০৬:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

রাতে পাচারকালে গোয়ালন্দে নসিমন বোঝাই সার আটক, ডিলারকে অর্ধলক্ষ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার সার অতিরিক্ত মুনাফার লোভে ডিলারদের বিরুদ্ধে উপজেলার বাইরে সার পাচারের অভিযোগ পাওয়া গেছে। এমন খবর পেয়ে গতকাল সোমবার রাতে নসিমন বোঝাই ৪০ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। সাথে অভিযোগ স্বীকার করায় এক ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. জাকির হোসেন। ভ্রাম্যমান আদালতকে সার্বিকভাবে সহযোগিতা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. খোকন উজ্জামান, গোয়ালন্দ ঘাট থানা পুলিশ এবং গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের নেতৃবৃন্দ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সারের কোন সংকট নেই। উপজেলার বাইরে যাতে সার না যায় সে বিষয়ে সোমবার (১২ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় উপজেলা কৃষি কর্মকর্তা মো. খোকন উজ্জামান অবগত করেন। তিনি সকল ডিলার ও খুচরা ব্যবসায়ীদের ডেকে সারের কোন সংকট নেই বলে জানান। সভা শেষে সোমবার সন্ধ্যার দিকে গোয়ালন্দ বাজারের বিসিআইসির সার ডিলার মের্সাস খন্দকার ফারুক এর ঘর থেকে নসিমন বোঝাই করে সার পাচারের অভিযোগ আসে।

কৃষি কর্মকর্তা মো. খোকন উজ্জামান জানান, সার পাচারের খবর পেয়ে তাৎক্ষনিক ইউএনও মো. জাকির হোসেনকে অবগত করলে অভিযান চালিয়ে শহরের পৌর জামতলা থেকে নসিমন বোঝাই সার আটক করেন। চালকের স্বীকারোক্তি অনুযায়ী জেলা সদর কোলারহাটের ব্যবসায়ী মনির হাওলাদারের ঘরে নেয়া হচ্ছিল বলে জানায়।

উপজেলা প্রশাসন গোয়ালন্দ বাজার আড়তপট্টি, রেলওয়ে ষ্টেশন ও বাঁশহাটা এলাকায় ফারুক হোসেনের তিনটি গুদাম শনাক্ত করেন। আড়তপট্টি পেঁয়াজের আড়ত ঘরের একটি কক্ষে সার মজুদ বিধি সম্মত নয়। রাত ১০টার দিকে ইউএনও’র কার্যালয়ে ফারুক হোসেন হাজির হলে ভ্রাম্যমান আদালত জিজ্ঞাসাবাদকালে অপরাধ স্বীকার করেন। দীর্ঘ শুনানি শেষে ২০০৯ সালের তফসিল ভুক্ত অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত ৪০ বস্তা ইউরিয়া সার কৃষি কর্মকর্তার জিম্মায় দিয়ে আজ মঙ্গলবার নিলামের মাধ্যমে কৃষকের কাছে বিক্রি করে সরকারি কোষাগারে অর্থ জমাদানের সিদ্ধান্ত হয়।

অভিযোগ রয়েছে, গোয়ালন্দ উপজেলার চারটি ইউনিয়নের (উজানচর, দৌলতদিয়া, দেবগ্রাম ও ছোটভাকলা) বিসিআইসির ডিলার নিয়োগ প্রদান করা হলেও ইউনিয়নে না থেকে গোয়ালন্দ বাজারে ব্যবসা পরিচালনা করছেন। অর্থদন্ডপ্রাপ্ত ডিলার খন্দকার ফারুক হোসেন দৌলতদিয়া ইউনিয়নের ডিলার। দৌলতদিয়ায় ঘর না থাকলেও গোয়ালন্দ বাজারে তিনটি ঘর ভাড়া নিয়ে ব্যবসা পরিচালনা করছিলেন তিনি। ডিলারদের বিরুদ্ধে খুচরা সার বিক্রেতাদের চাহিদা অনুযায়ী সার না দিয়ে অধিক মুনাফার লোভে বাইরে বিক্রি করে থাকেন বলেও অভিযোগ রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন বলেন, যেসব ডিলার এ ধরনের অন্যায় কাজে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। প্রথমবারের মতো অপরাধ প্রমানিত হওয়ায় খন্দকার ফারুক হোসেনকে অর্থদন্ড প্রদান করা হয়েছে। সেই সাথে জব্দকৃত সার প্রকৃত কৃষকের কাছে নিলামের মাধ্যমে সরকারি মূল্যে বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে। এরপর পুনরায় অপরাধ করলে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

