০৬:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে পঞ্চম শ্রেণীর স্কুল ছাত্র নিখোঁজের তিন পর মুঠোফোনে মুক্তিপণ দাবী

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ শহরের সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম ডিগ্রী কলেজ মাঠে ফুটবল খেলার প্র্যাকটিস করতে এসে নিখোঁজ হন মো. আলামিন (১৩) নামের এক শিশু। নিখোঁজের তিন দিন পর গত শুক্রবার বিকেলে তাঁর মায়ের মুঠোফোনে অজ্ঞাত স্থান থেকে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবী করেন দুষ্কৃতকারীরা। বিষয়টি শুক্রবার সন্ধ্যায় গোয়ালন্দ ঘাট থানা পুলিশকে অবগত করা হয়েছে।

নিখোঁজ আলামিন গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের দুদুখান পাড়ার মো. নুরুল ইসলামের ছেলে। সে স্থানীয় দুদুখান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর ছাত্র। প্রতিদিনের মতো আলামিন মঙ্গলবার (৪ অক্টোবর) বিকেলে সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম ডিগ্রী কলেজ মাঠে ফুটবল খেলার প্র্যাকটিস করতে এসে আর বাড়ি ফিরে আসেনি।

আলামিনের পরিবার জানায়, ছোট বেলা থেকেই আলামিনের ফুটবল খেলার প্রতি অধিক ঝোঁক। ওই জায়গা থেকেই সে নিয়মিত স্থানীয়দের সাথে ফুটবল খেলতো। সম্প্রতি গোয়ালন্দ বাজার সংলগ্ন সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ মাঠে স্থানীয়ভাবে ফুটবল খেলার প্র্যাকটিস চলায় আলামিন নিয়মিত আসতে থাকে। মঙ্গলবার বিকেলে সে ফুটবল খেলার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর বাড়ি না ফিরে যাওয়ায় পরিবার থেকে আত্মীয় স্বজন সহ সম্ভ্যব্য সকল স্থানে খোঁজ করতে থাকে। কোথাও সন্ধান না পাওয়ায় দুই দিন পর গত বৃহস্পতিবার থানায় জিডি (সাধারণ ডায়রী) করতে যান। কিন্তু এ ব্যাপারে কর্তব্যরত পুলিশ কর্মকর্তা নিরুৎসাহিত করায় পরিবারের সদস্যরা বাড়ি ফিরে যান।

আলামিনের মা নার্গিস খাতুন বলেন, শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে প্রথমে আমার (মা) মুঠোফোন নাম্বারে অপরিচিত এক ব্যক্তি অজ্ঞাত স্থান থেকে ছেলেকে তাঁদের জিম্মায় রাখার কথা জানান। তাকে মুক্ত করতে হলে নগদ ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবী করেন। দ্রুত টাকা না দিলে ছেলের লাশ ফেরত দেওয়া হবে বলেও জানায়। এরপর থেকে ওই নাম্বারে কথা না বলে ইমু নাম্বারে কথা বলছেন। আমার আলামিন বেঁচে আছে কি না শঙ্কায় আল্লাহ জানেন। পরে তাৎক্ষনিক দুদুখানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক সাথে করে গোয়ালন্দ ঘাট থানায় এসে অভিযোগ দায়ের করেছি। পরিবারের চার ছেলের মধ্যে আলামিন পরিবারের তৃতীয় সন্তান। তার বাবা নুরুল ইসলাম ঢাকায় ব্যক্তিগত গাড়ি চালক। আমরা এখন কিছুই চাই না, আমার আলামিনকে ফেরত চাই। তিনি জানান, শুক্রবার দিবাগত রাত ১২টা পর্যন্ত দুর্বৃত্তদের সাথে কথা হয়েছে। থানায় অভিযোগ দেওয়ায় তারা ক্ষুদ্ধ হয়েছে। ছেলেকে পেতে হলে অনেক কষ্ট করতে হবে বলে জানান।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসির অতিরিক্ত দায়িত্বে থাকা) উপপরিদর্শক মো. মনিরুল মিয়া বলেন, এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়রি করা হয়েছে। আমরা স্কুল ছাত্রকে উদ্ধারে তৎপর রয়েছি। আশা করি অতি অল্প সময়ের মধ্যে তাকে উদ্ধার করতে সক্ষম হবো।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দে পঞ্চম শ্রেণীর স্কুল ছাত্র নিখোঁজের তিন পর মুঠোফোনে মুক্তিপণ দাবী

