০৪:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

রোগী দেখার সময় চিকিৎসক জানলেন তিনি করোনা পজিটিভ, গোয়ালন্দে মোট শনাক্ত ৪৫

রাজবাড়ীমেইল ডেস্কঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় নতুন করে আরো ৩জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে একজন নারী চিকিৎসক, একজন সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও একজন বেসরকারী ক্লিনিকের ব্যবস্থাপক রয়েছেন। তাদেরকে হোম আইসোলেশনে চিকিৎসা গ্রহণ করতে বলা হয়েছে। সংবাদের সত্যতা নিশ্চিত করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

করোনা পজিটিভ শনাক্ত হওয়া ওই নারী চিকিৎসক শনিবার গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে বসে বহিরাগত রোগী দেখে চিকিৎসাপত্র দিচ্ছিলেন। তাঁর পাশে বসে ছিলেন আরেকজন উপসহকারী চিকিৎসা কর্মকর্তা। এমন অবস্থায় তাঁর করোনা পজিটিভ শনাক্তের খবর আসলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে দ্রুত ছুটি দিয়ে বাসায় পাঠিয়ে দেন।

স্বাস্থ্য বিভাগ জানায়, ২৩ জুন নারী চিকিৎসকসহ ১০ জন এবং পরদিন ২৪ জুন সহকারী স্বাস্থ্য পরিদর্শক সহ ৪ জনের নমুনা সংগ্রহ করা হয়। শনিবার ৩ জনের পজিটিভ এবং বাকি সবার নেগেটিভ আসে। এ পর্যন্ত ৪৭৯ জনের নমুনা সংগ্রহ করা হলে এখন পর্যন্ত রিপোর্ট এসে পৌছে ৪৬৭ জনের। এখনো ১২ জনের রির্পোট আসেনি। নতুন করে আরো ৩ জনসহ এ পর্যন্ত করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ৪৫ জন। এরমধ্যে ২৩ জন সুস্থ্য হয়েছেন। এক জন মারা গেছেন এবং ২১ জন চিকিৎসাধীন আছেন। নতুন আক্রান্ত তিন জনের মধ্যে নারী চিকিৎসা কর্মকর্তা (২৭), স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী স্বাস্থ্য পরিদর্শক (৫০) এবং স্থানীয় একটি বেসরকারী ক্লিনিকের ব্যবস্থাপক (৩৮) রয়েছেন।

এদিকে শনিবার (২৭ জুন) বেলা ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখা যায়, জরুরী বিভাগে রোগী দেখছেন এক নারী চিকিৎসক। পাশে ছিলেন এক উপসহকারী চিকিৎসা কর্মকর্তা। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ মাহমুদ তাঁর কক্ষে ল্যাপটপে মনোযোগ দিয়ে করোনার রিপোর্ট দেখছিলেন। রিপোর্ট যাছাই-বাছাই করছিলেন আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) নিতাই কুমার ঘোষ। রিপোর্ট যাছাই শেষে নিশ্চিত হন নতুন করোনা পজিটিভ তিন জনের মধ্যে জরুরী বিভাগে কর্মরত ওই নারী চিকিৎসকও রয়েছেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাঁকে তাৎক্ষনিক ছুটি দিয়ে বেলা সাড়ে ১১ টার দিকে বাসায় পাঠিয়ে দেয়া হয়। তাঁর পরিবর্তে দায়িত্ব পালন শুরু করেন আবাসিক চিকিৎসা কর্মকর্তা নিতাই ঘোষ।

একজন নমুনা দেয়া চিকিৎসক জরুরী বিভাগে বসে কিভাবে রোগী দেখছেন জানতে চাইলে আবাসিক চিকিৎসা কর্মকর্তা নিতাই কুমার ঘোষ বলেন, নারী চিকিৎসকের শরীরে কোন ধরনের করোনার উপসর্গ ছিলনা। এছাড়া আমরা কয়েক দিন পর পর পর্যায়ক্রমে সবাই নমুনা দিচ্ছি। ওই নারী চিকিৎসকও নমুনা দেন। তাঁর কোন ধরনের উপসর্গ না থাকায় ডিউটি দেওয়া হয়। এছাড়া তিনি যে মাত্রায় সুরক্ষার ব্যবস্থা নিয়ে চলেন তাতে কোন ঝুঁকি নেই।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা আসিফ মাহমুদ রাজবাড়ীমেইলকে বলেন, আমাদের প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক, একজন সহকারী স্বাস্থ্য পরিদর্শক, একজন স্বাস্থ্য সহকারী, একজন স্বাস্থ্য সহকারীর স্ত্রী, এক স্বাস্থ্য সহকারীর পিতা ও স্বাস্থ্য কমপ্লেক্সের বাবুর্চির (রাধুনী) ছেলে বৌও রয়েছেন।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

