০৪:১১ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

দৌলতদিয়ায় রাজধানীমুখী ছোট গাড়ি ও মানুষের চাপ অব্যাহত

রাজবাড়ীমেইল ডেস্কঃ দীর্ঘদিন সারাদেশে লকডাউন শেষে রোববার থেকে ফের অফিস, প্রতিষ্ঠান খুলতে শুরু করেছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ আজ শনিবারও রাজধানীর দিকে ছুটতে থাকে। সকালের দিকে মানুষের চাপ থাকলেও বেলা বাড়ার সাথে ছোট গাড়ির চাপ বাড়তে থাকে। গাড়ি ও যাত্রী দ্রুত পারাপার করতে কর্তৃপক্ষ সবকটি ফেরি চালু রাখে।

বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয় জানায়, ঈদ পরবর্তী গত বুধবার থেকে কর্মজীবী দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ রাজধানীর দিকে ছুটতে থাকে। তবে গত বৃহস্পতিবার ও শুক্রবার সবচেয়ে বেশি মানুষ এই ঘাট দিয়ে পার হয়। শনিবার অনেক অফিস খোলায় শুক্রবার বেশিরভাগ মানুষ নদী পাড়ি দিয়েছে। আবার অনেকের রোববার থেকে অফিস খোলায় শনিবার মানুষ ছুটতে থাকে। দিনের প্রথম প্রহরে মানুষের ভিড় পড়ে ঘাটে। বেলা বাড়ার সাথে ভিড় কমতে থাকে। তবে ছোট বা ব্যক্তিগত গাড়ির চাপ বাড়তে থাকে। পরে ৯টি ফেরির পরিবর্তে ছোট-বড় মিলে ১৪টি ফেরি চালু করা হয়েছে।

শনিবার সকালে দৌলতদিয়ায় দেখা যায়, চারটি ঘাট চালু রয়েছে। তবে পাঁচ নম্বর ঘাটে যাত্রী পারাপার হচ্ছে বেশি। ঢাকা-খুলনা মহাসড়ক থেকে দৌলতদিয়া ফেরিঘাটে পৌছতে ছোট বা ব্যক্তিগত গাড়ির জন্য বিকল্প সড়কের প্রায় দুই কিলোমিটার জুড়েই রয়েছে লাইন। একই সাথে পাটুরিয়া থেকে ছেড়ে আসা ফেরিগুলো থেকে নেমে আসা যাত্রী বা যানবাহনগুলি এই বিকল্প সড়কের এক পাশ দিয়ে ঢাকা-খুলনা মহাসড়কে উঠছে। যাত্রীদের আসা-যাওয়া ও গাড়ির লম্বা লাইন দেখে মনে হয় দৌলতদিয়া ঘাটের চিরচেনা দৃশ্য ফিরে আসতে শুরু করেছে। একদিকে যাত্রী ও গাড়ি ফেরি থেকে নেমে মহাসড়কে উঠছে। আরেকদিকে ফেরিতে গিয়ে উঠছে। কেউ তাড়াহুড়া করে ফেরিতে উঠতে গিয়ে দৌড় দিচ্ছে। আবার মোটরসাইকেল নিয়ে ফেরিতে উঠতে গিয়ে কেউ পড়েও যাচ্ছে। তবে গণপরিবহন চালু না থাকায় অনেক ছোট-খাটো পরিবারের যাতায়াতের ভরসা ছিল মোটরসাইকেল।

নদী পাড়ি দিতে আসা মানুষদের সামাজিক দূরত্ব বজায় রেখে ফেরিতে ওঠার আহ্বান জানাতে হিমশিম খায় গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। এসময় থানার পুলিশ সদস্যরা কয়েকটি ভাগে ভাগ হয়ে বিভিন্ন ঘাটে দায়িত্ব পালন করতে থাকেন। তাদের কাজে তদারকি করতে থাকেন থানার ওসি মো. আশিকুর রহমান ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আব্দুল্লাহ আল-তায়াবীর।

রাজবাড়ীর কালুখালি গ্রামের বাড়ি থেকে গাজীপুরের বাসায় ফিরে যাচ্ছিলেন একটি বেসরকারী প্রতিষ্ঠানের কর্মচারী কামরুল ইসলাম। স্ত্রী ও সন্তানসহ ব্যাগ চারপাশে ঝুলিয়ে রওয়ানা করেন। আলাপকালে তিনি বলেন, প্রাইভেটকার বা ব্যক্তিগত গাড়ি নিয়ে তো যাওয়া সম্ভব না। তাই আমার সম্বল এই মোটরসাইকেলে করেই রওয়ানা করছি। একসাথে যেতে অনেকটা কষ্ট হচ্ছে। কিন্তু উপায় নাই এভাবেই যেতে হচ্ছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক মাহবুব আলী সরদার বলেন, সকালে প্রথম দিকে ৯টি, পরে ১১টি থেকে বাড়িয়ে দুপুর থেকে ১৪টি ফেরি চলছে। বেলা বাড়ার সাথে ছোট গাড়ির চাপ বাড়ছে। সেই সাথে যাত্রীও রয়েছে। সকালে যাত্রীর চাপ বেশি ছিল। অনেকের অফিস রোববার থেকে খোলা, তাই সবাই ছুটির শেষ কাটিয়ে সবাই ঢাকামুখী হচ্ছে। তবে রোববার থেকে যাত্রীর চাপ অনেকটা স্বাভাবিক হয়ে আসবে বলে তিনি মনে করেন।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

