০৫:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে দোতলা বাড়ীতে বসেছে মনো মুগ্ধকর মৌচাকের মেলা

হেলাল মাহমুদ, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামের কানাডা বাজার সংলগ্ন মুন্সি বাড়ীর দোতলা বাড়ীতে বসেছে প্রায় অর্ধশত মৌমাছির মেলা। গত ৪ বছর ধরে রহস্যজনভাবে এশীত মৌসুমে মৌমাছির ওই দোতলা বাড়ীতে এসে মৌচাক তৈরী করে মধু আহরণ করে। পুরো বছর ধরেই কম বেশি মৌমাছি থাকে ওই বাড়ীতে। এসব মৌচাক থেকে সংগ্রহকৃত মধু বিক্রির টাকা নিজে ভোগ না করে অসহায় মানুষের মধ্যে বন্টন করে থাকেন বাড়ীর মালিক সেকান্দার মুন্সি।

জানা যায়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের গুঞ্জরণে মুখরিত থাকে এলাকা। এ যেন মৌমাছির অভয়াশ্রম। মৌ মৌ গন্ধ চারদিকে ছড়িয়ে উড়ছে মৌমাছির দল। সেখানে দোতলায় প্রায় অর্ধশত চাক গড়ে তুলেছে মৌমাছিরা, দোতলা বাড়ির পশ্চিম দিকের কার্ণিশে পুরো বাড়ী যেন দখল নিয়েছে এরা। মূল ফটকের উপরের দোতলায় বাসা বেঁধেছে মৌমাছি। উৎসুক জনতা প্রতিদিনই মৌমাছির চাক দেখতে জেলার বিভিন্ন উপজেলা থেকে সেখানে ভীড় করছে। চারদিকে ছেয়ে গেছে মৌমাছির চাকে।

বাড়ীর মালিক সেকান্দার মুন্সি বলেন, ২০১৫ সাল থেকে আমার দোতলা ভবনটিতে মৌমাছির ২৩টি চাক আমার বাড়ীতে আশ্রয় নেয়। আশ্রয় নেওয়ার পর এখন ২০২০ সাল পর্যন্ত অর্ধশত মৌমাছির চাক তৈরী হয়েছে। মৌমাছির চাকগুলো আমাদের কোনো ক্ষতি করেনা। চাকগুলি মৌয়াল দিয়ে কাটার পর যে টাকা পাই, তা গত বছর এতিমদের জন্য একটি মাদ্রাসায় দিয়ে দিয়েছি। যেহেতু এ বছর মৌমাছির চাক বেশি, তাই টাকাও বেশি পাবো। চিন্তা করেছি আরো ৩-৪টা অন্য এতিমখানা ও মাদ্রাসায় এ টাকা দিয়ে দিব।

পাশের কানাডা বাজারের মুদি দোকানদার মো. আইয়ূব আলী বলেন, জেলার বিভিন্ন স্থান থেকে চাকগুলো দেখার জন্য উৎসুক জনতা ভিড় করছে। তারা মৌমাছির চাকগুলো দেখে আসল মধু বুঝতে পেরে আমাদের দোকান থেকে মধু কিনে নিয়ে যাচ্ছে।

স্থানীয় বাসিন্দা নুর হোসেন বলেন, প্রতিদিন অনেক মানুষ দূর দূরান্ত থেকে এখানে মৌমাছির চাক দেখতে আসছে। এ রকম অর্ধশত চাক দেখে তারা বেজায় খুশি বলে জানান।

ভ্যানচালক জালাল মন্ডল বলেন, মৌমাছির চাকগুলো আমার বাড়ীর পাশের প্রতিবেশী সেকান্দার ভাইয়ের বাড়ীতে মৌমাছির চাকগুলো বসেছে। এলাকায় আমি ভ্যান চালায় খাই, আমার এই ভ্যান গাড়ীতে রাজবাড়ী শহরের লোকজনকে মৌমাছির চাক দেখতে নিয়ে আসি। তারা দোতলা বাড়ীর বিভিন্ন স্থান ঘুরে ঘুরে চাকগুলো দেখে খুবই আনন্দ পায়।

মৌমাছির চাককাটা স্থানীয় (শৌখিন মৌয়াল) মো. শরীফ উদ্দীন বিশ্বাস বলেন, ২০১৫ সাল থেকে বাড়ীর দোতলায় মৌমাছির চাকগুলো আমিই কেটে মধু নামাই। প্রথম বছর ৩-৪ মণ মধু নামালেও এ বছর প্রচুর সরিষার আবাদ হওয়াতে ৭-৮ মণ মধু নামানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

