শামীম শেখ, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে যুগান্তরের পাঠক সংগঠন ‘স্বজন সমাবেশ’ এর নবগঠিত কমিটির পরিচিতি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে স্বজন সমাবেশের কার্য নির্বাহী কমিটির সদস্য সুশীল কুমার রায় রাজবাড়ী জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক এবং সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক হুমায়ন আহমেদ জেলার শ্রেষ্ঠ কৃষি উদ্যোক্তা নির্বাচিত হওয়ায় স্বজনদের পক্ষ হতে তাদেরকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যার পর গোয়ালন্দ বাজারের রোকন উদ্দিন প্লাজার তৃতীয় তলায় অবস্থিত গোয়ালন্দ কমিউনিটি সেন্টারে স্বজন সমাবেশের উদ্যোগে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তফা মুন্সি।
স্বজন সমাবেশের নব নির্বাচিত সভাপতি আতাউর রহমান মন্জুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ নজরুল ইসলাম মন্ডল, উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন, গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার, গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ শাহ মোঃ শরিফ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও স্বজন সমাবেশের উপদেষ্টা মামুনুর রশীদ, মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক ও স্বজন উপদেষ্টা মোঃ সেলিম মুন্সি, পৌরসভার প্যানেল মেয়র মোঃ ফজলুল হক, কাউন্সিলর শাহেদা আক্তার, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের ভাইস চেয়ারম্যান চম্পা আক্তার, দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মুহম্মদ সহিদুল ইসলাম, গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মোঃ সিদ্দিক মিয়া, সাধারণ সম্পাদক মোঃ খোকন শেখ, আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির পলাশ, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি রাশেদ রায়হান, সাবেক সভাপতি আসজাদ হোসেন আজু, সিনিয়র সহ সভাপতি আবুল হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শামীম, সোনালী ব্যাংকের ম্যানেজার আব্দুর রহিম, আইএফআইসি ব্যাংকের ম্যানেজার ইমরান হোসেন, উপজেলা হ্যাচারি মারিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহমান প্রমূখ।
স্বজন সমাবেশের শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম বাবু ও অর্থ সম্পাদক এফ এম মুরাদ হোসেন এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন স্বজন সমাবেশের উপদেষ্টা ও যুগান্তরের গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি শামীম শেখ।
আলোচনা সভা শেষে স্বজন সমাবেশের সাবেক সাধারণ সম্পাদক ফকির পলাশ বাউল ও সাংস্কৃতিক সম্পাদক মিলন হোসেন সহ স্হানীয় শিল্পীরা মনোজ্ঞ সংগীত পরিবেশন করেন।