০৬:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

পিরোজপুর থেকে ঢাকায় বিয়ে খেতে যাওয়ার সময় গোয়ালন্দে ট্রাক চাপায় প্রাণগেল তরুণের

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ বিয়ের অনুষ্ঠানে পিরোজপুর থেকে যোগ দিতে ঢাকায় যাচ্ছিলেন মো. রবিউল ইসলাম ওরফে সানি (২৫)। এলাকার এক স্বর্ণ ব্যবসায়ী কারিগরের বিয়ে খেতে নিজেই মোটরসাইকেল চালিয়ে ঢাকায় যাবার পথিমধ্যে রাজবাড়ীর গোয়ালন্দ রেলগেট এলাকায় মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে ট্রাক চাপায় পিস্ট হয়ে মারা যান। নিহত রবিউল ইসলাম সানি পিরোজপুর পৌরসভার খুমুরিয়া আশ্রম রোড মহল্লার হায়দার সেখ এর একমাত্র ছেলে।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন রেলগেট এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় পিছন থেকে ঢাকামুখী একটি ট্রাক মোটরসাইকেল আরোহী রবিউল ইসলাম সানিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে মহাসড়কে পড়লে ট্রাকটি তার শরীরের ওপর দিয়ে পিষ্ট করে চলে যায়। স্থানীয় লোকজন দ্রুত তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

রবিউলের মামা ঢাকার একটি বেসরকারী প্রতিষ্ঠানের কর্মরত জিহাদ হাসান সজল জানান, রবিউল ইসলাম ওরফে সানি পিরোজপুর সদর উপজেলা বাজারে বাপ-চাচাদের শহরের একটি ছোট্র জুয়েলারি দোকানে কারিগর হিসেবে কাজ করতো। স্থানীয় অপর এক ব্যবসায়ীর বিয়ের দাওয়াতে মঙ্গলবার রাতে রবিউল সহ দুইজন দুটি মোটরসাইকেল নিয়ে রওয়ানা করে। পরিবারের একমাত্র ছেলেকে হারিয়ে বৃদ্ধ বাবা ও মাসহ পরিবারের আত্মীয়-স্বজন নির্বিকার। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, তার আয়ের ওপর নির্ভর করে পরিবার চলতো। তার অকাল মৃত্যুতে পরিবারের অপূরনিয় ক্ষতি হয়েছে।

গোয়ালন্দ মোড় আহøাদিপুর হাইওয়ে থানার ওসি তরিকুল ইসলাম জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে মোটরসাইকেল যোগে ঢাকায় যাবার পথে গোয়ালন্দ রেলগেট রেলক্রসিং পার হওয়ার সময় পিছন থেকে ঢাকামুখী ট্রাক তাকে ধাক্কা দিলে ঢাকা-খুলনা মহাসড়কে পড়ে যায়। পরে ট্রাকটি তার শরীরের ওপর দিয়ে উঠে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। রাতেই স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পুলিশ তরুণের লাশ উদ্ধার করে। ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হয়নি। রাতেই নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

পিরোজপুর থেকে ঢাকায় বিয়ে খেতে যাওয়ার সময় গোয়ালন্দে ট্রাক চাপায় প্রাণগেল তরুণের

পোস্ট হয়েছেঃ ১০:৩৫:২২ অপরাহ্ন, বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ বিয়ের অনুষ্ঠানে পিরোজপুর থেকে যোগ দিতে ঢাকায় যাচ্ছিলেন মো. রবিউল ইসলাম ওরফে সানি (২৫)। এলাকার এক স্বর্ণ ব্যবসায়ী কারিগরের বিয়ে খেতে নিজেই মোটরসাইকেল চালিয়ে ঢাকায় যাবার পথিমধ্যে রাজবাড়ীর গোয়ালন্দ রেলগেট এলাকায় মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে ট্রাক চাপায় পিস্ট হয়ে মারা যান। নিহত রবিউল ইসলাম সানি পিরোজপুর পৌরসভার খুমুরিয়া আশ্রম রোড মহল্লার হায়দার সেখ এর একমাত্র ছেলে।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন রেলগেট এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় পিছন থেকে ঢাকামুখী একটি ট্রাক মোটরসাইকেল আরোহী রবিউল ইসলাম সানিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে মহাসড়কে পড়লে ট্রাকটি তার শরীরের ওপর দিয়ে পিষ্ট করে চলে যায়। স্থানীয় লোকজন দ্রুত তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

রবিউলের মামা ঢাকার একটি বেসরকারী প্রতিষ্ঠানের কর্মরত জিহাদ হাসান সজল জানান, রবিউল ইসলাম ওরফে সানি পিরোজপুর সদর উপজেলা বাজারে বাপ-চাচাদের শহরের একটি ছোট্র জুয়েলারি দোকানে কারিগর হিসেবে কাজ করতো। স্থানীয় অপর এক ব্যবসায়ীর বিয়ের দাওয়াতে মঙ্গলবার রাতে রবিউল সহ দুইজন দুটি মোটরসাইকেল নিয়ে রওয়ানা করে। পরিবারের একমাত্র ছেলেকে হারিয়ে বৃদ্ধ বাবা ও মাসহ পরিবারের আত্মীয়-স্বজন নির্বিকার। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, তার আয়ের ওপর নির্ভর করে পরিবার চলতো। তার অকাল মৃত্যুতে পরিবারের অপূরনিয় ক্ষতি হয়েছে।

গোয়ালন্দ মোড় আহøাদিপুর হাইওয়ে থানার ওসি তরিকুল ইসলাম জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে মোটরসাইকেল যোগে ঢাকায় যাবার পথে গোয়ালন্দ রেলগেট রেলক্রসিং পার হওয়ার সময় পিছন থেকে ঢাকামুখী ট্রাক তাকে ধাক্কা দিলে ঢাকা-খুলনা মহাসড়কে পড়ে যায়। পরে ট্রাকটি তার শরীরের ওপর দিয়ে উঠে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। রাতেই স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পুলিশ তরুণের লাশ উদ্ধার করে। ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হয়নি। রাতেই নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।