০৮:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

পিঠা-মাংস খেয়ে গোয়ালন্দে একই পরিবারের ৮জন সহ ১৫ জন ডায়রিয়ায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার আনসের মাঝির গ্রামে পিঠা-মাংস খেয়ে এক পরিবারের ৮ সদস্য সহ ১৫ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। সোমবার থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানান, খাদ্যে বিষক্রিয়া থেকে তারা ডায়রিয়া হয়েছে। এছাড়া প্রচন্ড গরমের কারনেও ডায়রিয়া রোগীর সংখ্যা প্রতিদিন বাড়ছে।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন কৃষক বিল্লাল শেখ (৭০) জানান, তাঁর শ্যালক একই গ্রামের আব্দুল প্রামানিক গত শনিবার (১১ জুন) বাড়িতে খড়ের পালা দিতে তাদেরকে আসতে বলেন। তিনি স্ত্রী, ছেলেসহ পরিবারের চারজন আব্দুল প্রামানিকের বাড়িতে যান। পরে তারা চারজন, আব্দুল প্রামানিকের পরিবারের ৪জন গ্রামের ৬-৭জন মিলে মোট ১৪-১৫ জন খড়ের পালা দেন। দিন শেষে ওই বাড়িতে সবার জন্য আয়োজন করা হয় চিতই পিঠা আর মুরগির মাংস। রাতে সবাই মিলে একত্রে পিঠা-মাংস খাওয়ার কিছুক্ষণ পর থেকে পেটে ব্যাথা শুরু হয়।

কৃষক বিল্লাল শেখ বলেন, প্রথমে আমার পেট ব্যাথা শুরু হয়। এরপর স্ত্রী, সন্তানসহ পরিবারের সবারই পেটে ব্যাথা ও পাতলা পায়খানা শুরু হয়। স্থানীয়ভাবে ওষুধ, স্যালাইন খাওয়া শুরু করি। দুই দিন কাটার পর কোন উন্নতি না হওয়ায় সোমবার (১৩ জুন) সন্ধ্যার দিকে তিনি (বিল্লাল শেখ), স্ত্রী রওশন আরা খাতুন (৬২) ও ছেলে আরিফুল ইসলাম (২৮) হাসপাতালে ভর্তি হন। অন্যদের অবস্থার অবনতি হওয়ায় সন্ধ্যায় গ্রামের সুমন শেখ (২২), রাজু প্রামানিক (১৫), আব্দুল প্রামানিক (৬০), তার ছেলে রিয়াজ প্রামানিক (২০) এবং রাতে আরিফ প্রামানিকের স্ত্রী আফরোজা খাতুনকে (২১) ভর্তি করা হয়।

পরদিন আজ মঙ্গলবার সকালে গ্রামের রহমান প্রামানিকের স্ত্রী হাজরা বেগম (৫৫), ছব্দুল প্রামানিকের স্ত্রী শাহানাজ বেগম (৩২), ছেলে সাগর প্রামানিক (১৪), প্রতিবেশী সুজাত হোসেন (২০), মনির হোসেন এর স্ত্রী লিজা খাতুন (২৫), ইউসুফ হোসেন (৪০) ও আবুল কালামের মেয়ে সাথী আক্তার (১৪) সহ মোট ১৫ জনকে ভর্তি করা হয়েছে।

আব্দুল প্রামানিকের স্ত্রী লাকি বেগম বলেন, ধানের খ্যাড়ের পালা দিতে আত্মীয়সহ স্থানীয়দের নিয়ারা নেই। আত্মীয়-স্বজনসহ বাড়ির সবাই ১৫-১৬ জন মিলে কাজ করে। রাতে বাড়িতে ব্রয়লার মুরগি আর চিতই পিঠা বানাই। এরপর রাতে সবাই একত্রে খাওয়া দাওয়া শেষ করে। গভীর রাত থেকে একে একে পেট ব্যাথা, পাতলা পায়খানা শুরু হয়। সবার শরীরে প্রচন্ড জ্বর দেখা দেয়। আমরা ওষুধ-স্যালাইন সব খাইলেও পরিস্থিতি ভালো হয়না। অবস্থা আরো বেশি খারাপ হলে হাসপাতালে আসি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং সুপারভাইজার মৃদুলা রানী বিশ্বাস বলেন, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ১৮ জন ডায়রিয়া রোগী ভর্তি হয়েছে। এরমধ্যে এক পরিবারের ১৩জন ছিল। মঙ্গলবার সকাল ৮টার পরে ওই পরিবারের আরো ২জন ডায়রিয়া রোগী ভর্তি হয়। তাদের প্রত্যেকের শরীরে ১০২ থেকে ১০৪ ডিগ্রী পর্যন্ত জ্বর ছিল। আমরা তাদেরকে খাবার স্যালাইন, হাত স্যালাইনসহ নিয়মিত এন্টিবায়োটিক ওষুধ দিচ্ছি।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দ আমিরুল হক শামীম বলেন, চিতই পিঠা ও মুরগির মাংস খাওয়ার পর খাদ্যে বিষক্রিয়া বা পানিবাহিত জনিত কারনে একই এলাকার ১৫জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। বর্তমানে আবহাওয়া গরম থাকায় ডায়রিয়া রোগী বাড়ছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

