০৩:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগে সাংবাদিক নেতা গ্রেপ্তার

ষ্টাফ রিপোর্টারঃ রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট এলাকায় পুলিশ লাইনের রেকার চালককে মারধর ও সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগে মো. মোমিন শেখ (২৪) নামের এক সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ। মোমিন চ্যানেল এস এর রাজবাড়ী প্রতিনিধি, গোয়ালন্দ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের উপ প্রচার সম্পাদক। সে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ওমর আলী মোল্লার পাড়ার হামেদ শেখ এর ছেলে।

রাজবাড়ী পুলিশ লাইনের রেকার চালক কনেষ্টবল মীর ইয়াছিন আলী বাদী হয়ে মো. মোমিন শেখকে প্রধান, সহযোগী হিসেবে গোয়ালন্দ পৌরসভার কুমড়াকান্দি গ্রামের বাবলুর ছেলে মো. সোহাগ মিয়া (২৫) ও দৌলতদিয়া বাজার এলাকার জাহাঙ্গীর চৌধুরীর ছেলে সোহেল রানা চৌধুরীকে (৩০) চিহিৃত এবং অজ্ঞাত আরো ৩-৪জনকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেছেন।

মামলার অভিযোগে বলা হয়, ১৬ অক্টোবর থেকে পুলিশ লাইনের এস.আই নজরুল ইসলামের নেতৃত্বে রেকারটি দৌলতদিয়া ঘাটে নিয়োজিত ছিলেন। মঙ্গলবার দিবাগত রাত ৮টার দিকে দৌলতদিয়া পুলিশ বক্সের সামনে পাকা সড়কের ওপর বসে রেকারের বিল তৈরী করছিলেন। মোমিন শেখ তার সঙ্গীরা এসে কেন রেকার বিল করা হচ্ছে জানতে চান। সরকারি কাজে কেন বাধা প্রদান করা হচ্ছে এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘবদ্ধ সবাই রেকার চালক মীর ইয়াছিন আলীকে কিল-ঘুষি মারতে থাকে। খবর পেয়ে এস.আই নজরুল ইসলাম ও কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্যরা ছুটে এলে তাদের হাত থেকে রক্ষা করে। এসময় পালানোর সময় মোমিনকে আটক করে। পরে স্থানীয় সহযোগিতায় তাকে (ইয়াছিন) গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, পুলিশ লাইনের রেকার চালক পুলিশ কনেষ্টবল মীর ইয়াছিন আলী বাদী হয়ে তিনজনকে চিহিৃত ও অজ্ঞাত ৩-৪জনকে আসামী করে মঙ্গলবার রাতেই সরকারি কাজে বাধা প্রদান ও মারধরের ঘটনায় মামলা দায়ের করেছেন। ওই মামলায় সাংবাদিক মোমিন শেখকে গ্রেপ্তার দেখিয়ে বুধবার রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দে সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগে সাংবাদিক নেতা গ্রেপ্তার

পোস্ট হয়েছেঃ ০৫:৩৯:২১ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২০

ষ্টাফ রিপোর্টারঃ রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট এলাকায় পুলিশ লাইনের রেকার চালককে মারধর ও সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগে মো. মোমিন শেখ (২৪) নামের এক সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ। মোমিন চ্যানেল এস এর রাজবাড়ী প্রতিনিধি, গোয়ালন্দ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের উপ প্রচার সম্পাদক। সে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ওমর আলী মোল্লার পাড়ার হামেদ শেখ এর ছেলে।

রাজবাড়ী পুলিশ লাইনের রেকার চালক কনেষ্টবল মীর ইয়াছিন আলী বাদী হয়ে মো. মোমিন শেখকে প্রধান, সহযোগী হিসেবে গোয়ালন্দ পৌরসভার কুমড়াকান্দি গ্রামের বাবলুর ছেলে মো. সোহাগ মিয়া (২৫) ও দৌলতদিয়া বাজার এলাকার জাহাঙ্গীর চৌধুরীর ছেলে সোহেল রানা চৌধুরীকে (৩০) চিহিৃত এবং অজ্ঞাত আরো ৩-৪জনকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেছেন।

মামলার অভিযোগে বলা হয়, ১৬ অক্টোবর থেকে পুলিশ লাইনের এস.আই নজরুল ইসলামের নেতৃত্বে রেকারটি দৌলতদিয়া ঘাটে নিয়োজিত ছিলেন। মঙ্গলবার দিবাগত রাত ৮টার দিকে দৌলতদিয়া পুলিশ বক্সের সামনে পাকা সড়কের ওপর বসে রেকারের বিল তৈরী করছিলেন। মোমিন শেখ তার সঙ্গীরা এসে কেন রেকার বিল করা হচ্ছে জানতে চান। সরকারি কাজে কেন বাধা প্রদান করা হচ্ছে এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘবদ্ধ সবাই রেকার চালক মীর ইয়াছিন আলীকে কিল-ঘুষি মারতে থাকে। খবর পেয়ে এস.আই নজরুল ইসলাম ও কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্যরা ছুটে এলে তাদের হাত থেকে রক্ষা করে। এসময় পালানোর সময় মোমিনকে আটক করে। পরে স্থানীয় সহযোগিতায় তাকে (ইয়াছিন) গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, পুলিশ লাইনের রেকার চালক পুলিশ কনেষ্টবল মীর ইয়াছিন আলী বাদী হয়ে তিনজনকে চিহিৃত ও অজ্ঞাত ৩-৪জনকে আসামী করে মঙ্গলবার রাতেই সরকারি কাজে বাধা প্রদান ও মারধরের ঘটনায় মামলা দায়ের করেছেন। ওই মামলায় সাংবাদিক মোমিন শেখকে গ্রেপ্তার দেখিয়ে বুধবার রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।