০৭:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

জেলা পরিষদ নির্বাচনী মতবিনিময় সভায় ভোট চাইলেন দুই সাংসদ

মনিম হোসেন, রাজবাড়ীঃ আগামী ১৭ অক্টোবর সারা দেশের ন্যায় রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, সাধারন সদস্য ও সংরক্ষিত সদস্যরা মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন ভোটের জন্য। ক্ষমতাসীন দলের মনোনিত প্রার্থীর পক্ষে বিধি লংঘন করে দুই সংসদ সদস্য ভোট চেয়েছেন।

সাধারন মানুষের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা তাদের দেয়া ভোটের মাধ্যমে জেলা পরিষদ চেয়ারম্যান, সাধারন সদস্য ও সংরক্ষিত সদস্য নির্বাচিত করবেন। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভার সকল প্রতিনিধি জেলা পরিষদ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচনে তিনজন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। সরকার দলীয় মনোনিত প্রার্থী হিসেবে শফিকুল মোর্শেদ আরুজ এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইমামুজ্জামান রিটো ও দিপক কুন্ডু রয়েছেন। জেলা পরিষদ নির্বাচনের বিধি মোতাবেক সংসদ সদস্যদের মতবিনিময় সভা, আলোচনা সভা বা ভোটারদের কাছে ভোট চাওয়া বা ভোট দিতে বাধ্য করা নিষিদ্ধ ও আচরন বিধি লংঘন।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) জেলা আওয়ামীলীগ কার্যালয়ে রাজবাড়ী-১ আসনের ১৮টি ইউনিয়ন, ২টি উপজেলা ও ২টি পৌরসভার ভোটারদের একত্রিত করে মত বিনিময় সভায় তাদের কাছে দলীয় প্রার্থী শফিকুল মোর্শেদ আরুজ’র পক্ষে তাল গাছ প্রতিকে ভোট চাওয়া হয়। যা জেলা পরিষদ নির্বাচন আচরন বিধি সম্পূর্ণ বর্হিভূত।

জেলা পষিদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৫৯৮ জন। জেলায় ১ জন চেয়ারম্যান, পাঁচ উপজেলাকে ৫টি ওয়ার্ডে ভাগ করা হয়েছে। প্রতিটি ওয়ার্ডে ১ জন করে সদস্য নির্বাচিত হবেন। দুটি সংসদীয় আসনে দুইজন সংরক্ষিত নারী সদস্য নির্বাচিত হবেন ভোটারদের ভেটে।

বৃহস্পতিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত সভায় উপস্থিত ছিলেন, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য জিল্লুল হাকিম, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ফকির আব্দুল জব্বার, মহম্মদ আলী, সাধারন সম্পাদক কাজী ইরাদত আলী, যুগ্ন সাধারন সম্পাদক শেখ সোহেল রানা টিপু সহ অন্যান্য নের্তৃবৃন্দ।

রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী বলেন, ভোট আপনাদের পবিত্র আমানত। আপনারা আমানত নষ্ট করবেন না। আমাদের দলীয় ও শেখ হাসিনার মনোনীত প্রার্থী আরুজ’র পক্ষে ভোট চাচ্ছি। সভায় সকল ভোটারদের হাত তুলে দলীয় প্রার্থীর পক্ষে ভোট দেওয়ার জন্য স্বীকার করান।

রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য জিল্লুল হাকিম বলেন, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আপনাদের একটি প্রতিশ্রুতি দিয়েছেন। জেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করলে সকল ভোটারদের নির্বাচনের আগে একটি করে গিফ্ট পাবেন এবং আমরা স্ব স্ব নির্বাচনী এলাকায় গিফ্ট দিব। এটি একটি সম্মানের ব্যাপার বলে আক্ষায়িত করেন তিনি।

জেলা পরিষদ নির্বাচন চেয়ারম্যান পদ প্রার্থী শফিকুল মোর্শেদ আরুজ বলেন, আপনারা আমার তিন নেতার কথা শুনলেন। আমি শুধু জেলা পরিষদের মনোনয়ন নিয়ে আপনাদের কাছে এসেছি। তিনি দল মত নির্বিশেষে সকলের কাছে ভোট চান। এ সভায় আগত সংসদ সদস্য ও আওয়ামীলীগের নেতা, ইউনিয়ন পরিষদ, উপজেলা ও পৌরসভার সকল ভোটারদের কাছে দোয়া কামনা করেন।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

জেলা পরিষদ নির্বাচনী মতবিনিময় সভায় ভোট চাইলেন দুই সাংসদ

পোস্ট হয়েছেঃ ১০:২৮:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৭ অক্টোবর ২০২২

মনিম হোসেন, রাজবাড়ীঃ আগামী ১৭ অক্টোবর সারা দেশের ন্যায় রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, সাধারন সদস্য ও সংরক্ষিত সদস্যরা মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন ভোটের জন্য। ক্ষমতাসীন দলের মনোনিত প্রার্থীর পক্ষে বিধি লংঘন করে দুই সংসদ সদস্য ভোট চেয়েছেন।

সাধারন মানুষের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা তাদের দেয়া ভোটের মাধ্যমে জেলা পরিষদ চেয়ারম্যান, সাধারন সদস্য ও সংরক্ষিত সদস্য নির্বাচিত করবেন। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভার সকল প্রতিনিধি জেলা পরিষদ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচনে তিনজন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। সরকার দলীয় মনোনিত প্রার্থী হিসেবে শফিকুল মোর্শেদ আরুজ এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইমামুজ্জামান রিটো ও দিপক কুন্ডু রয়েছেন। জেলা পরিষদ নির্বাচনের বিধি মোতাবেক সংসদ সদস্যদের মতবিনিময় সভা, আলোচনা সভা বা ভোটারদের কাছে ভোট চাওয়া বা ভোট দিতে বাধ্য করা নিষিদ্ধ ও আচরন বিধি লংঘন।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) জেলা আওয়ামীলীগ কার্যালয়ে রাজবাড়ী-১ আসনের ১৮টি ইউনিয়ন, ২টি উপজেলা ও ২টি পৌরসভার ভোটারদের একত্রিত করে মত বিনিময় সভায় তাদের কাছে দলীয় প্রার্থী শফিকুল মোর্শেদ আরুজ’র পক্ষে তাল গাছ প্রতিকে ভোট চাওয়া হয়। যা জেলা পরিষদ নির্বাচন আচরন বিধি সম্পূর্ণ বর্হিভূত।

জেলা পষিদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৫৯৮ জন। জেলায় ১ জন চেয়ারম্যান, পাঁচ উপজেলাকে ৫টি ওয়ার্ডে ভাগ করা হয়েছে। প্রতিটি ওয়ার্ডে ১ জন করে সদস্য নির্বাচিত হবেন। দুটি সংসদীয় আসনে দুইজন সংরক্ষিত নারী সদস্য নির্বাচিত হবেন ভোটারদের ভেটে।

বৃহস্পতিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত সভায় উপস্থিত ছিলেন, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য জিল্লুল হাকিম, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ফকির আব্দুল জব্বার, মহম্মদ আলী, সাধারন সম্পাদক কাজী ইরাদত আলী, যুগ্ন সাধারন সম্পাদক শেখ সোহেল রানা টিপু সহ অন্যান্য নের্তৃবৃন্দ।

রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী বলেন, ভোট আপনাদের পবিত্র আমানত। আপনারা আমানত নষ্ট করবেন না। আমাদের দলীয় ও শেখ হাসিনার মনোনীত প্রার্থী আরুজ’র পক্ষে ভোট চাচ্ছি। সভায় সকল ভোটারদের হাত তুলে দলীয় প্রার্থীর পক্ষে ভোট দেওয়ার জন্য স্বীকার করান।

রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য জিল্লুল হাকিম বলেন, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আপনাদের একটি প্রতিশ্রুতি দিয়েছেন। জেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করলে সকল ভোটারদের নির্বাচনের আগে একটি করে গিফ্ট পাবেন এবং আমরা স্ব স্ব নির্বাচনী এলাকায় গিফ্ট দিব। এটি একটি সম্মানের ব্যাপার বলে আক্ষায়িত করেন তিনি।

জেলা পরিষদ নির্বাচন চেয়ারম্যান পদ প্রার্থী শফিকুল মোর্শেদ আরুজ বলেন, আপনারা আমার তিন নেতার কথা শুনলেন। আমি শুধু জেলা পরিষদের মনোনয়ন নিয়ে আপনাদের কাছে এসেছি। তিনি দল মত নির্বিশেষে সকলের কাছে ভোট চান। এ সভায় আগত সংসদ সদস্য ও আওয়ামীলীগের নেতা, ইউনিয়ন পরিষদ, উপজেলা ও পৌরসভার সকল ভোটারদের কাছে দোয়া কামনা করেন।