নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছা সেবক দলের ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ রোববার বিকালে রাজবাড়ী জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্র্যালি বের করা হয়।
র্র্যালিটি শহরের রেলগেট এলাকা হয়ে আজাদী ময়দানে অবস্থিত কার্যালয়ে এসে শেষ হয়। পরে কার্যালয়ে আলোচনা সভার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে দলের নেতা কর্মিরা।
আলোচনা সভায় জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখনের সভাপতিত্বে বক্তৃতা করেন, জেলা বিএনপির আহব্বায়ক এ্যাডভোকেট লিয়াকত আলী বাবু, জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট কামরুল আলম, স্বেচ্ছাসেবক দলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মিজানুর রহমান সজিব, সদস্য মঞ্জুর হোসেন, সিনিরয় যুগ্ন সম্পাদক আব্দুল মালেক খান, সাবেক স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. গেলাম কাশেম, জেলা বিএনপির যুগ্ন আহব্বায়ক রেজাউল করিম পিন্টু, জেলা বিএনপির সাবেক জেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক গোলাম কাশেম, জেলা সাবেক দপ্তর সম্পাদক খন্দকার নুরুন নেওয়াজ প্রমূখ।