০৭:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

স্কুল ছাত্র মিরাজের খুনিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবীতে সহপাঠী ও শিক্ষকদের মানববন্ধন

ষ্টাফ রিপোর্টারঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রামের পদ্মার দুর্গম চর থেকে দুই হাত বিচ্ছিন্ন স্কুল ছাত্র সুমন খান ওরফে মিরাজ খাঁর (১৬) খুনিদের অবিলম্বে গ্রেপ্তার ও ফাঁসির দাবীতে মানববন্ধন করেছে বিদ্যালয়ের সহপাঠী ও শিক্ষকরা। বৃহস্পতিবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া মডেল হাই স্কুলের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

গত ৩১ আগষ্ট বেলা দশটার দিকে উপজেলার দেবগ্রাম ইউপির কাওয়ালজানি এলাকার পদ্মা নদীর পাড় দিয়ে এলাকার কয়েকজন যাওয়ার সময় কাঁদাপানিতে অর্ধেক পুতে রাখা একটি লাশ দেখতে পায়। বিষয়টি তাৎক্ষনিক দেবগ্রাম ইউপি চেয়ারম্যান হাফিজুল ইসলামকে অবগত করলে তিনি গোয়ালন্দ ঘাট থানা পুলিশকে জানান। খবর পেয়ে দুপুরে পুলিশ কাঁদামাটি থেকে অর্ধ গলিত লাশ উদ্ধার করে। এসময় তরুণের বাম হাতের কব্জি বিচ্ছিন্ন এবং ডান হাত শরীরের কাঁদ থেকে বিচ্ছিন্ন ছিল। বিচ্ছিন্ন কব্জি পুলিশ উদ্ধার করতে পারেনি। এছাড়া শরীরে ধারালো অস্ত্রের ৩-৪টি আঘাতের চিহৃ রয়েছে।

পড়নের প্যান্ট, কপালের কাটা দাগ ও বয়স দেখে পরিবারের লোকজন নিখোঁজ স্কুল ছাত্র মিরাজ ওরফে সুমনের লাশ উদ্ধার করে। মিরাজ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের উত্তর চর পাচুরিয়া গ্রামের সিরাজ খার ছেলে। সে দৌলতদিয়া মডেল হাই স্কুলের নবম শ্রেণীর মানবিক বিভাগের ছাত্র। এ ঘটনার পর পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা বিচ্ছিন্ন বাম হাতের কব্জিও উদ্ধার করতে পারেনি। লাশ উদ্ধারের তিন দিন আগে ২৭ আগষ্ট সন্ধ্যায় বাড়িতে বসে খাবারের সময় অজ্ঞাত ফোন পেয়ে মিরাজ বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর থেকে সে নিখোঁজ ছিল।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০ টায় মহাসড়কের মিরাজের বিদ্যালয় দৌলতদিয়া মডেল হাই স্কুলের সামনে বিদ্যালয়টির আয়োজনে মানববন্ধনে বিদ্যালয়ের কয়েকশ শিক্ষার্থী, সহপাঠী, শিক্ষক এবং পরিবারের সদস্যরা অংশ গ্রহণ করেন। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহিদুল ইসলাম খান, নিহত মিরাজের বড় ভাই সেলিম খান, বিদ্যালয়ের শিক্ষক শামীম শেখ, সুরাইয়া আক্তার, সহপাঠী কাওছার আহম্মেদ, ৮ম শ্রেণীর শিক্ষার্থী কানিজ সুর্বনা কাজল প্রমূখ বক্তব্য রাখেন। প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধনে অংশ গ্রহণকারী সবাই দ্রুত মিরাজের খুনীদের গ্রেপ্তার করে ফাঁসির দাবী জানান।

এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার পুলিশ পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল-তায়াবীর বলেন, অপরাধীদের ধরতে পুলিশ সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। আশা করি খুব দ্রুতই অপরাধী শনাক্ত হওয়ার পাশাপাশি তাদেরকে গ্রেপ্তার করা সম্ভব হবে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