দৌলতদিয়ায় রাজধানীমুখী ছোট গাড়ি ও মানুষের চাপ অব্যাহত

পোস্ট হয়েছেঃ ০৫:৫৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২০

রাজবাড়ীমেইল ডেস্কঃ দীর্ঘদিন সারাদেশে লকডাউন শেষে রোববার থেকে ফের অফিস, প্রতিষ্ঠান খুলতে শুরু করেছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ আজ শনিবারও রাজধানীর দিকে ছুটতে থাকে। সকালের দিকে মানুষের চাপ থাকলেও বেলা বাড়ার সাথে ছোট গাড়ির চাপ বাড়তে থাকে। গাড়ি ও যাত্রী দ্রুত পারাপার করতে কর্তৃপক্ষ সবকটি ফেরি চালু রাখে।

বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয় জানায়, ঈদ পরবর্তী গত বুধবার থেকে কর্মজীবী দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ রাজধানীর দিকে ছুটতে থাকে। তবে গত বৃহস্পতিবার ও শুক্রবার সবচেয়ে বেশি মানুষ এই ঘাট দিয়ে পার হয়। শনিবার অনেক অফিস খোলায় শুক্রবার বেশিরভাগ মানুষ নদী পাড়ি দিয়েছে। আবার অনেকের রোববার থেকে অফিস খোলায় শনিবার মানুষ ছুটতে থাকে। দিনের প্রথম প্রহরে মানুষের ভিড় পড়ে ঘাটে। বেলা বাড়ার সাথে ভিড় কমতে থাকে। তবে ছোট বা ব্যক্তিগত গাড়ির চাপ বাড়তে থাকে। পরে ৯টি ফেরির পরিবর্তে ছোট-বড় মিলে ১৪টি ফেরি চালু করা হয়েছে।

শনিবার সকালে দৌলতদিয়ায় দেখা যায়, চারটি ঘাট চালু রয়েছে। তবে পাঁচ নম্বর ঘাটে যাত্রী পারাপার হচ্ছে বেশি। ঢাকা-খুলনা মহাসড়ক থেকে দৌলতদিয়া ফেরিঘাটে পৌছতে ছোট বা ব্যক্তিগত গাড়ির জন্য বিকল্প সড়কের প্রায় দুই কিলোমিটার জুড়েই রয়েছে লাইন। একই সাথে পাটুরিয়া থেকে ছেড়ে আসা ফেরিগুলো থেকে নেমে আসা যাত্রী বা যানবাহনগুলি এই বিকল্প সড়কের এক পাশ দিয়ে ঢাকা-খুলনা মহাসড়কে উঠছে। যাত্রীদের আসা-যাওয়া ও গাড়ির লম্বা লাইন দেখে মনে হয় দৌলতদিয়া ঘাটের চিরচেনা দৃশ্য ফিরে আসতে শুরু করেছে। একদিকে যাত্রী ও গাড়ি ফেরি থেকে নেমে মহাসড়কে উঠছে। আরেকদিকে ফেরিতে গিয়ে উঠছে। কেউ তাড়াহুড়া করে ফেরিতে উঠতে গিয়ে দৌড় দিচ্ছে। আবার মোটরসাইকেল নিয়ে ফেরিতে উঠতে গিয়ে কেউ পড়েও যাচ্ছে। তবে গণপরিবহন চালু না থাকায় অনেক ছোট-খাটো পরিবারের যাতায়াতের ভরসা ছিল মোটরসাইকেল।

নদী পাড়ি দিতে আসা মানুষদের সামাজিক দূরত্ব বজায় রেখে ফেরিতে ওঠার আহ্বান জানাতে হিমশিম খায় গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। এসময় থানার পুলিশ সদস্যরা কয়েকটি ভাগে ভাগ হয়ে বিভিন্ন ঘাটে দায়িত্ব পালন করতে থাকেন। তাদের কাজে তদারকি করতে থাকেন থানার ওসি মো. আশিকুর রহমান ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আব্দুল্লাহ আল-তায়াবীর।

রাজবাড়ীর কালুখালি গ্রামের বাড়ি থেকে গাজীপুরের বাসায় ফিরে যাচ্ছিলেন একটি বেসরকারী প্রতিষ্ঠানের কর্মচারী কামরুল ইসলাম। স্ত্রী ও সন্তানসহ ব্যাগ চারপাশে ঝুলিয়ে রওয়ানা করেন। আলাপকালে তিনি বলেন, প্রাইভেটকার বা ব্যক্তিগত গাড়ি নিয়ে তো যাওয়া সম্ভব না। তাই আমার সম্বল এই মোটরসাইকেলে করেই রওয়ানা করছি। একসাথে যেতে অনেকটা কষ্ট হচ্ছে। কিন্তু উপায় নাই এভাবেই যেতে হচ্ছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক মাহবুব আলী সরদার বলেন, সকালে প্রথম দিকে ৯টি, পরে ১১টি থেকে বাড়িয়ে দুপুর থেকে ১৪টি ফেরি চলছে। বেলা বাড়ার সাথে ছোট গাড়ির চাপ বাড়ছে। সেই সাথে যাত্রীও রয়েছে। সকালে যাত্রীর চাপ বেশি ছিল। অনেকের অফিস রোববার থেকে খোলা, তাই সবাই ছুটির শেষ কাটিয়ে সবাই ঢাকামুখী হচ্ছে। তবে রোববার থেকে যাত্রীর চাপ অনেকটা স্বাভাবিক হয়ে আসবে বলে তিনি মনে করেন।