০৬:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে ভ্যান চালককে গলাকেটে হত্যার ঘটনায় ৪ জনের যাবজ্জীবন কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ  রাজবাড়ীর বালিয়াকান্দিকে বিল্লাল হোসেন (৩৫) নামে এক ভ্যান চালককে গলাকেটে হত্যা ঘটনায় দায়েরকৃত মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছে আদালত। সোমবার বিকালে রাজবাড়ীর জেলা ও দায়রা জজ রুহল আমিন এ রায় প্রদান করেন।

দন্ডপ্রাপ্ত আসামিরা হলো, জেলার বালিয়াকান্দি উপজেলার পদমদী কুড়িপাড়া গ্রামের আব্দুল ওরফে আজিজের ছেলে নুরুজ্জামান, একই উপজেলার পূর্বপাড়া গ্রামের মৃত দীনু শেখের ছেলে সাইফুল শেখ রিপন, ঘোনার ঘাট গুচ্ছ গ্রামের মৃত বাচ্চু শেখের ছেলে আব্দুর রাজ্জাক এবং মৃত সিরাজ উদ্দিন শেখের ছেলে ছালাম শেখ।

মামলা সূত্রে জানা গেছে,  ২০১৪ সালের ৯ডিসেম্বর রাতে জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের দিলালপুর গ্রামের মোক্তার হোসেনের মশুরী ক্ষেতে গলাকেটে হত্যা করা হয় ভ্যান চালক বিল্লাল হোসেনকে। পরদিন পুলিশ সেখান থেকে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় বিল্লালের ভাই দাউদ হোসেন বাদী হয়ে বালিয়াকান্দি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার প্রেক্ষিতে পুলিশ ভ্যানটি উদ্ধার করার পাশাপাশি তিন জন ঘাতকে গ্রেপ্তার করে এবং চার জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট প্রদান করে।

জেলা ও দায়রা জজ আদালতে পিপি এ্যাডঃ উজির আলী শেখ বলেন, দীর্ঘ স্বাক্ষ প্রমাণ গ্রহণ শেষে আদালত এ রায় প্রদান করেছে। আদালতের সর্বোচ্চ রায়ে তারা সন্তোষ প্রকাশ করেন।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

রাজবাড়ীতে ভ্যান চালককে গলাকেটে হত্যার ঘটনায় ৪ জনের যাবজ্জীবন কারাদন্ড

পোস্ট হয়েছেঃ ০৯:১৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ  রাজবাড়ীর বালিয়াকান্দিকে বিল্লাল হোসেন (৩৫) নামে এক ভ্যান চালককে গলাকেটে হত্যা ঘটনায় দায়েরকৃত মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছে আদালত। সোমবার বিকালে রাজবাড়ীর জেলা ও দায়রা জজ রুহল আমিন এ রায় প্রদান করেন।

দন্ডপ্রাপ্ত আসামিরা হলো, জেলার বালিয়াকান্দি উপজেলার পদমদী কুড়িপাড়া গ্রামের আব্দুল ওরফে আজিজের ছেলে নুরুজ্জামান, একই উপজেলার পূর্বপাড়া গ্রামের মৃত দীনু শেখের ছেলে সাইফুল শেখ রিপন, ঘোনার ঘাট গুচ্ছ গ্রামের মৃত বাচ্চু শেখের ছেলে আব্দুর রাজ্জাক এবং মৃত সিরাজ উদ্দিন শেখের ছেলে ছালাম শেখ।

মামলা সূত্রে জানা গেছে,  ২০১৪ সালের ৯ডিসেম্বর রাতে জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের দিলালপুর গ্রামের মোক্তার হোসেনের মশুরী ক্ষেতে গলাকেটে হত্যা করা হয় ভ্যান চালক বিল্লাল হোসেনকে। পরদিন পুলিশ সেখান থেকে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় বিল্লালের ভাই দাউদ হোসেন বাদী হয়ে বালিয়াকান্দি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার প্রেক্ষিতে পুলিশ ভ্যানটি উদ্ধার করার পাশাপাশি তিন জন ঘাতকে গ্রেপ্তার করে এবং চার জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট প্রদান করে।

জেলা ও দায়রা জজ আদালতে পিপি এ্যাডঃ উজির আলী শেখ বলেন, দীর্ঘ স্বাক্ষ প্রমাণ গ্রহণ শেষে আদালত এ রায় প্রদান করেছে। আদালতের সর্বোচ্চ রায়ে তারা সন্তোষ প্রকাশ করেন।