০৪:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

রিক্সা ছিনতাই করতে চালককে হত্যা, আদালতের আসামীর স্বীকারোক্তি

ষ্টাফ রিপোর্টার, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ আলোচিত চালক সুন্নাত মোল্লাকে হত্যার পর রিক্সা ছিনতাইয়ের ঘটনায় জড়িত হত্যাকারী রাসেল মোল্লাকে (২৫) গ্রেপ্তার করেছে। ঢাকা বিমানবন্দর এলাকা থেকে গত রোববার রাতে গ্রেপ্তার করেছে। সোমবার বিকেলে রাজবাড়ীর আদালতে রাসেল মোল্লা হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছে। সে গোয়ালন্দের তোরাপ শেখের পাড়ার আসলাম মোল্লার ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, ১৭ জুলাই দুপুর ১টার দিকে স্থানীয় লোকজন মহাসড়কের পূর্বপাশে তেনাপচা ডাইভার্সন রাস্তার বিপরিতে এএনএ ইটভাটার কাছে মরা পদ্মার ডোবার অর্ধ ডুবন্ত অবস্থায় লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে বেলা দুইটার দিকে সুন্নাত মোল্লার লাশ উদ্ধার করে। এসময় তার গলায় লাল রঙের গামছা দিয়ে শ্বাসরোধ করা ছিল। মাথায় ধারালো চাপাতির দুটি কোপের চিহৃ ছিল। পাশে পড়ে ছিল একটি ধারালো চাপাতি, এক জোড়া বার্মিজ সেন্ডেল ও একটি তোয়ালে। লাশ উদ্ধারের দুইদিন পর ১৯ জুলাই অজ্ঞাত আসামী করে সুন্নাত মোল্লার ছেলে আবু তাহের মোল্লা বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় হত্যা মামলা (নং-১১) দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়ালন্দ ঘাট থানার এস.আই মুরাদ হোসেন জানান, গত বছর ১৬জুলাই দিবাগত মধ্যরাতে রাজবাড়ী পৌরসভার কাহারপাড়া এলাকায় টহলরত পুলিশ দেখে রিক্সা ফেলে তিনজন দৌড়ে পালানোর চেষ্টা করে। সন্দেহ হলে পুলিশ ধাওয়া করে মনিরুল ইসলাম ওরফে বুলবুল (২৩) ও রাসেল মোল্লা (২৫) নামের দুইজনকে আটক করে। বুলবুল জেলার কালুখালী উপজেলার হরিণবাড়ীয় ঠাকুরপাড়া গ্রামের এরশাদ আলীর ছেলে। পুলিশ রিক্সা চুরির অভিযোগে ১৮ জুলাই বুলবুলকে আদালতে প্রেরণ ও রাসেলকে ছেড়ে দেয়।

গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর জানান, মনিরুল ইসলাম বুলবুল আদালতে হত্যার কথা স্বীকার করে জবানবন্দিতে রাসেল থাকার কথা জানায়। এরপর থেকে পুলিশ রাসেলকে খুঁজতে থাকে। ছয় মাস পর রাসেলকে ঢাকা থেকে গ্রেপ্তার করে সোমবার বিকেলে আদালতে পাঠালে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানায়, রিক্সাটি বিক্রি করে সে ও বুলবুল টাকা ভাগাভাগি করে নিবে। এই ভাবনা থেকে সুন্নাত মোল্লাকে ঘটনাস্থলে হত্যার পর রিক্সা নিয়ে পালায়।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

রিক্সা ছিনতাই করতে চালককে হত্যা, আদালতের আসামীর স্বীকারোক্তি

পোস্ট হয়েছেঃ ০৪:৩১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১

ষ্টাফ রিপোর্টার, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ আলোচিত চালক সুন্নাত মোল্লাকে হত্যার পর রিক্সা ছিনতাইয়ের ঘটনায় জড়িত হত্যাকারী রাসেল মোল্লাকে (২৫) গ্রেপ্তার করেছে। ঢাকা বিমানবন্দর এলাকা থেকে গত রোববার রাতে গ্রেপ্তার করেছে। সোমবার বিকেলে রাজবাড়ীর আদালতে রাসেল মোল্লা হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছে। সে গোয়ালন্দের তোরাপ শেখের পাড়ার আসলাম মোল্লার ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, ১৭ জুলাই দুপুর ১টার দিকে স্থানীয় লোকজন মহাসড়কের পূর্বপাশে তেনাপচা ডাইভার্সন রাস্তার বিপরিতে এএনএ ইটভাটার কাছে মরা পদ্মার ডোবার অর্ধ ডুবন্ত অবস্থায় লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে বেলা দুইটার দিকে সুন্নাত মোল্লার লাশ উদ্ধার করে। এসময় তার গলায় লাল রঙের গামছা দিয়ে শ্বাসরোধ করা ছিল। মাথায় ধারালো চাপাতির দুটি কোপের চিহৃ ছিল। পাশে পড়ে ছিল একটি ধারালো চাপাতি, এক জোড়া বার্মিজ সেন্ডেল ও একটি তোয়ালে। লাশ উদ্ধারের দুইদিন পর ১৯ জুলাই অজ্ঞাত আসামী করে সুন্নাত মোল্লার ছেলে আবু তাহের মোল্লা বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় হত্যা মামলা (নং-১১) দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়ালন্দ ঘাট থানার এস.আই মুরাদ হোসেন জানান, গত বছর ১৬জুলাই দিবাগত মধ্যরাতে রাজবাড়ী পৌরসভার কাহারপাড়া এলাকায় টহলরত পুলিশ দেখে রিক্সা ফেলে তিনজন দৌড়ে পালানোর চেষ্টা করে। সন্দেহ হলে পুলিশ ধাওয়া করে মনিরুল ইসলাম ওরফে বুলবুল (২৩) ও রাসেল মোল্লা (২৫) নামের দুইজনকে আটক করে। বুলবুল জেলার কালুখালী উপজেলার হরিণবাড়ীয় ঠাকুরপাড়া গ্রামের এরশাদ আলীর ছেলে। পুলিশ রিক্সা চুরির অভিযোগে ১৮ জুলাই বুলবুলকে আদালতে প্রেরণ ও রাসেলকে ছেড়ে দেয়।

গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর জানান, মনিরুল ইসলাম বুলবুল আদালতে হত্যার কথা স্বীকার করে জবানবন্দিতে রাসেল থাকার কথা জানায়। এরপর থেকে পুলিশ রাসেলকে খুঁজতে থাকে। ছয় মাস পর রাসেলকে ঢাকা থেকে গ্রেপ্তার করে সোমবার বিকেলে আদালতে পাঠালে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানায়, রিক্সাটি বিক্রি করে সে ও বুলবুল টাকা ভাগাভাগি করে নিবে। এই ভাবনা থেকে সুন্নাত মোল্লাকে ঘটনাস্থলে হত্যার পর রিক্সা নিয়ে পালায়।