রাজবাড়ীতে দোতলা বাড়ীতে বসেছে মনো মুগ্ধকর মৌচাকের মেলা

পোস্ট হয়েছেঃ ০৭:৪৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০

হেলাল মাহমুদ, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামের কানাডা বাজার সংলগ্ন মুন্সি বাড়ীর দোতলা বাড়ীতে বসেছে প্রায় অর্ধশত মৌমাছির মেলা। গত ৪ বছর ধরে রহস্যজনভাবে এশীত মৌসুমে মৌমাছির ওই দোতলা বাড়ীতে এসে মৌচাক তৈরী করে মধু আহরণ করে। পুরো বছর ধরেই কম বেশি মৌমাছি থাকে ওই বাড়ীতে। এসব মৌচাক থেকে সংগ্রহকৃত মধু বিক্রির টাকা নিজে ভোগ না করে অসহায় মানুষের মধ্যে বন্টন করে থাকেন বাড়ীর মালিক সেকান্দার মুন্সি।

জানা যায়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের গুঞ্জরণে মুখরিত থাকে এলাকা। এ যেন মৌমাছির অভয়াশ্রম। মৌ মৌ গন্ধ চারদিকে ছড়িয়ে উড়ছে মৌমাছির দল। সেখানে দোতলায় প্রায় অর্ধশত চাক গড়ে তুলেছে মৌমাছিরা, দোতলা বাড়ির পশ্চিম দিকের কার্ণিশে পুরো বাড়ী যেন দখল নিয়েছে এরা। মূল ফটকের উপরের দোতলায় বাসা বেঁধেছে মৌমাছি। উৎসুক জনতা প্রতিদিনই মৌমাছির চাক দেখতে জেলার বিভিন্ন উপজেলা থেকে সেখানে ভীড় করছে। চারদিকে ছেয়ে গেছে মৌমাছির চাকে।

বাড়ীর মালিক সেকান্দার মুন্সি বলেন, ২০১৫ সাল থেকে আমার দোতলা ভবনটিতে মৌমাছির ২৩টি চাক আমার বাড়ীতে আশ্রয় নেয়। আশ্রয় নেওয়ার পর এখন ২০২০ সাল পর্যন্ত অর্ধশত মৌমাছির চাক তৈরী হয়েছে। মৌমাছির চাকগুলো আমাদের কোনো ক্ষতি করেনা। চাকগুলি মৌয়াল দিয়ে কাটার পর যে টাকা পাই, তা গত বছর এতিমদের জন্য একটি মাদ্রাসায় দিয়ে দিয়েছি। যেহেতু এ বছর মৌমাছির চাক বেশি, তাই টাকাও বেশি পাবো। চিন্তা করেছি আরো ৩-৪টা অন্য এতিমখানা ও মাদ্রাসায় এ টাকা দিয়ে দিব।

পাশের কানাডা বাজারের মুদি দোকানদার মো. আইয়ূব আলী বলেন, জেলার বিভিন্ন স্থান থেকে চাকগুলো দেখার জন্য উৎসুক জনতা ভিড় করছে। তারা মৌমাছির চাকগুলো দেখে আসল মধু বুঝতে পেরে আমাদের দোকান থেকে মধু কিনে নিয়ে যাচ্ছে।

স্থানীয় বাসিন্দা নুর হোসেন বলেন, প্রতিদিন অনেক মানুষ দূর দূরান্ত থেকে এখানে মৌমাছির চাক দেখতে আসছে। এ রকম অর্ধশত চাক দেখে তারা বেজায় খুশি বলে জানান।

ভ্যানচালক জালাল মন্ডল বলেন, মৌমাছির চাকগুলো আমার বাড়ীর পাশের প্রতিবেশী সেকান্দার ভাইয়ের বাড়ীতে মৌমাছির চাকগুলো বসেছে। এলাকায় আমি ভ্যান চালায় খাই, আমার এই ভ্যান গাড়ীতে রাজবাড়ী শহরের লোকজনকে মৌমাছির চাক দেখতে নিয়ে আসি। তারা দোতলা বাড়ীর বিভিন্ন স্থান ঘুরে ঘুরে চাকগুলো দেখে খুবই আনন্দ পায়।

মৌমাছির চাককাটা স্থানীয় (শৌখিন মৌয়াল) মো. শরীফ উদ্দীন বিশ্বাস বলেন, ২০১৫ সাল থেকে বাড়ীর দোতলায় মৌমাছির চাকগুলো আমিই কেটে মধু নামাই। প্রথম বছর ৩-৪ মণ মধু নামালেও এ বছর প্রচুর সরিষার আবাদ হওয়াতে ৭-৮ মণ মধু নামানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন।