০৬:১২ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

পাংশা পৌরসভার উন্নয়নে যে কাজ করবেন তাকেই বেছে নেবে ভোটাররা

ইমরান হোসেন, রাজবাড়ীঃ রাজবাড়ীর পাংশা একটি অবহেলিত পৌরসভা। যেখানে নেই কোন ধরনের মানসম্মত রাস্তাঘাট, ড্রেনেজ ও সুপেয় পানির ব্যবস্থা। শহরের কেন্দ্রবিন্দু বাজারের কোন রাস্তাই এখন আর চলাচলের উপযোগী নেই। রাস্তাগুলো পাকা না কাঁচা তা দেখে বোঝার উপায় নেই, নেই ড্রেনেজ ব্যবস্থা।

একটু বৃষ্টিতে রাস্তা ও শহরের আশপাশ পানিতে ডুবে চলাচলের অনুপোযোগী হয়ে পরে। নেই ভালো সুপেয় নিরাপদ পানির ব্যবস্থা। এমন অবস্থায় ৩০ জানুয়ারী পাংশা পৌরসভার সাধারণ নির্বাচনে জনগনের চাওয়া ভালো একজন মেয়র। যে রাস্তা ঘাট, ড্রেনেজ ব্যবস্থা, পানি, যানজট ও মাদকের বিরুদ্ধে কাজ করবে তাকেই ভোট দিয়ে নির্বাচিত করবেন মেয়র হিসেবে।

তৃতীয় ধাপে ৩০ জানুয়ারী তারিখে পাংশা পৌরসভা নির্বাচন ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে তিন জন মেয়র প্রার্থী অংশ গ্রহন করেছেন। ৪২ জন কাউন্সিলর প্রার্থী ও তিনটি সংরক্ষিত ওয়ার্ডে ১১জন নারী কাউন্সিলর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সরকার দলীয় আওয়ামী লীগের মেয়র প্রার্থী হিসেবে নৌকা প্রতিক নিয়ে নির্বাচনে অংশ গ্রহন করেছেন পাংশা আওয়ামী লীগের সভাপতি মো. ওয়াজেদ আলী মাস্টার, ধানের শীষ প্রতিক নিয়ে বিএনপি প্রার্থী মো. রইচ উদ্দিন খান এবং যুবলীগের আহব্বায়ক ফরহাদ হোসেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহন করেছেন। বিজয়ী হলে সবাই অবহেলিত পাংশা পৌরসভাকে আধুনিকায়ন, রাস্তা-ঘাটের উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা, নিরাপদ পানি ও মাদকের বিরুদ্ধে কাজ করবেন বলে জানান। পাংশা পৌরসভার ৯টি ওয়ার্ডে ভোটার ২৪,৩১৩ জন। প্রচারনার শেষ সময়েও প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে।

পৌরসভা নির্বাচনে যারা বিজয়ী হয়ে জন প্রতিনিধিত্ব করেছেন তারা এ পৌরসভার তেমন উন্নয়ন করেনি বলে অভিযোগের সুরে আক্ষেপ প্রকাশ করেন পৌরবাসি। তারা বলেন, শহরের প্রধান প্রধান কোন রাস্তাই এখন আর চলাচলের উপযোগী নেই। একটু বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরী হয়। শহরে বেড়েছে মাদকের বিস্তার, ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশা। শহরে প্রতিদিন যানজট সহ নানা কারনে এমন একজন প্রার্থীকে পৌরবাসি ভোট দিয়ে নির্বাচিত করতে চান যিনি এ পৌরসভার উন্নয়নের কাজ ঠিকঠাকভাবে করবেন।

নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিপুল শিকদার বলেন, পৌরসভার বিভিন্ন স্থানে নির্বাচনী পরিবেশ ঘুরে দেখছেন। নির্বাচনে আচরন বিধি প্রার্থীরা মেনে চলছে কিনা। নিয়ম বহির্ভুত কোন ধরনের আচরন তাদের মধ্যে রয়েছে কিনা তা দেখছেন। আচরন বিধির কোন ব্যত্যয় ঘটলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করছেন। পাংশা পৌরসভা নির্বাচন যাতে সুষ্ঠভাবে অনুষ্ঠিত হয় এবং কোন ধরনের অপ্রিতিকর ঘটনা না ঘটে সে জন্য জেলা ও উপজেলা প্রশাসন থেকে প্রতিদিন মনিটরিং করছেন।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

