০৮:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে পুলিশের অভিযানে ড্রেজার ও বাল্কহেড সহ আটক ৭

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে অভিযান চালিয়ে সোমবার সন্ধ্যায় ২টি বালু উত্তোলনের লোড ড্রেজার এবং ১টি বালুবাহী বাল্কহেডসহ ৭জনকে আটক করেছে দৌলতদিয়া ঘাট নৌ-পুলিশ ফাঁড়ির একটি দল। দৌলতদিয়া নৌ পুলিশের ইনচার্জ জে এম সিরাজুল কবির বিষয়টি নিশ্চিত করেন।

নৌ-পুলিশ সূত্রে জানা যায়, গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের পদ্মা নদীর চর বরাট এলাকায় ইজারা বহির্ভূত স্থানে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল স্থানীয় একটি প্রভাবশালী স্থানীয় একটি প্রভাবশালী গ্রুপ। সোমবার (২৬ ডিসেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নৌপুলিশের একটি দল অভিযান চালায়। এসময় পৃথক দুটি স্থানে দুটি বালু উত্তোলনের লোড ড্রেজার এবং ১টি বালুবাহী বাল্কহেড জব্দ করে। এসময় প্রথম স্পট থেকে ৫ জনসহ একটি ড্রেজার, দ্বিতীয় স্পট থেকে ২ জন সহ আরেকটি ড্রেজার জব্দ করে পুলিশ।

আটককৃতরা হলেন, রাজবাড়ী সদর উপজেলার ধুঞ্চি এলাকার মো. খলিল প্রামানিকের ছেলে মোঃ রতন প্রামানিক (৩২) তিনি ড্রেজারের ম্যানেজার, সাবেক মহাদেবপুর এলাকার মৃত আকবর মন্ডল এর ছেলে মো. জাহাঙ্গীর মন্ডল (৩৪), পিরোজপুর জেলার নাজিরপুর থানার উত্তর কলার দোয়ানিয়া এলাকার মো. আবু হানিফ এর ছেলে মোঃ লিটন (৩৩) তিনি ড্রেজারের সুকানী, পটুয়াখালী জেলার কলাপাড়া থানার দক্ষিণ চরপাড়া এলাকার আবুল কালাম হাওলাদার এর ছেলে মিলন হাওলাদার (৩৪), রাজবাড়ী সদর উপজেলার ভবদিয়া এলাকার আলাউদ্দিন ফকির এর ছেলে মোঃ জিয়া ফকির (৪০), বরিশাল জেলার রাজাপুর থানার দক্ষিণ তারাগুনিয়া মৃত আবুল হাকিম এর ছেলে মোঃ দুলাল কাজী (৫৫), চাঁদপুর জেলার মতলব উত্তর থানার সাড়ে পাঁচতানা এলাকার মো. আমিনুল হক ওজি ছেলে মোঃ বশির আহম্মেদ (৪০)।

দৌলতদিয়া নৌ-পুলিশের ইনচার্জ (ওসি) জে এম সিরাজুল কবির জানান, আইন অমান্য করে পদ্মার নদীর চর বরাট এলাকায় ইজারা বহির্ভূত স্থানে অবৈধভাবে বালু উত্তোলন করার খবর পেয়ে আমরা অভিযান চালিয়ে পৃথক দুটি স্থান থেকে ২টি বালু উত্তোলনের লোড ড্রেজার এবং ১টি বালুবাহী বাল্কহেডসহ ৭ জনকে আটক করি। এ ব্যাপারে আটককৃতদের বিরুদ্ধে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ (১) ধারার পুলিশ বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় পৃথক দুটি মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে জেলা আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরো বলেন, আমাদের এ অভিযান অব্যহত থাকবে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দে পুলিশের অভিযানে ড্রেজার ও বাল্কহেড সহ আটক ৭

পোস্ট হয়েছেঃ ১০:১৪:২২ অপরাহ্ন, বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে অভিযান চালিয়ে সোমবার সন্ধ্যায় ২টি বালু উত্তোলনের লোড ড্রেজার এবং ১টি বালুবাহী বাল্কহেডসহ ৭জনকে আটক করেছে দৌলতদিয়া ঘাট নৌ-পুলিশ ফাঁড়ির একটি দল। দৌলতদিয়া নৌ পুলিশের ইনচার্জ জে এম সিরাজুল কবির বিষয়টি নিশ্চিত করেন।

নৌ-পুলিশ সূত্রে জানা যায়, গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের পদ্মা নদীর চর বরাট এলাকায় ইজারা বহির্ভূত স্থানে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল স্থানীয় একটি প্রভাবশালী স্থানীয় একটি প্রভাবশালী গ্রুপ। সোমবার (২৬ ডিসেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নৌপুলিশের একটি দল অভিযান চালায়। এসময় পৃথক দুটি স্থানে দুটি বালু উত্তোলনের লোড ড্রেজার এবং ১টি বালুবাহী বাল্কহেড জব্দ করে। এসময় প্রথম স্পট থেকে ৫ জনসহ একটি ড্রেজার, দ্বিতীয় স্পট থেকে ২ জন সহ আরেকটি ড্রেজার জব্দ করে পুলিশ।

আটককৃতরা হলেন, রাজবাড়ী সদর উপজেলার ধুঞ্চি এলাকার মো. খলিল প্রামানিকের ছেলে মোঃ রতন প্রামানিক (৩২) তিনি ড্রেজারের ম্যানেজার, সাবেক মহাদেবপুর এলাকার মৃত আকবর মন্ডল এর ছেলে মো. জাহাঙ্গীর মন্ডল (৩৪), পিরোজপুর জেলার নাজিরপুর থানার উত্তর কলার দোয়ানিয়া এলাকার মো. আবু হানিফ এর ছেলে মোঃ লিটন (৩৩) তিনি ড্রেজারের সুকানী, পটুয়াখালী জেলার কলাপাড়া থানার দক্ষিণ চরপাড়া এলাকার আবুল কালাম হাওলাদার এর ছেলে মিলন হাওলাদার (৩৪), রাজবাড়ী সদর উপজেলার ভবদিয়া এলাকার আলাউদ্দিন ফকির এর ছেলে মোঃ জিয়া ফকির (৪০), বরিশাল জেলার রাজাপুর থানার দক্ষিণ তারাগুনিয়া মৃত আবুল হাকিম এর ছেলে মোঃ দুলাল কাজী (৫৫), চাঁদপুর জেলার মতলব উত্তর থানার সাড়ে পাঁচতানা এলাকার মো. আমিনুল হক ওজি ছেলে মোঃ বশির আহম্মেদ (৪০)।

দৌলতদিয়া নৌ-পুলিশের ইনচার্জ (ওসি) জে এম সিরাজুল কবির জানান, আইন অমান্য করে পদ্মার নদীর চর বরাট এলাকায় ইজারা বহির্ভূত স্থানে অবৈধভাবে বালু উত্তোলন করার খবর পেয়ে আমরা অভিযান চালিয়ে পৃথক দুটি স্থান থেকে ২টি বালু উত্তোলনের লোড ড্রেজার এবং ১টি বালুবাহী বাল্কহেডসহ ৭ জনকে আটক করি। এ ব্যাপারে আটককৃতদের বিরুদ্ধে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ (১) ধারার পুলিশ বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় পৃথক দুটি মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে জেলা আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরো বলেন, আমাদের এ অভিযান অব্যহত থাকবে।