রোগী দেখার সময় চিকিৎসক জানলেন তিনি করোনা পজিটিভ, গোয়ালন্দে মোট শনাক্ত ৪৫

পোস্ট হয়েছেঃ ০৮:২৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২০

রাজবাড়ীমেইল ডেস্কঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় নতুন করে আরো ৩জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে একজন নারী চিকিৎসক, একজন সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও একজন বেসরকারী ক্লিনিকের ব্যবস্থাপক রয়েছেন। তাদেরকে হোম আইসোলেশনে চিকিৎসা গ্রহণ করতে বলা হয়েছে। সংবাদের সত্যতা নিশ্চিত করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

করোনা পজিটিভ শনাক্ত হওয়া ওই নারী চিকিৎসক শনিবার গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে বসে বহিরাগত রোগী দেখে চিকিৎসাপত্র দিচ্ছিলেন। তাঁর পাশে বসে ছিলেন আরেকজন উপসহকারী চিকিৎসা কর্মকর্তা। এমন অবস্থায় তাঁর করোনা পজিটিভ শনাক্তের খবর আসলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে দ্রুত ছুটি দিয়ে বাসায় পাঠিয়ে দেন।

স্বাস্থ্য বিভাগ জানায়, ২৩ জুন নারী চিকিৎসকসহ ১০ জন এবং পরদিন ২৪ জুন সহকারী স্বাস্থ্য পরিদর্শক সহ ৪ জনের নমুনা সংগ্রহ করা হয়। শনিবার ৩ জনের পজিটিভ এবং বাকি সবার নেগেটিভ আসে। এ পর্যন্ত ৪৭৯ জনের নমুনা সংগ্রহ করা হলে এখন পর্যন্ত রিপোর্ট এসে পৌছে ৪৬৭ জনের। এখনো ১২ জনের রির্পোট আসেনি। নতুন করে আরো ৩ জনসহ এ পর্যন্ত করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ৪৫ জন। এরমধ্যে ২৩ জন সুস্থ্য হয়েছেন। এক জন মারা গেছেন এবং ২১ জন চিকিৎসাধীন আছেন। নতুন আক্রান্ত তিন জনের মধ্যে নারী চিকিৎসা কর্মকর্তা (২৭), স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী স্বাস্থ্য পরিদর্শক (৫০) এবং স্থানীয় একটি বেসরকারী ক্লিনিকের ব্যবস্থাপক (৩৮) রয়েছেন।

এদিকে শনিবার (২৭ জুন) বেলা ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখা যায়, জরুরী বিভাগে রোগী দেখছেন এক নারী চিকিৎসক। পাশে ছিলেন এক উপসহকারী চিকিৎসা কর্মকর্তা। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ মাহমুদ তাঁর কক্ষে ল্যাপটপে মনোযোগ দিয়ে করোনার রিপোর্ট দেখছিলেন। রিপোর্ট যাছাই-বাছাই করছিলেন আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) নিতাই কুমার ঘোষ। রিপোর্ট যাছাই শেষে নিশ্চিত হন নতুন করোনা পজিটিভ তিন জনের মধ্যে জরুরী বিভাগে কর্মরত ওই নারী চিকিৎসকও রয়েছেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাঁকে তাৎক্ষনিক ছুটি দিয়ে বেলা সাড়ে ১১ টার দিকে বাসায় পাঠিয়ে দেয়া হয়। তাঁর পরিবর্তে দায়িত্ব পালন শুরু করেন আবাসিক চিকিৎসা কর্মকর্তা নিতাই ঘোষ।

একজন নমুনা দেয়া চিকিৎসক জরুরী বিভাগে বসে কিভাবে রোগী দেখছেন জানতে চাইলে আবাসিক চিকিৎসা কর্মকর্তা নিতাই কুমার ঘোষ বলেন, নারী চিকিৎসকের শরীরে কোন ধরনের করোনার উপসর্গ ছিলনা। এছাড়া আমরা কয়েক দিন পর পর পর্যায়ক্রমে সবাই নমুনা দিচ্ছি। ওই নারী চিকিৎসকও নমুনা দেন। তাঁর কোন ধরনের উপসর্গ না থাকায় ডিউটি দেওয়া হয়। এছাড়া তিনি যে মাত্রায় সুরক্ষার ব্যবস্থা নিয়ে চলেন তাতে কোন ঝুঁকি নেই।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা আসিফ মাহমুদ রাজবাড়ীমেইলকে বলেন, আমাদের প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক, একজন সহকারী স্বাস্থ্য পরিদর্শক, একজন স্বাস্থ্য সহকারী, একজন স্বাস্থ্য সহকারীর স্ত্রী, এক স্বাস্থ্য সহকারীর পিতা ও স্বাস্থ্য কমপ্লেক্সের বাবুর্চির (রাধুনী) ছেলে বৌও রয়েছেন।