০৭:০১ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

দ্রুতগামী প্রাইভেটকার চাপায় গোয়ালন্দ মোস্তফা মেটালের শ্রমিক নিহত

ষ্টাফ রিপোর্টার, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উৎপাদনমুখী শিল্প প্রতিষ্ঠান মোস্তফা মেটাল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর শ্রমিক আব্দুল্লাহ শেখ (২১) বাড়ি ফেরার পথে পৌরসভার উজানচর মডেল স্কুলের সামনে একটি দ্রুতগামী প্রাইভেটকারের চাপায় নিহত হন। তিনি গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ২নম্বর বেপারী পাড়া গ্রামের লোকমান শেখ এর বড় ছেলে। গতকাল বুধবার রাত ৮টার দিকে কর্মস্থল থেকে কাজ শেষ করে তিনি বাইসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন।

মোস্তফা মেটাল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর পরিচালক মো. সেলিম মুন্সী জানান, বুধবার রাত ৮টার দিকে ছুটি শেষে সাড়ে ৮টার দিকে আব্দুল্লাহ গোয়ালন্দ পৌরসভার উজানচর মডেল স্কুলের সামনে পৌছে। এসময় বিপরিত থেকে আসা একটি দ্রুতগতির প্রাইভেটকার তাকে চাপা দেয়। স্থানীয় বিক্ষুদ্ধ লোকজন প্রাইভেটকারটি আটক করে গুরুতর আহত আব্দুল্লাহকে উদ্ধার করে প্রথমে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক অবস্থা খারাপ দেখে তাকে দ্রুত ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। সেখানে নিয়ে যাওয়ার পর অবস্থার অবনতি হওয়ায় ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়। সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে রাত ১০টার দিকে রাজবাড়ী রাস্তার মোড় পৌছামাত্র আব্দুল্লাহ মারা যান। পরিবারের একমাত্র অবলম্বন ছিলেন আব্দুল্লাহ। তার রোজগারে সংসার চলতো। এখন দরিদ্র পরিবারটি অসহায় হয়ে পড়েছে।

গোয়ালন্দ মোড় আহ্লাদিপুর হাইওয়ে থানার ওসি দেলোয়ার হোসেন জানান, সাদা রঙের প্রাইভেটকারটি রাজবাড়ী যাচ্ছিল। এ ঘটনায় বিক্ষুদ্ধ লোকজন প্রাইভেটকারটি আটক করলে পুলিশ গাড়িটিকে রাতেই থানায় নিয়ে আসে। তবে দুর্ঘটনার পর চালক পালিয়ে যাওয়ায় তাকে পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

দ্রুতগামী প্রাইভেটকার চাপায় গোয়ালন্দ মোস্তফা মেটালের শ্রমিক নিহত

পোস্ট হয়েছেঃ ০৮:৪৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২

ষ্টাফ রিপোর্টার, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উৎপাদনমুখী শিল্প প্রতিষ্ঠান মোস্তফা মেটাল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর শ্রমিক আব্দুল্লাহ শেখ (২১) বাড়ি ফেরার পথে পৌরসভার উজানচর মডেল স্কুলের সামনে একটি দ্রুতগামী প্রাইভেটকারের চাপায় নিহত হন। তিনি গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ২নম্বর বেপারী পাড়া গ্রামের লোকমান শেখ এর বড় ছেলে। গতকাল বুধবার রাত ৮টার দিকে কর্মস্থল থেকে কাজ শেষ করে তিনি বাইসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন।

মোস্তফা মেটাল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর পরিচালক মো. সেলিম মুন্সী জানান, বুধবার রাত ৮টার দিকে ছুটি শেষে সাড়ে ৮টার দিকে আব্দুল্লাহ গোয়ালন্দ পৌরসভার উজানচর মডেল স্কুলের সামনে পৌছে। এসময় বিপরিত থেকে আসা একটি দ্রুতগতির প্রাইভেটকার তাকে চাপা দেয়। স্থানীয় বিক্ষুদ্ধ লোকজন প্রাইভেটকারটি আটক করে গুরুতর আহত আব্দুল্লাহকে উদ্ধার করে প্রথমে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক অবস্থা খারাপ দেখে তাকে দ্রুত ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। সেখানে নিয়ে যাওয়ার পর অবস্থার অবনতি হওয়ায় ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়। সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে রাত ১০টার দিকে রাজবাড়ী রাস্তার মোড় পৌছামাত্র আব্দুল্লাহ মারা যান। পরিবারের একমাত্র অবলম্বন ছিলেন আব্দুল্লাহ। তার রোজগারে সংসার চলতো। এখন দরিদ্র পরিবারটি অসহায় হয়ে পড়েছে।

গোয়ালন্দ মোড় আহ্লাদিপুর হাইওয়ে থানার ওসি দেলোয়ার হোসেন জানান, সাদা রঙের প্রাইভেটকারটি রাজবাড়ী যাচ্ছিল। এ ঘটনায় বিক্ষুদ্ধ লোকজন প্রাইভেটকারটি আটক করলে পুলিশ গাড়িটিকে রাতেই থানায় নিয়ে আসে। তবে দুর্ঘটনার পর চালক পালিয়ে যাওয়ায় তাকে পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি।