০৫:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দ বন্ধুসভার সাবেক সভাপতি রমেশ আগরওয়ালার মায়ের পরোলক গমন

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ওম প্রকাশ আগরওয়ালার স্ত্রী পুষ্পাদেবী আগরওয়ালা (৭৫) গতকাল মঙ্গলবার (১৮ জুলাই) দিবাগত রাত সোয়া দশটার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরোলক গমন করেছেন।

তিনি স্বামী, দুই ছেলে ও চার মেয়েসহ আত্মায় স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে তাঁর লাশ গোয়ালন্দ বাজারের নিজ বাসভবনে আনা হয়।

পুষ্পাদেবীর ছোট ছেলে রমেশ কুমার আগরওয়ালা প্রথম আলো গোয়ালন্দ বন্ধুসভার সাবেক সভাপতি এবং কার্যনির্বাহী কমিটির সদস্য। এছাড়া তিনি সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম ডিগ্রী কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক। তাঁর বড় ছেলে রাজু আগরওয়ালাও গোয়ালন্দ বাজারের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। কয়েকদিন আগে চুয়াডাঙ্গা শহরের মেয়ের বাড়িতে বেড়াতে যান তিনি। সেখানে বয়স্ক জনিত কারনে অসুস্থ্য হয়ে পড়লে তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে মঙ্গলবার রাতেই শেষ নিঃশেষ ত্যাগ করেন। আজ বুধবার (১৯ জুলাই) দুপুরে ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে গোয়ালন্দ পৌরসভার মহাশস্মানে তাঁর অন্তেষ্টেক্রিয়া সম্পন্ন করার সকল প্রস্তুতি গ্রহণ করা হয়।

পুষ্পাদেবীর মৃত্যুতে প্রথম আলো গোয়ালন্দ প্রতিনিধি রাশেদুল হক রায়হানসহ বন্ধুসভার সভাপতি মুহাম্মদ লুৎফর রহমান, সাধারণ সম্পাদক মো. সফিক মন্ডলসহ বন্ধুসভার সকল সদস্যের পক্ষ থেকে শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দ বন্ধুসভার সাবেক সভাপতি রমেশ আগরওয়ালার মায়ের পরোলক গমন

পোস্ট হয়েছেঃ ০৯:২৮:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ওম প্রকাশ আগরওয়ালার স্ত্রী পুষ্পাদেবী আগরওয়ালা (৭৫) গতকাল মঙ্গলবার (১৮ জুলাই) দিবাগত রাত সোয়া দশটার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরোলক গমন করেছেন।

তিনি স্বামী, দুই ছেলে ও চার মেয়েসহ আত্মায় স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে তাঁর লাশ গোয়ালন্দ বাজারের নিজ বাসভবনে আনা হয়।

পুষ্পাদেবীর ছোট ছেলে রমেশ কুমার আগরওয়ালা প্রথম আলো গোয়ালন্দ বন্ধুসভার সাবেক সভাপতি এবং কার্যনির্বাহী কমিটির সদস্য। এছাড়া তিনি সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম ডিগ্রী কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক। তাঁর বড় ছেলে রাজু আগরওয়ালাও গোয়ালন্দ বাজারের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। কয়েকদিন আগে চুয়াডাঙ্গা শহরের মেয়ের বাড়িতে বেড়াতে যান তিনি। সেখানে বয়স্ক জনিত কারনে অসুস্থ্য হয়ে পড়লে তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে মঙ্গলবার রাতেই শেষ নিঃশেষ ত্যাগ করেন। আজ বুধবার (১৯ জুলাই) দুপুরে ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে গোয়ালন্দ পৌরসভার মহাশস্মানে তাঁর অন্তেষ্টেক্রিয়া সম্পন্ন করার সকল প্রস্তুতি গ্রহণ করা হয়।

পুষ্পাদেবীর মৃত্যুতে প্রথম আলো গোয়ালন্দ প্রতিনিধি রাশেদুল হক রায়হানসহ বন্ধুসভার সভাপতি মুহাম্মদ লুৎফর রহমান, সাধারণ সম্পাদক মো. সফিক মন্ডলসহ বন্ধুসভার সকল সদস্যের পক্ষ থেকে শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।