নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট সোমবার সকাল থেকেই অনেকটা ফাকা পড়ে আছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে স্বল্প সংখ্যক পণ্যবাহী যানবাহন যা আসছে তাই নিয়ে ঘাট ছেড়ে যাচ্ছে ফেরি। তবে এ জন্য ঘাটে যানবাহনের জন্য অপেক্ষায় থাকতে হচ্ছে ফেরিগুলোকে। বিপরিত পাশে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে মাঝেমধ্যে ছেড়ে আসছে ফেরি। তাতে অধিকাংশ পণ্যবাহী যানবাহন রয়েছে।
দেখা যায়, দৌলতদিয়ার চারটি ঘাটেই ফেরি রয়েছে। ফেরি অনুপাতে যানবাহন তেমন একটা দেখা যায়নি। ফেরিতে ওঠার জন্য লাইনে অপেক্ষায় থাকা স্বল্প সংখ্যক পণ্যবাহী গাড়ির চালক সুবিধা মতো ঘাটে গিয়ে ভিড়ছে। পাটুরিয়া থেকে ছেড়ে আসা ফেরি দৌলতদিয়ায় আনলোডের পর যানবাহনের জন্য অপেক্ষা করছে।
এদিকে জরুরী প্রয়োজনে অনেকেই বিকল্প উপায়ে যানবাহনে দৌলতদিয়া ঘাটে এসে নামার পর দিব্যি স্বাভাবিক পরিবেশে ফেরিতে গিয়ে উঠছে। কোথাও কোন ধরনের বাধা ছাড়াই নির্বিঘ্নে যানবাহনের সাথে যাত্রী সাধারণ ফেরিতে অনায়াসে উঠার সুযোগ পাচ্ছেন। এসময় কোথাও দেখে মনে হয়নি দেশে করোনার মতো মহামারী চলছে।
রো রো ফেরি মাষ্টার সফিকুল ইসলাম বলেন, কয়েকদিন ধরে নদীতে প্রচন্ড স্রোত দেখা দিয়েছে। বিশেষ করে দৌলতদিয়া প্রান্তে স্রোতের কারনে ঘাটে ফেরি ভিড়তে আগের থেকে সময় বেশি লাগছে। বর্তমানে গাড়ির চাপ কম থাকায় যানবাহন পারাপারে খুব একটা তাড়া থাকছে না। সোমবারের পরিবর্তে বৃহস্পতিবার থেকে কঠোর বিধিনিষেধ শুরু হবে এ খবর ছড়িয়ে পড়ায় অনেকে এখন স্বাভাবিক গতিতে চলাচল করছে।
কুষ্টিয়ার কুমারখালী থেকে আসা রানা জোয়াদ্দার বলেন, সিএনজিতে করে কুমারখালী থেকে ৫০০ টাকা দিয়ে দৌলতদিয়া এসে নামলাম। জরুরী কাজে সাভার যেতে হবে তাই সকালেই রওয়ানা করেছি। পথে দুইবার বাধার সম্মুখিন হলেও সিএনজিতে আমরা স্বামী-স্ত্রী দুইজন হওয়ায় তেমন একটা জবাবদিহি করতে হয়নি।
সাভার থেকে রাজবাড়ী গ্রামের বাড়ি ফিরছিলেন প্রকৌশলী জুয়েল বাহাদুর। ফেরি ঘাটে আলাপকালে বলেন, সাভার থেকে সিএনজিতে ৩০০ টাকা দিয়ে পাটুরিয়ায় এসেছি। কোথাও কোন বাধার সম্মুখিন হয়নি। ঘাটে নেমেই সরাসরি ফেরিতে। ফেরি থেকে নেমে মাহেন্দ্র করে বাড়ি রওয়ানা করছি। বৃহস্পতিবার থেকে কঠোর বিধিনিষেধ শুরু হচ্ছে। ঝামেলা এড়াতে আগেভাগেই বাড়ি ফিরে এলাম।