পোস্ট হয়েছেঃ ০৮:১৪:১৪ পূর্বাহ্ন, রবিবার, ৯ অক্টোবর ২০২২

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ শহরের সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম ডিগ্রী কলেজ মাঠে ফুটবল খেলার প্র্যাকটিস করতে এসে নিখোঁজ হন মো. আলামিন (১৩) নামের এক শিশু। নিখোঁজের তিন দিন পর গত শুক্রবার বিকেলে তাঁর মায়ের মুঠোফোনে অজ্ঞাত স্থান থেকে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবী করেন দুষ্কৃতকারীরা। বিষয়টি শুক্রবার সন্ধ্যায় গোয়ালন্দ ঘাট থানা পুলিশকে অবগত করা হয়েছে।

নিখোঁজ আলামিন গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের দুদুখান পাড়ার মো. নুরুল ইসলামের ছেলে। সে স্থানীয় দুদুখান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর ছাত্র। প্রতিদিনের মতো আলামিন মঙ্গলবার (৪ অক্টোবর) বিকেলে সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম ডিগ্রী কলেজ মাঠে ফুটবল খেলার প্র্যাকটিস করতে এসে আর বাড়ি ফিরে আসেনি।

আলামিনের পরিবার জানায়, ছোট বেলা থেকেই আলামিনের ফুটবল খেলার প্রতি অধিক ঝোঁক। ওই জায়গা থেকেই সে নিয়মিত স্থানীয়দের সাথে ফুটবল খেলতো। সম্প্রতি গোয়ালন্দ বাজার সংলগ্ন সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ মাঠে স্থানীয়ভাবে ফুটবল খেলার প্র্যাকটিস চলায় আলামিন নিয়মিত আসতে থাকে। মঙ্গলবার বিকেলে সে ফুটবল খেলার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর বাড়ি না ফিরে যাওয়ায় পরিবার থেকে আত্মীয় স্বজন সহ সম্ভ্যব্য সকল স্থানে খোঁজ করতে থাকে। কোথাও সন্ধান না পাওয়ায় দুই দিন পর গত বৃহস্পতিবার থানায় জিডি (সাধারণ ডায়রী) করতে যান। কিন্তু এ ব্যাপারে কর্তব্যরত পুলিশ কর্মকর্তা নিরুৎসাহিত করায় পরিবারের সদস্যরা বাড়ি ফিরে যান।

আলামিনের মা নার্গিস খাতুন বলেন, শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে প্রথমে আমার (মা) মুঠোফোন নাম্বারে অপরিচিত এক ব্যক্তি অজ্ঞাত স্থান থেকে ছেলেকে তাঁদের জিম্মায় রাখার কথা জানান। তাকে মুক্ত করতে হলে নগদ ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবী করেন। দ্রুত টাকা না দিলে ছেলের লাশ ফেরত দেওয়া হবে বলেও জানায়। এরপর থেকে ওই নাম্বারে কথা না বলে ইমু নাম্বারে কথা বলছেন। আমার আলামিন বেঁচে আছে কি না শঙ্কায় আল্লাহ জানেন। পরে তাৎক্ষনিক দুদুখানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক সাথে করে গোয়ালন্দ ঘাট থানায় এসে অভিযোগ দায়ের করেছি। পরিবারের চার ছেলের মধ্যে আলামিন পরিবারের তৃতীয় সন্তান। তার বাবা নুরুল ইসলাম ঢাকায় ব্যক্তিগত গাড়ি চালক। আমরা এখন কিছুই চাই না, আমার আলামিনকে ফেরত চাই। তিনি জানান, শুক্রবার দিবাগত রাত ১২টা পর্যন্ত দুর্বৃত্তদের সাথে কথা হয়েছে। থানায় অভিযোগ দেওয়ায় তারা ক্ষুদ্ধ হয়েছে। ছেলেকে পেতে হলে অনেক কষ্ট করতে হবে বলে জানান।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসির অতিরিক্ত দায়িত্বে থাকা) উপপরিদর্শক মো. মনিরুল মিয়া বলেন, এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়রি করা হয়েছে। আমরা স্কুল ছাত্রকে উদ্ধারে তৎপর রয়েছি। আশা করি অতি অল্প সময়ের মধ্যে তাকে উদ্ধার করতে সক্ষম হবো।