০৭:০১ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

পাংশায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে আ.লীগের সাংবাদিক সম্মেলন

মোক্তার হোসেনঃ রাজবাড়ীর পাংশা উপজেলার কশবামাজাইল ইউনিয়নের প্রবীণ ও অসুস্থ্য আওয়ামী লীগ নেতা জজ আলী বিশ্বাসসহ দলীয় নেতাকর্মীর নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করেছে উপজেলা আওয়ামী লীগ। দুপুরে দলীয় কার্যালয়ে পাংশা উপজেলা আ.লীগের সভাপতি ও মাছপাড়া ইউপি চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়ো’র সভাপতিত্বে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য দেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডা. এ.এফ.এম শফীউদ্দিন পাতা।

সাংবাদিক সম্মেলনে রাজবাড়ী জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, পাংশা উপজেলার ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহবায়ক জালাল উদ্দিন বিশ্বাস, উপজেলা আ.লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ওসমান গনী, বাবুপাড়া ইউপি আ.লীগের সাবেক সভাপতি ওহাব মন্ডল, বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান ও ইউপি আ.লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর শাকিল, হাবাসপুর ইউপি চেয়ারম্যান ও ইউপি আ.লীগ সভাপতি আব্দুল আলীম মন্ডল, কলিমহর ইউপি চেয়ারম্যান ও ইউপি আ.লীগ সভাপতি আব্দুল জলিল মন্ডল, পাট্টা ইউপির চেয়ারম্যান ও ইউপি আ.লীগ সভাপতি আব্দুর রব ও পাংশা উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহিদুল ইসলাম মারুফসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. এ.এফ.এম শফীউদ্দিন পাতা বলেন, ২৩ সেপ্টেম্বর সকালে কশবামাজাইল ইউনিয়নের ৩৭জন আওয়ামী লীগের নেতাকর্মীদের মাইক্রোবাসে ঢাকা হাইকোর্টে মামলার হাজিরা প্রদান এবং জামিন বর্ধিতকরণের উদ্দেশ্যে যাওয়ার পথে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কালুখালী এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে ঘড়যন্ত্রমূলক মিথ্যা, বানোয়াট, মনগড়া ডাকাতি মামলা রুজু ও শারীরিকভাবে নির্যাতন করে।

তিনি বলেন, কশবামাজাইল ইউনিয়নের শান্তিখোলা গ্রামের প্রবীণ রাজনীতিবীদ আ.লীগ নেতা বিগত কশবামাজাইল ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বি চেয়ারম্যান প্রার্থী জজ আলী বিশ্বাসকে গ্রেপ্তার করে শারীরিকভাবে নির্যাতন করে। যে ব্যক্তি দীর্ঘ ৬০ বছর ধরে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে আ.লীগের রাজনীতি করতে গিয়ে বিগত জামাত-বিএনপি জোট সরকারের আমলে ক্যাডার ও পুলিশ দ্বারা নির্যাতীত হয়েছেন। সে সময়ে তার বিরুদ্ধে ১৮টি মিথ্যা মামলা রুজু করা হয়। শরীরিক ও মানসিকভাবে ব্যাপক নির্যাতন করা সত্ত্বেও তিনি বঙ্গবন্ধুর আদর্শ থেকে সরেননি। ভাগ্যের নির্মম পরিহাস সেই জজ আলী বিশ্বাস ৮০ বছরের বয়োবৃদ্ধ, দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত। মৃত্যু পথযাত্রী বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। বঙ্গবন্ধুর আওয়ামী লীগ সরকার আজ ক্ষমতায়। শারীরিকভাবে পুলিশ দ্বারা তিনি নির্যাতিত। তার বিরুদ্ধে মিথ্যা ডাকাতি মামলা দিয়ে আ.লীগের ভাবমূর্তি বিনষ্ট করার অপচেষ্টা করা হচ্ছে বলে উল্লেখ করেন।

সভাপতির বক্তব্যে পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার সাইফুল ইসলাম বুড়ো প্রবীণ আ.লীগ নেতা জজ আলী বিশ্বাস সহ দলীয় নেতাকর্মীদের নামে মিথ্যা ডাকাতি মামলা প্রত্যাহারের দাবী জানান।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