স্কুল ছাত্র মিরাজের খুনিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবীতে সহপাঠী ও শিক্ষকদের মানববন্ধন

পোস্ট হয়েছেঃ ০৬:১৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০

ষ্টাফ রিপোর্টারঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রামের পদ্মার দুর্গম চর থেকে দুই হাত বিচ্ছিন্ন স্কুল ছাত্র সুমন খান ওরফে মিরাজ খাঁর (১৬) খুনিদের অবিলম্বে গ্রেপ্তার ও ফাঁসির দাবীতে মানববন্ধন করেছে বিদ্যালয়ের সহপাঠী ও শিক্ষকরা। বৃহস্পতিবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া মডেল হাই স্কুলের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

গত ৩১ আগষ্ট বেলা দশটার দিকে উপজেলার দেবগ্রাম ইউপির কাওয়ালজানি এলাকার পদ্মা নদীর পাড় দিয়ে এলাকার কয়েকজন যাওয়ার সময় কাঁদাপানিতে অর্ধেক পুতে রাখা একটি লাশ দেখতে পায়। বিষয়টি তাৎক্ষনিক দেবগ্রাম ইউপি চেয়ারম্যান হাফিজুল ইসলামকে অবগত করলে তিনি গোয়ালন্দ ঘাট থানা পুলিশকে জানান। খবর পেয়ে দুপুরে পুলিশ কাঁদামাটি থেকে অর্ধ গলিত লাশ উদ্ধার করে। এসময় তরুণের বাম হাতের কব্জি বিচ্ছিন্ন এবং ডান হাত শরীরের কাঁদ থেকে বিচ্ছিন্ন ছিল। বিচ্ছিন্ন কব্জি পুলিশ উদ্ধার করতে পারেনি। এছাড়া শরীরে ধারালো অস্ত্রের ৩-৪টি আঘাতের চিহৃ রয়েছে।

পড়নের প্যান্ট, কপালের কাটা দাগ ও বয়স দেখে পরিবারের লোকজন নিখোঁজ স্কুল ছাত্র মিরাজ ওরফে সুমনের লাশ উদ্ধার করে। মিরাজ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের উত্তর চর পাচুরিয়া গ্রামের সিরাজ খার ছেলে। সে দৌলতদিয়া মডেল হাই স্কুলের নবম শ্রেণীর মানবিক বিভাগের ছাত্র। এ ঘটনার পর পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা বিচ্ছিন্ন বাম হাতের কব্জিও উদ্ধার করতে পারেনি। লাশ উদ্ধারের তিন দিন আগে ২৭ আগষ্ট সন্ধ্যায় বাড়িতে বসে খাবারের সময় অজ্ঞাত ফোন পেয়ে মিরাজ বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর থেকে সে নিখোঁজ ছিল।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০ টায় মহাসড়কের মিরাজের বিদ্যালয় দৌলতদিয়া মডেল হাই স্কুলের সামনে বিদ্যালয়টির আয়োজনে মানববন্ধনে বিদ্যালয়ের কয়েকশ শিক্ষার্থী, সহপাঠী, শিক্ষক এবং পরিবারের সদস্যরা অংশ গ্রহণ করেন। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহিদুল ইসলাম খান, নিহত মিরাজের বড় ভাই সেলিম খান, বিদ্যালয়ের শিক্ষক শামীম শেখ, সুরাইয়া আক্তার, সহপাঠী কাওছার আহম্মেদ, ৮ম শ্রেণীর শিক্ষার্থী কানিজ সুর্বনা কাজল প্রমূখ বক্তব্য রাখেন। প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধনে অংশ গ্রহণকারী সবাই দ্রুত মিরাজের খুনীদের গ্রেপ্তার করে ফাঁসির দাবী জানান।

এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার পুলিশ পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল-তায়াবীর বলেন, অপরাধীদের ধরতে পুলিশ সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। আশা করি খুব দ্রুতই অপরাধী শনাক্ত হওয়ার পাশাপাশি তাদেরকে গ্রেপ্তার করা সম্ভব হবে।