০৫:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

মহাসড়কে পরিবহন থামিয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৩

ষ্টাফ রিপোর্টার, গোয়ালন্দঃ ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট পুরাতন ট্রাক টার্মিনাল এলাকায় মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পরিবহন থামিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৩জনকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রসহ ডাকাতির বিভিন্ন আলামত জব্দ করেছে।

গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার উত্তর দৌলতদিয়া ফেলু মোল্লার পাড়ার মো. রাজু মোল্লা (২৮), উত্তর দৌলতদিয়া তাহের কাজি পাড়ার মো. জনি মন্ডল ওরফে শরীফ মন্ডল (২৭) ও স্থানীয় মজিদ শেখের পাড়ার মো. মিজানুর রহমান (২৩)। এ সময় তাদের কাছ থেকে একটি লোহার তৈরী ধারালো ২৯ ইঞ্চি লম্বা রামদা, দুইটি ধারালো লোহার তৈরী ছুরি, একটি বড় ২৪ ইঞ্চি লম্বা প্লাস্টিকের হাতলযুক্ত কাটার, একটি লোহার তৈরী কেচি, একটি রড, একটি চটের বস্তা সহ আরো কিছু সরঞ্জমাদি।

গোয়ালন্দ ঘাট থানার এস.আই রবিউল ইসলাম জানান, মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ফেরি ঘাট সড়কের পুরাতন ট্রাক টার্মিনাল এলাকার ফাঁকা স্থানে কয়েকজন দুর্বৃত্ত পরিবহনের গতিরোধ করে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। রাত পৌনে ৩টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌছামাত্র কয়েকজন দৌড়ে পালালেও হাতেনাতে উল্লেখিত তিনজনকে গ্রেপ্তার করে। এসময় পাশ থেকে উল্লেখিত আলামত জব্দ করা হয়।

সংবাদের সত্যতা নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর জানান, গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। হাতেনাতে গ্রেপ্তারকৃত তিনজন সহ পলাতক আরো চারজনকে অভিযুক্ত করে ও অজ্ঞাত কয়েকজনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বুধবার দুপুরে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

মহাসড়কে পরিবহন থামিয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৩

পোস্ট হয়েছেঃ ১০:২৮:৪৫ অপরাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১

ষ্টাফ রিপোর্টার, গোয়ালন্দঃ ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট পুরাতন ট্রাক টার্মিনাল এলাকায় মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পরিবহন থামিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৩জনকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রসহ ডাকাতির বিভিন্ন আলামত জব্দ করেছে।

গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার উত্তর দৌলতদিয়া ফেলু মোল্লার পাড়ার মো. রাজু মোল্লা (২৮), উত্তর দৌলতদিয়া তাহের কাজি পাড়ার মো. জনি মন্ডল ওরফে শরীফ মন্ডল (২৭) ও স্থানীয় মজিদ শেখের পাড়ার মো. মিজানুর রহমান (২৩)। এ সময় তাদের কাছ থেকে একটি লোহার তৈরী ধারালো ২৯ ইঞ্চি লম্বা রামদা, দুইটি ধারালো লোহার তৈরী ছুরি, একটি বড় ২৪ ইঞ্চি লম্বা প্লাস্টিকের হাতলযুক্ত কাটার, একটি লোহার তৈরী কেচি, একটি রড, একটি চটের বস্তা সহ আরো কিছু সরঞ্জমাদি।

গোয়ালন্দ ঘাট থানার এস.আই রবিউল ইসলাম জানান, মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ফেরি ঘাট সড়কের পুরাতন ট্রাক টার্মিনাল এলাকার ফাঁকা স্থানে কয়েকজন দুর্বৃত্ত পরিবহনের গতিরোধ করে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। রাত পৌনে ৩টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌছামাত্র কয়েকজন দৌড়ে পালালেও হাতেনাতে উল্লেখিত তিনজনকে গ্রেপ্তার করে। এসময় পাশ থেকে উল্লেখিত আলামত জব্দ করা হয়।

সংবাদের সত্যতা নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর জানান, গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। হাতেনাতে গ্রেপ্তারকৃত তিনজন সহ পলাতক আরো চারজনকে অভিযুক্ত করে ও অজ্ঞাত কয়েকজনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বুধবার দুপুরে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।