রাতে পাচারকালে গোয়ালন্দে নসিমন বোঝাই সার আটক, ডিলারকে অর্ধলক্ষ টাকা জরিমানা

পোস্ট হয়েছেঃ ০৮:৪৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার সার অতিরিক্ত মুনাফার লোভে ডিলারদের বিরুদ্ধে উপজেলার বাইরে সার পাচারের অভিযোগ পাওয়া গেছে। এমন খবর পেয়ে গতকাল সোমবার রাতে নসিমন বোঝাই ৪০ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। সাথে অভিযোগ স্বীকার করায় এক ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. জাকির হোসেন। ভ্রাম্যমান আদালতকে সার্বিকভাবে সহযোগিতা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. খোকন উজ্জামান, গোয়ালন্দ ঘাট থানা পুলিশ এবং গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের নেতৃবৃন্দ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সারের কোন সংকট নেই। উপজেলার বাইরে যাতে সার না যায় সে বিষয়ে সোমবার (১২ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় উপজেলা কৃষি কর্মকর্তা মো. খোকন উজ্জামান অবগত করেন। তিনি সকল ডিলার ও খুচরা ব্যবসায়ীদের ডেকে সারের কোন সংকট নেই বলে জানান। সভা শেষে সোমবার সন্ধ্যার দিকে গোয়ালন্দ বাজারের বিসিআইসির সার ডিলার মের্সাস খন্দকার ফারুক এর ঘর থেকে নসিমন বোঝাই করে সার পাচারের অভিযোগ আসে।

কৃষি কর্মকর্তা মো. খোকন উজ্জামান জানান, সার পাচারের খবর পেয়ে তাৎক্ষনিক ইউএনও মো. জাকির হোসেনকে অবগত করলে অভিযান চালিয়ে শহরের পৌর জামতলা থেকে নসিমন বোঝাই সার আটক করেন। চালকের স্বীকারোক্তি অনুযায়ী জেলা সদর কোলারহাটের ব্যবসায়ী মনির হাওলাদারের ঘরে নেয়া হচ্ছিল বলে জানায়।

উপজেলা প্রশাসন গোয়ালন্দ বাজার আড়তপট্টি, রেলওয়ে ষ্টেশন ও বাঁশহাটা এলাকায় ফারুক হোসেনের তিনটি গুদাম শনাক্ত করেন। আড়তপট্টি পেঁয়াজের আড়ত ঘরের একটি কক্ষে সার মজুদ বিধি সম্মত নয়। রাত ১০টার দিকে ইউএনও’র কার্যালয়ে ফারুক হোসেন হাজির হলে ভ্রাম্যমান আদালত জিজ্ঞাসাবাদকালে অপরাধ স্বীকার করেন। দীর্ঘ শুনানি শেষে ২০০৯ সালের তফসিল ভুক্ত অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত ৪০ বস্তা ইউরিয়া সার কৃষি কর্মকর্তার জিম্মায় দিয়ে আজ মঙ্গলবার নিলামের মাধ্যমে কৃষকের কাছে বিক্রি করে সরকারি কোষাগারে অর্থ জমাদানের সিদ্ধান্ত হয়।

অভিযোগ রয়েছে, গোয়ালন্দ উপজেলার চারটি ইউনিয়নের (উজানচর, দৌলতদিয়া, দেবগ্রাম ও ছোটভাকলা) বিসিআইসির ডিলার নিয়োগ প্রদান করা হলেও ইউনিয়নে না থেকে গোয়ালন্দ বাজারে ব্যবসা পরিচালনা করছেন। অর্থদন্ডপ্রাপ্ত ডিলার খন্দকার ফারুক হোসেন দৌলতদিয়া ইউনিয়নের ডিলার। দৌলতদিয়ায় ঘর না থাকলেও গোয়ালন্দ বাজারে তিনটি ঘর ভাড়া নিয়ে ব্যবসা পরিচালনা করছিলেন তিনি। ডিলারদের বিরুদ্ধে খুচরা সার বিক্রেতাদের চাহিদা অনুযায়ী সার না দিয়ে অধিক মুনাফার লোভে বাইরে বিক্রি করে থাকেন বলেও অভিযোগ রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন বলেন, যেসব ডিলার এ ধরনের অন্যায় কাজে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। প্রথমবারের মতো অপরাধ প্রমানিত হওয়ায় খন্দকার ফারুক হোসেনকে অর্থদন্ড প্রদান করা হয়েছে। সেই সাথে জব্দকৃত সার প্রকৃত কৃষকের কাছে নিলামের মাধ্যমে সরকারি মূল্যে বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে। এরপর পুনরায় অপরাধ করলে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে।