নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীতে প্রধান মন্ত্রী কতৃক চতুর্থ পর্যায়ে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে জমি ও ঘর বিতরন কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে রাজবাড়ী সদর উপজেলা হল রুমে ৭টি জেলা ও ১৫৯টি উপজেলার মধ্যে সারা দেশের ন্যায় রাজবাড়ীর তিনটি উপজেলায় দুই হাজার চারশত বারটি ঘর হস্তান্তর করা হয়।এর মধ্যে সদর উপজেলায় নতুন ৩৫ টি সহ ৫৭৫ টি ঘর ও জমির দলিল হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক জয়ন্তি রুপা রায়, রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ইমদাদুল হক বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মার্জিয়া সুলতানা, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নুরজাহান আক্তার সাথী, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল প্রমূখ।