০৫:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

স্কুল শিক্ষক রিয়াজুল ইসলাম করোনায় আক্রান্ত ছিলেন

রাজবাড়ীমেইল ডেস্কঃ রাজবাড়ীর গোয়ালন্দ আইডিয়াল হাই স্কুলের সহকারী শিক্ষক রিয়াজুল ইসলাম (৫৩) করোনা পজিটিভ হিসেবে আক্রান্ত ছিলেন। সোমবার রাতে সংবাদের সত্যতা নিশ্চিত করে গোয়ালন্দ উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগ। এর আগে করোনার উপসর্গ নিয়ে শ্বাসকষ্টে ভুগতে থাকলে গত শুক্রবার সন্ধ্যায় ফরিদপুর নেওয়ার পথে তিনি মারা যান।

রিয়াজুল ইসলাম ইংরেজি দৈনিক নিউনেশন পত্রিকার গোয়ালন্দ উপজেলার সাবেক প্রতিনিধি ছিলেন। তিনি গোয়ালন্দ পৌরসভার ৫নম্বর ওয়ার্ড কলেজ পাড়া মহল্লার বাসিন্দা। গোয়ালন্দ জে.এন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রয়াত জ্যেষ্ঠ শিক্ষক ওসমান গণি মোল্লার একমাত্র ছেলে। গত শুক্রবার (৫ জুন) রাত দশটার দিকে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করে তাঁর নামাজে জানাযা শেষে পৌরসভার কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।

রিয়াজুল ইসলামের পরিবার জানায়, কয়েকদিন আগেই তার শরীরে জ্বর, গলা ব্যাথা ও কাঁশিসহ করোনার উপসর্গ দেখা দেয়। তবে মৃত্যুর আগের দিন শরীরে জ¦র ছিল না। গত শুক্রবার বিকেলের দিকে তিনি প্রচ- শ্বাসকষ্ট অনুভব করলে তাঁকে প্রথমে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে দ্রুত ফরিদপুর নেবার পথেই এ্যাম্বুলেন্সেই মারা যান তিনি। এসময় তাঁর সাথে ছোট ছেলে, স্ত্রী ও শ্বাশুড়ী ছিলেন। ফরিদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জ¦র ও অন্যান্য উপসর্গর কথা শুনে কেউ কাছে ভিড়তে ছিলনা। এমনকি তাঁকে বহনকারী এ্যাম্বুলেন্স চালকও লাশ বহন করতে চাচ্ছিলনা। পরবর্তীতে রিয়াজুল ইসলামের ভগ্নিপতি গোয়ালন্দ পৌরসভার মেয়র শেখ মো. নিজামের হস্তক্ষেপে ওই এ্যাম্বুলেন্সেই লাশ নিয়ে সন্ধ্যার পরই গোয়ালন্দের উদ্দেশ্যে রওয়ানা হয়। কয়েক কিলোমিটার দুর ধুলদি রেলগেট পৌছলে হাসপাতাল থেকে পুনরায় ফোনে ফরিদপুর ফিরিয়ে নিয়ে রিয়াজুল ইসলামের লাশ থেকে করোনার নমুনা (সেম্পুল) সংগ্রহ শেষে ছেড়ে দেয়।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ মাহমুদ জানান, স্কুল শিক্ষক রিয়াজুল ইসলামের করোনা পজিটিভের ফলাফল রোববার জানতে পারলেও আনুষ্ঠানিকভাবে ফরিদপুর সিভিল সার্জন কার্যালয় থেকে আজ সোমবার রাতেই নিশ্চিত করা হয়। তিনি জানান, রোববার দুপুরে রিয়াজুলের পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদেরকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবায়েত হায়াত শিপলু রাজবাড়ীমেইলকে জানান, স্কুল শিক্ষক রিয়াজুল ইসলামের সংস্পর্শে যারা ছিলেন বা যারা জানাযায় অংশ নিয়েছেন তাদেরকে খুঁজে বের করে নমুনা নেওয়া হবে। ইতিমধ্যে যাদের নমুনা নেওয়া হয়েছে তাদেরকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

