানার ২টি অস্ত্র ও ১টি মারামারির মামলায় গত ৩ আগষ্ট থেকে রাজবাড়ী জেলা কারাগারে বন্দী ছলেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মামলার ধার্য্য তারিখ থাকায় অন্যান্য ১০-১২জন আসামীর সাথে আলামীনকেও বেলা সাড়ে ১০ টার দিকে কারাগার থেকে কোর্ট হাজতে আনা হয়। হাজিরার জন্য বেলা পৌনে ১১টার দিকে তাকে সঙ্গীয় অন্যান্য আসামীদের সাথে রাজবাড়ীর প্রথম যুগ্ম-দায়রা জজ আদালতে প্রেরণ করা হয়। হাজিরা শেষে দুপুর দেড়টার দিকে তাকে পুনরায় কোর্টের হাজতখানায় নিয়ে আসা হয়।

মাহবুবুর রহমান আরো বলেন, কিছুক্ষণ পর জেলখানায় ফিরিয়ে নিতে হাজত খানার ইনচার্জ এটিএসআই ওমর ফারুক যখন হাজিরা খাতা নিয়ে আসামীদের ডাকছিলেন তখন আলামিন মণ্ডলের কোন সাড়া পাওয়া যাচ্ছিলনা। পরে সে একজন কনস্টেবলকে সাথে নিয়ে হাজতখানার ভিতরে ঢুকে দেখতে পান পশ্চিম পাশের শৌচাগারের ভিতর নিজের পরিধেয় লুঙ্গীর পাড় ছিঁড়ে পানির লাইনের অ্যাঙ্গেলের সাথে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। তাৎক্ষণিক বিষয়টি জানানোর পর আদালতের ভারপ্রাপ্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এসে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এছাড়া জেলা ম্যাজিস্ট্রেটকেও (ডিসি) বিষয়টি অবহিত করা হয়েছে।

এ ব্যাপারে রাজবাড়ী সদর থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। কোর্ট হাজত খানার ইনচার্জ এটিএসআই ওমর ফারুক অপমৃত্যু মামলার বাদী হচ্ছেন। এরপর ময়না তদন্ত সহ অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

রাজবাড়ী আদালতের হাজতখানায় অস্ত্র মামলার আসামীর আত্মহত্যা

পোস্ট হয়েছেঃ ০৫:১৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০

হেলাল মাহমুদঃ বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ীর আদালতের আসামী রাখার হাজতখানায় বিচারাধীন অস্ত্র মামলার আলামিন মণ্ডল (৩২) নামে এক আসামী গলায় পড়নের লুঙ্গি দিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। আলামিন মণ্ডল রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের রূপিয়াট গ্রামের আজিজ মণ্ডলের ছেলে।

রাজবাড়ী কোর্ট পুলিশের পরিদর্শক মো. মাহবুবুর রহমান বিকাল ৪টার দিকে সাংবাদিকদের বলেন, নিহত হাজতী আসামী আলামিন মণ্ডল পাংশা থানার ২টি অস্ত্র ও ১টি মারামারির মামলায় গত ৩ আগষ্ট থেকে রাজবাড়ী জেলা কারাগারে বন্দী ছলেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মামলার ধার্য্য তারিখ থাকায় অন্যান্য ১০-১২জন আসামীর সাথে আলামীনকেও বেলা সাড়ে ১০ টার দিকে কারাগার থেকে কোর্ট হাজতে আনা হয়। হাজিরার জন্য বেলা পৌনে ১১টার দিকে তাকে সঙ্গীয় অন্যান্য আসামীদের সাথে রাজবাড়ীর প্রথম যুগ্ম-দায়রা জজ আদালতে প্রেরণ করা হয়। হাজিরা শেষে দুপুর দেড়টার দিকে তাকে পুনরায় কোর্টের হাজতখানায় নিয়ে আসা হয়।

মাহবুবুর রহমান আরো বলেন, কিছুক্ষণ পর জেলখানায় ফিরিয়ে নিতে হাজত খানার ইনচার্জ এটিএসআই ওমর ফারুক যখন হাজিরা খাতা নিয়ে আসামীদের ডাকছিলেন তখন আলামিন মণ্ডলের কোন সাড়া পাওয়া যাচ্ছিলনা। পরে সে একজন কনস্টেবলকে সাথে নিয়ে হাজতখানার ভিতরে ঢুকে দেখতে পান পশ্চিম পাশের শৌচাগারের ভিতর নিজের পরিধেয় লুঙ্গীর পাড় ছিঁড়ে পানির লাইনের অ্যাঙ্গেলের সাথে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। তাৎক্ষণিক বিষয়টি জানানোর পর আদালতের ভারপ্রাপ্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এসে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এছাড়া জেলা ম্যাজিস্ট্রেটকেও (ডিসি) বিষয়টি অবহিত করা হয়েছে।

এ ব্যাপারে রাজবাড়ী সদর থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। কোর্ট হাজত খানার ইনচার্জ এটিএসআই ওমর ফারুক অপমৃত্যু মামলার বাদী হচ্ছেন। এরপর ময়না তদন্ত সহ অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করা হবে।