০৪:১২ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীর বসন্তপুরে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর প্রচারনাকালে হামলা, আটক ১৫

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ আগামী ২৬ ডিসেম্বর রাজবাড়ী সদর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে ছোট-খাট সহিংসতা শুরু হয়েছে। সোমবার দুপুরে বসন্তপুর ইউনিয়নের বড় ভবানীপুর এলাকায় মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের উপর হামলার ঘটনা ঘটেছে। ওই ঘটনায় পুলিশ ১৫ জন বহিরাগতকে আটক করেছে।

মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন সরদার জানিয়েছেন, দুপুর দেড়টার দিকে তিনি বসন্তপুর ইউনিয়নের বড়ভবানীপুর এলাকায় নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। প্রচারনা এক পর্যায়ে সেখানে থাকা স্বশুরালয়ে তিনি দুপুরের খাবার খেতে যান। সে সময় নৌকা প্রার্থী মোঃ মান্নান মিয়ার কথিত সমর্থকরা হঠাৎ করেই তাদের সমর্থকদের উপর হামলা চালায়। এতে তার কয়েকজন সমর্থক আহত হয়। ওই ঘটনার পর উল্টো নৌকা প্রার্থীর সমর্থকরা বসন্তপুর বাসস্ট্যান্ডে সড়ক অবরোধ করে। বিষয়টি তারা সে সময় পুলিশকে অবহিত করেন। পরবর্তীতে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিনের নেতৃত্বে জেলা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌছান। তারা অবরোধকারীদের ছত্রভঙ্গ করেন এবং পার্শ্ববর্তী দেওয়ান হোটেল থেকে হামলা চালনাকারী বহিরাগতসহ ১৫ জনকে আটক করে।

এ সময় রিটানিং অফিসার ও সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা খায়ের উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) আকাশ কুমার কুন্ডু, ডিআইও ওয়ান মোঃ সাইদুর রহমান, রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ সাহাদাত হোসেন, ওসি ডিবি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাসসহ জেলা পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

আটককৃতরা হলো বসন্তপুর ইউনিয়নের বড়ভবানীপুরের মৃত আবুল কাশেমের ছেলে কাকন (২৯), ফরিদপুর শিবরামপুরের ওমর আলী মোল্লার ছেলে আমিরুল মোল্লা (৩০), চাঁদপুর গ্রামের খালেক শেখের ছেলে শাহীন শেখ (৩৫), শিবরামপুরের হিরুর ছেলে নাহিদ (২১), শাজাহানের ছেলে রহিম (২৭), কাশেম শেখের ছেলে সোহান (২১), চাঁদপুরের সাত্তরের ছেলে পারভেজ (২৩), মৃত শাজাহান শেখের ছেলে কাউছার (২৩), ফজলুর ছেলে নয়ন (২৫), নজর আলীর ছেলে দেলোয়ার শেখ (২৫), চুন্নু শেখের ছেলে সুমন শেখ (২৪), শিবরামপুরের জাহাঙ্গীরের ছেলে তৌহিদ (১৯), শাজাহানের ছেলে শামীম খান (১৯), নজরুল ইসলামের ছেলে হাসিবুল হাসান (৩১) এবং হারেজ মুন্সির ছেলে প্রিন্স মুন্সি (২৭)।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিন জানিয়েছেন, আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

রাজবাড়ীর বসন্তপুরে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর প্রচারনাকালে হামলা, আটক ১৫

পোস্ট হয়েছেঃ ০৮:৩৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ আগামী ২৬ ডিসেম্বর রাজবাড়ী সদর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে ছোট-খাট সহিংসতা শুরু হয়েছে। সোমবার দুপুরে বসন্তপুর ইউনিয়নের বড় ভবানীপুর এলাকায় মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের উপর হামলার ঘটনা ঘটেছে। ওই ঘটনায় পুলিশ ১৫ জন বহিরাগতকে আটক করেছে।

মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন সরদার জানিয়েছেন, দুপুর দেড়টার দিকে তিনি বসন্তপুর ইউনিয়নের বড়ভবানীপুর এলাকায় নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। প্রচারনা এক পর্যায়ে সেখানে থাকা স্বশুরালয়ে তিনি দুপুরের খাবার খেতে যান। সে সময় নৌকা প্রার্থী মোঃ মান্নান মিয়ার কথিত সমর্থকরা হঠাৎ করেই তাদের সমর্থকদের উপর হামলা চালায়। এতে তার কয়েকজন সমর্থক আহত হয়। ওই ঘটনার পর উল্টো নৌকা প্রার্থীর সমর্থকরা বসন্তপুর বাসস্ট্যান্ডে সড়ক অবরোধ করে। বিষয়টি তারা সে সময় পুলিশকে অবহিত করেন। পরবর্তীতে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিনের নেতৃত্বে জেলা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌছান। তারা অবরোধকারীদের ছত্রভঙ্গ করেন এবং পার্শ্ববর্তী দেওয়ান হোটেল থেকে হামলা চালনাকারী বহিরাগতসহ ১৫ জনকে আটক করে।

এ সময় রিটানিং অফিসার ও সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা খায়ের উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) আকাশ কুমার কুন্ডু, ডিআইও ওয়ান মোঃ সাইদুর রহমান, রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ সাহাদাত হোসেন, ওসি ডিবি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাসসহ জেলা পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

আটককৃতরা হলো বসন্তপুর ইউনিয়নের বড়ভবানীপুরের মৃত আবুল কাশেমের ছেলে কাকন (২৯), ফরিদপুর শিবরামপুরের ওমর আলী মোল্লার ছেলে আমিরুল মোল্লা (৩০), চাঁদপুর গ্রামের খালেক শেখের ছেলে শাহীন শেখ (৩৫), শিবরামপুরের হিরুর ছেলে নাহিদ (২১), শাজাহানের ছেলে রহিম (২৭), কাশেম শেখের ছেলে সোহান (২১), চাঁদপুরের সাত্তরের ছেলে পারভেজ (২৩), মৃত শাজাহান শেখের ছেলে কাউছার (২৩), ফজলুর ছেলে নয়ন (২৫), নজর আলীর ছেলে দেলোয়ার শেখ (২৫), চুন্নু শেখের ছেলে সুমন শেখ (২৪), শিবরামপুরের জাহাঙ্গীরের ছেলে তৌহিদ (১৯), শাজাহানের ছেলে শামীম খান (১৯), নজরুল ইসলামের ছেলে হাসিবুল হাসান (৩১) এবং হারেজ মুন্সির ছেলে প্রিন্স মুন্সি (২৭)।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিন জানিয়েছেন, আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।