পাংশা পৌরসভার উন্নয়নে যে কাজ করবেন তাকেই বেছে নেবে ভোটাররা

পোস্ট হয়েছেঃ ০৪:৫৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১

ইমরান হোসেন, রাজবাড়ীঃ রাজবাড়ীর পাংশা একটি অবহেলিত পৌরসভা। যেখানে নেই কোন ধরনের মানসম্মত রাস্তাঘাট, ড্রেনেজ ও সুপেয় পানির ব্যবস্থা। শহরের কেন্দ্রবিন্দু বাজারের কোন রাস্তাই এখন আর চলাচলের উপযোগী নেই। রাস্তাগুলো পাকা না কাঁচা তা দেখে বোঝার উপায় নেই, নেই ড্রেনেজ ব্যবস্থা।

একটু বৃষ্টিতে রাস্তা ও শহরের আশপাশ পানিতে ডুবে চলাচলের অনুপোযোগী হয়ে পরে। নেই ভালো সুপেয় নিরাপদ পানির ব্যবস্থা। এমন অবস্থায় ৩০ জানুয়ারী পাংশা পৌরসভার সাধারণ নির্বাচনে জনগনের চাওয়া ভালো একজন মেয়র। যে রাস্তা ঘাট, ড্রেনেজ ব্যবস্থা, পানি, যানজট ও মাদকের বিরুদ্ধে কাজ করবে তাকেই ভোট দিয়ে নির্বাচিত করবেন মেয়র হিসেবে।

তৃতীয় ধাপে ৩০ জানুয়ারী তারিখে পাংশা পৌরসভা নির্বাচন ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে তিন জন মেয়র প্রার্থী অংশ গ্রহন করেছেন। ৪২ জন কাউন্সিলর প্রার্থী ও তিনটি সংরক্ষিত ওয়ার্ডে ১১জন নারী কাউন্সিলর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সরকার দলীয় আওয়ামী লীগের মেয়র প্রার্থী হিসেবে নৌকা প্রতিক নিয়ে নির্বাচনে অংশ গ্রহন করেছেন পাংশা আওয়ামী লীগের সভাপতি মো. ওয়াজেদ আলী মাস্টার, ধানের শীষ প্রতিক নিয়ে বিএনপি প্রার্থী মো. রইচ উদ্দিন খান এবং যুবলীগের আহব্বায়ক ফরহাদ হোসেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহন করেছেন। বিজয়ী হলে সবাই অবহেলিত পাংশা পৌরসভাকে আধুনিকায়ন, রাস্তা-ঘাটের উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা, নিরাপদ পানি ও মাদকের বিরুদ্ধে কাজ করবেন বলে জানান। পাংশা পৌরসভার ৯টি ওয়ার্ডে ভোটার ২৪,৩১৩ জন। প্রচারনার শেষ সময়েও প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে।

পৌরসভা নির্বাচনে যারা বিজয়ী হয়ে জন প্রতিনিধিত্ব করেছেন তারা এ পৌরসভার তেমন উন্নয়ন করেনি বলে অভিযোগের সুরে আক্ষেপ প্রকাশ করেন পৌরবাসি। তারা বলেন, শহরের প্রধান প্রধান কোন রাস্তাই এখন আর চলাচলের উপযোগী নেই। একটু বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরী হয়। শহরে বেড়েছে মাদকের বিস্তার, ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশা। শহরে প্রতিদিন যানজট সহ নানা কারনে এমন একজন প্রার্থীকে পৌরবাসি ভোট দিয়ে নির্বাচিত করতে চান যিনি এ পৌরসভার উন্নয়নের কাজ ঠিকঠাকভাবে করবেন।

নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিপুল শিকদার বলেন, পৌরসভার বিভিন্ন স্থানে নির্বাচনী পরিবেশ ঘুরে দেখছেন। নির্বাচনে আচরন বিধি প্রার্থীরা মেনে চলছে কিনা। নিয়ম বহির্ভুত কোন ধরনের আচরন তাদের মধ্যে রয়েছে কিনা তা দেখছেন। আচরন বিধির কোন ব্যত্যয় ঘটলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করছেন। পাংশা পৌরসভা নির্বাচন যাতে সুষ্ঠভাবে অনুষ্ঠিত হয় এবং কোন ধরনের অপ্রিতিকর ঘটনা না ঘটে সে জন্য জেলা ও উপজেলা প্রশাসন থেকে প্রতিদিন মনিটরিং করছেন।