পিঠা-মাংস খেয়ে গোয়ালন্দে একই পরিবারের ৮জন সহ ১৫ জন ডায়রিয়ায় আক্রান্ত

পোস্ট হয়েছেঃ ১১:৫০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার আনসের মাঝির গ্রামে পিঠা-মাংস খেয়ে এক পরিবারের ৮ সদস্য সহ ১৫ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। সোমবার থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানান, খাদ্যে বিষক্রিয়া থেকে তারা ডায়রিয়া হয়েছে। এছাড়া প্রচন্ড গরমের কারনেও ডায়রিয়া রোগীর সংখ্যা প্রতিদিন বাড়ছে।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন কৃষক বিল্লাল শেখ (৭০) জানান, তাঁর শ্যালক একই গ্রামের আব্দুল প্রামানিক গত শনিবার (১১ জুন) বাড়িতে খড়ের পালা দিতে তাদেরকে আসতে বলেন। তিনি স্ত্রী, ছেলেসহ পরিবারের চারজন আব্দুল প্রামানিকের বাড়িতে যান। পরে তারা চারজন, আব্দুল প্রামানিকের পরিবারের ৪জন গ্রামের ৬-৭জন মিলে মোট ১৪-১৫ জন খড়ের পালা দেন। দিন শেষে ওই বাড়িতে সবার জন্য আয়োজন করা হয় চিতই পিঠা আর মুরগির মাংস। রাতে সবাই মিলে একত্রে পিঠা-মাংস খাওয়ার কিছুক্ষণ পর থেকে পেটে ব্যাথা শুরু হয়।

কৃষক বিল্লাল শেখ বলেন, প্রথমে আমার পেট ব্যাথা শুরু হয়। এরপর স্ত্রী, সন্তানসহ পরিবারের সবারই পেটে ব্যাথা ও পাতলা পায়খানা শুরু হয়। স্থানীয়ভাবে ওষুধ, স্যালাইন খাওয়া শুরু করি। দুই দিন কাটার পর কোন উন্নতি না হওয়ায় সোমবার (১৩ জুন) সন্ধ্যার দিকে তিনি (বিল্লাল শেখ), স্ত্রী রওশন আরা খাতুন (৬২) ও ছেলে আরিফুল ইসলাম (২৮) হাসপাতালে ভর্তি হন। অন্যদের অবস্থার অবনতি হওয়ায় সন্ধ্যায় গ্রামের সুমন শেখ (২২), রাজু প্রামানিক (১৫), আব্দুল প্রামানিক (৬০), তার ছেলে রিয়াজ প্রামানিক (২০) এবং রাতে আরিফ প্রামানিকের স্ত্রী আফরোজা খাতুনকে (২১) ভর্তি করা হয়।

পরদিন আজ মঙ্গলবার সকালে গ্রামের রহমান প্রামানিকের স্ত্রী হাজরা বেগম (৫৫), ছব্দুল প্রামানিকের স্ত্রী শাহানাজ বেগম (৩২), ছেলে সাগর প্রামানিক (১৪), প্রতিবেশী সুজাত হোসেন (২০), মনির হোসেন এর স্ত্রী লিজা খাতুন (২৫), ইউসুফ হোসেন (৪০) ও আবুল কালামের মেয়ে সাথী আক্তার (১৪) সহ মোট ১৫ জনকে ভর্তি করা হয়েছে।

আব্দুল প্রামানিকের স্ত্রী লাকি বেগম বলেন, ধানের খ্যাড়ের পালা দিতে আত্মীয়সহ স্থানীয়দের নিয়ারা নেই। আত্মীয়-স্বজনসহ বাড়ির সবাই ১৫-১৬ জন মিলে কাজ করে। রাতে বাড়িতে ব্রয়লার মুরগি আর চিতই পিঠা বানাই। এরপর রাতে সবাই একত্রে খাওয়া দাওয়া শেষ করে। গভীর রাত থেকে একে একে পেট ব্যাথা, পাতলা পায়খানা শুরু হয়। সবার শরীরে প্রচন্ড জ্বর দেখা দেয়। আমরা ওষুধ-স্যালাইন সব খাইলেও পরিস্থিতি ভালো হয়না। অবস্থা আরো বেশি খারাপ হলে হাসপাতালে আসি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং সুপারভাইজার মৃদুলা রানী বিশ্বাস বলেন, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ১৮ জন ডায়রিয়া রোগী ভর্তি হয়েছে। এরমধ্যে এক পরিবারের ১৩জন ছিল। মঙ্গলবার সকাল ৮টার পরে ওই পরিবারের আরো ২জন ডায়রিয়া রোগী ভর্তি হয়। তাদের প্রত্যেকের শরীরে ১০২ থেকে ১০৪ ডিগ্রী পর্যন্ত জ্বর ছিল। আমরা তাদেরকে খাবার স্যালাইন, হাত স্যালাইনসহ নিয়মিত এন্টিবায়োটিক ওষুধ দিচ্ছি।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দ আমিরুল হক শামীম বলেন, চিতই পিঠা ও মুরগির মাংস খাওয়ার পর খাদ্যে বিষক্রিয়া বা পানিবাহিত জনিত কারনে একই এলাকার ১৫জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। বর্তমানে আবহাওয়া গরম থাকায় ডায়রিয়া রোগী বাড়ছে।