পাংশায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে আ.লীগের সাংবাদিক সম্মেলন

পোস্ট হয়েছেঃ ০৮:৫১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০

মোক্তার হোসেনঃ রাজবাড়ীর পাংশা উপজেলার কশবামাজাইল ইউনিয়নের প্রবীণ ও অসুস্থ্য আওয়ামী লীগ নেতা জজ আলী বিশ্বাসসহ দলীয় নেতাকর্মীর নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করেছে উপজেলা আওয়ামী লীগ। দুপুরে দলীয় কার্যালয়ে পাংশা উপজেলা আ.লীগের সভাপতি ও মাছপাড়া ইউপি চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়ো’র সভাপতিত্বে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য দেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডা. এ.এফ.এম শফীউদ্দিন পাতা।

সাংবাদিক সম্মেলনে রাজবাড়ী জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, পাংশা উপজেলার ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহবায়ক জালাল উদ্দিন বিশ্বাস, উপজেলা আ.লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ওসমান গনী, বাবুপাড়া ইউপি আ.লীগের সাবেক সভাপতি ওহাব মন্ডল, বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান ও ইউপি আ.লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর শাকিল, হাবাসপুর ইউপি চেয়ারম্যান ও ইউপি আ.লীগ সভাপতি আব্দুল আলীম মন্ডল, কলিমহর ইউপি চেয়ারম্যান ও ইউপি আ.লীগ সভাপতি আব্দুল জলিল মন্ডল, পাট্টা ইউপির চেয়ারম্যান ও ইউপি আ.লীগ সভাপতি আব্দুর রব ও পাংশা উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহিদুল ইসলাম মারুফসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. এ.এফ.এম শফীউদ্দিন পাতা বলেন, ২৩ সেপ্টেম্বর সকালে কশবামাজাইল ইউনিয়নের ৩৭জন আওয়ামী লীগের নেতাকর্মীদের মাইক্রোবাসে ঢাকা হাইকোর্টে মামলার হাজিরা প্রদান এবং জামিন বর্ধিতকরণের উদ্দেশ্যে যাওয়ার পথে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কালুখালী এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে ঘড়যন্ত্রমূলক মিথ্যা, বানোয়াট, মনগড়া ডাকাতি মামলা রুজু ও শারীরিকভাবে নির্যাতন করে।

তিনি বলেন, কশবামাজাইল ইউনিয়নের শান্তিখোলা গ্রামের প্রবীণ রাজনীতিবীদ আ.লীগ নেতা বিগত কশবামাজাইল ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বি চেয়ারম্যান প্রার্থী জজ আলী বিশ্বাসকে গ্রেপ্তার করে শারীরিকভাবে নির্যাতন করে। যে ব্যক্তি দীর্ঘ ৬০ বছর ধরে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে আ.লীগের রাজনীতি করতে গিয়ে বিগত জামাত-বিএনপি জোট সরকারের আমলে ক্যাডার ও পুলিশ দ্বারা নির্যাতীত হয়েছেন। সে সময়ে তার বিরুদ্ধে ১৮টি মিথ্যা মামলা রুজু করা হয়। শরীরিক ও মানসিকভাবে ব্যাপক নির্যাতন করা সত্ত্বেও তিনি বঙ্গবন্ধুর আদর্শ থেকে সরেননি। ভাগ্যের নির্মম পরিহাস সেই জজ আলী বিশ্বাস ৮০ বছরের বয়োবৃদ্ধ, দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত। মৃত্যু পথযাত্রী বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। বঙ্গবন্ধুর আওয়ামী লীগ সরকার আজ ক্ষমতায়। শারীরিকভাবে পুলিশ দ্বারা তিনি নির্যাতিত। তার বিরুদ্ধে মিথ্যা ডাকাতি মামলা দিয়ে আ.লীগের ভাবমূর্তি বিনষ্ট করার অপচেষ্টা করা হচ্ছে বলে উল্লেখ করেন।

সভাপতির বক্তব্যে পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার সাইফুল ইসলাম বুড়ো প্রবীণ আ.লীগ নেতা জজ আলী বিশ্বাস সহ দলীয় নেতাকর্মীদের নামে মিথ্যা ডাকাতি মামলা প্রত্যাহারের দাবী জানান।