০৫:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে আলোচিত স্কুল ছাত্র মিরাজ হত্যার ঘটনায় জড়িত সন্দেহে যুবক গ্রেপ্তার

ষ্টাফ রিপোর্টারঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার আলোচিত নবম শ্রেনীর স্কুল ছাত্র মিরাজ খা হত্যার ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ সোমবার মিনহাজ সরদার (৩৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। সে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের ধোপাগাথী গ্রামের মৃত খোরশেদ সরদারের ছেলে। নিহত মো. মিরাজ খা (১৬) গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের উত্তর চর পাচুরিয়া গ্রামের সিরাজ খার ছেলে এবং দৌলতদিয়া মডেল হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্র।

গত ২৭ আগষ্ট সন্ধ্যার পর বাড়িতে বসে খাবারের সময় অজ্ঞাত ফোন পেয়ে বাড়ি থেকে মিরাজ বের হয়ে যায়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। ৩১ আগষ্ট দেবগ্রাম ইউনিয়নের কাওয়ালজানি এলাকার দুর্গম পদ্মার চরে কাঁদা মাটিতে অর্ধেক পুতে রাখা এক তরুণের দুই হাত বিচ্ছিন্ন অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ অজ্ঞাত লাশ হিসেবে উদ্ধারের পর সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য রাজবাড়ী পাঠায়। পরবর্তীতে লাশের পড়নের পোশাক, কপালে কাটা দাগ ও বয়স দেখে মিরাজের লাশ হিসেবে পরিবার শনাক্ত করেন। পরবর্তীতে ঘটনার পর দিন স্কুল ছাত্রের বাবা খোরশেদ সরদার বাদী হয়ে অজ্ঞাত কয়েকজনকে আসামীকে করে একটি হত্যা মামলা দায়ের করেন।

গোয়ালন্দ ঘাট থানা পুলিশ জানায়, সোমবার (১৯ অক্টোবর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাসষ্ট্যান্ড এলাকা থেকে মিনহাজ সরদারকে গ্রেপ্তার করে। নিহত স্কুল ছাত্রের সাথে গ্রেপ্তারকৃত মিনহাজ সরদারের পরিবারের একটি মেয়ের সাথে প্রেমের সম্পর্ক ধরে এ হত্যাকা- ঘটতে পারে বলে পরিবার থেকে সন্দেহ প্রকাশ করা হয়। বিষয়টি পরিবার থেকে পুলিশ সুপারকেও অবগত করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, মিরাজের সাথে গ্রেপ্তারকৃত মিনহাজের এক ভাতিজির সাথে প্রেমের সম্পর্ক চলছিল যা মেয়েটির পরিবার থেকে মেনে নেয়নি। এ নিয়ে উভয় পরিবারের মধ্যে মনোমালিন্য চলছিল। নিহত মিরাজের পরিবারের দাবী, এ ঘটনাকে কেন্দ্র করে স্কুল ছাত্র মিরাজকে হত্যা করা হতে পারে বলে দাবী করা হচ্ছে। এ ঘটনায় মিনহাজকে ওই মামলায় সন্ধিগ্ধ হিসেবে গ্রেপ্তার দেখিয়ে সোমবার বিকেলেই রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে। প্রয়োজনে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমাণ্ডে আনা লাগতে পারে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দে আলোচিত স্কুল ছাত্র মিরাজ হত্যার ঘটনায় জড়িত সন্দেহে যুবক গ্রেপ্তার

পোস্ট হয়েছেঃ ০৯:০৮:১৬ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০

ষ্টাফ রিপোর্টারঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার আলোচিত নবম শ্রেনীর স্কুল ছাত্র মিরাজ খা হত্যার ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ সোমবার মিনহাজ সরদার (৩৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। সে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের ধোপাগাথী গ্রামের মৃত খোরশেদ সরদারের ছেলে। নিহত মো. মিরাজ খা (১৬) গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের উত্তর চর পাচুরিয়া গ্রামের সিরাজ খার ছেলে এবং দৌলতদিয়া মডেল হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্র।

গত ২৭ আগষ্ট সন্ধ্যার পর বাড়িতে বসে খাবারের সময় অজ্ঞাত ফোন পেয়ে বাড়ি থেকে মিরাজ বের হয়ে যায়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। ৩১ আগষ্ট দেবগ্রাম ইউনিয়নের কাওয়ালজানি এলাকার দুর্গম পদ্মার চরে কাঁদা মাটিতে অর্ধেক পুতে রাখা এক তরুণের দুই হাত বিচ্ছিন্ন অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ অজ্ঞাত লাশ হিসেবে উদ্ধারের পর সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য রাজবাড়ী পাঠায়। পরবর্তীতে লাশের পড়নের পোশাক, কপালে কাটা দাগ ও বয়স দেখে মিরাজের লাশ হিসেবে পরিবার শনাক্ত করেন। পরবর্তীতে ঘটনার পর দিন স্কুল ছাত্রের বাবা খোরশেদ সরদার বাদী হয়ে অজ্ঞাত কয়েকজনকে আসামীকে করে একটি হত্যা মামলা দায়ের করেন।

গোয়ালন্দ ঘাট থানা পুলিশ জানায়, সোমবার (১৯ অক্টোবর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাসষ্ট্যান্ড এলাকা থেকে মিনহাজ সরদারকে গ্রেপ্তার করে। নিহত স্কুল ছাত্রের সাথে গ্রেপ্তারকৃত মিনহাজ সরদারের পরিবারের একটি মেয়ের সাথে প্রেমের সম্পর্ক ধরে এ হত্যাকা- ঘটতে পারে বলে পরিবার থেকে সন্দেহ প্রকাশ করা হয়। বিষয়টি পরিবার থেকে পুলিশ সুপারকেও অবগত করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, মিরাজের সাথে গ্রেপ্তারকৃত মিনহাজের এক ভাতিজির সাথে প্রেমের সম্পর্ক চলছিল যা মেয়েটির পরিবার থেকে মেনে নেয়নি। এ নিয়ে উভয় পরিবারের মধ্যে মনোমালিন্য চলছিল। নিহত মিরাজের পরিবারের দাবী, এ ঘটনাকে কেন্দ্র করে স্কুল ছাত্র মিরাজকে হত্যা করা হতে পারে বলে দাবী করা হচ্ছে। এ ঘটনায় মিনহাজকে ওই মামলায় সন্ধিগ্ধ হিসেবে গ্রেপ্তার দেখিয়ে সোমবার বিকেলেই রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে। প্রয়োজনে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমাণ্ডে আনা লাগতে পারে।