স্কুল শিক্ষক রিয়াজুল ইসলাম করোনায় আক্রান্ত ছিলেন

পোস্ট হয়েছেঃ ১১:০৫:৫১ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২০

রাজবাড়ীমেইল ডেস্কঃ রাজবাড়ীর গোয়ালন্দ আইডিয়াল হাই স্কুলের সহকারী শিক্ষক রিয়াজুল ইসলাম (৫৩) করোনা পজিটিভ হিসেবে আক্রান্ত ছিলেন। সোমবার রাতে সংবাদের সত্যতা নিশ্চিত করে গোয়ালন্দ উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগ। এর আগে করোনার উপসর্গ নিয়ে শ্বাসকষ্টে ভুগতে থাকলে গত শুক্রবার সন্ধ্যায় ফরিদপুর নেওয়ার পথে তিনি মারা যান।

রিয়াজুল ইসলাম ইংরেজি দৈনিক নিউনেশন পত্রিকার গোয়ালন্দ উপজেলার সাবেক প্রতিনিধি ছিলেন। তিনি গোয়ালন্দ পৌরসভার ৫নম্বর ওয়ার্ড কলেজ পাড়া মহল্লার বাসিন্দা। গোয়ালন্দ জে.এন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রয়াত জ্যেষ্ঠ শিক্ষক ওসমান গণি মোল্লার একমাত্র ছেলে। গত শুক্রবার (৫ জুন) রাত দশটার দিকে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করে তাঁর নামাজে জানাযা শেষে পৌরসভার কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।

রিয়াজুল ইসলামের পরিবার জানায়, কয়েকদিন আগেই তার শরীরে জ্বর, গলা ব্যাথা ও কাঁশিসহ করোনার উপসর্গ দেখা দেয়। তবে মৃত্যুর আগের দিন শরীরে জ¦র ছিল না। গত শুক্রবার বিকেলের দিকে তিনি প্রচ- শ্বাসকষ্ট অনুভব করলে তাঁকে প্রথমে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে দ্রুত ফরিদপুর নেবার পথেই এ্যাম্বুলেন্সেই মারা যান তিনি। এসময় তাঁর সাথে ছোট ছেলে, স্ত্রী ও শ্বাশুড়ী ছিলেন। ফরিদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জ¦র ও অন্যান্য উপসর্গর কথা শুনে কেউ কাছে ভিড়তে ছিলনা। এমনকি তাঁকে বহনকারী এ্যাম্বুলেন্স চালকও লাশ বহন করতে চাচ্ছিলনা। পরবর্তীতে রিয়াজুল ইসলামের ভগ্নিপতি গোয়ালন্দ পৌরসভার মেয়র শেখ মো. নিজামের হস্তক্ষেপে ওই এ্যাম্বুলেন্সেই লাশ নিয়ে সন্ধ্যার পরই গোয়ালন্দের উদ্দেশ্যে রওয়ানা হয়। কয়েক কিলোমিটার দুর ধুলদি রেলগেট পৌছলে হাসপাতাল থেকে পুনরায় ফোনে ফরিদপুর ফিরিয়ে নিয়ে রিয়াজুল ইসলামের লাশ থেকে করোনার নমুনা (সেম্পুল) সংগ্রহ শেষে ছেড়ে দেয়।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ মাহমুদ জানান, স্কুল শিক্ষক রিয়াজুল ইসলামের করোনা পজিটিভের ফলাফল রোববার জানতে পারলেও আনুষ্ঠানিকভাবে ফরিদপুর সিভিল সার্জন কার্যালয় থেকে আজ সোমবার রাতেই নিশ্চিত করা হয়। তিনি জানান, রোববার দুপুরে রিয়াজুলের পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদেরকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবায়েত হায়াত শিপলু রাজবাড়ীমেইলকে জানান, স্কুল শিক্ষক রিয়াজুল ইসলামের সংস্পর্শে যারা ছিলেন বা যারা জানাযায় অংশ নিয়েছেন তাদেরকে খুঁজে বের করে নমুনা নেওয়া হবে। ইতিমধ্যে যাদের নমুনা নেওয়া হয়েছে তাদেরকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।