০৪:১০ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে অনলাইন ভিত্তিক স্কুলের কার্যক্রম উদ্বোধন

জীবন চক্রবর্তীঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় অনলাইন ভিত্তিক স্কুলের কার্যক্রম উদ্বোধন হয়েছে রোববার উপজেলা পরিষদ মিলনায়তনে। উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের যৌথ আয়োজনে অনলাইন স্কুলের কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম।

রোববার দুপুরে “শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনা করেন চৌধুরী মাহবুব হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক তৈয়বুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আল-মামুন, একাডেমিক সুপার ভাইজার তাহমিনা বেগম, গোয়ালন্দ প্রপার হাই স্কুলের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক ফকীর আব্দুল কাদের, অ্যাম্বাসেডর ও সেরা কনটেন্ট নির্মাতা জামতালা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক রেহানা পারভীন প্রমূখ।

করোনাকালীন সময়ে শিক্ষার্থীরা বাইরে না গিয়ে যেন ঘরে বসেই তাদের পাঠ বিষয়ে মনোনিবেশ করতে পারে। সে জন্য দেশের অন্যান্য এলাকার মতো গোয়ালন্দেও আলাদাভাবে অনলাইন ভিত্তিক স্কুল খোলা হয়। যেসক শিক্ষকদের স্কুলে অনলাইনে ক্লাস নেবার ব্যবস্থা আছে তারা তাদের স্কুলেই ক্লাস নিতে পারবেন। এছাড়া স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা রুটিন অনুযায়ী উপজেলা মিলনায়তন কক্ষে এসে তাদের অনলাইন ক্লাস নিতে পারবেন। যা স্থানীয়ভাবে কেবল নেটওয়ার্ক ওয়াইসিএন-এর সংযোগ দেওয়া হয়েছে। যাতে করে উপজেলার প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা বাড়ি বসেই সরাসরি দেখতে পারে।

এসময় ইউএনও আমিনুল ইসলাম বলেন, প্রত্যেকটি শিক্ষককে অনলাইন ক্লাসের ওপর আত্মবিশ্বাস গড়ে তুলতে হবে। শিক্ষকদের শিক্ষার পিছনে বেশি সময় দিতে হবে। তাদেরকে অভিভাবকদের সাথে যোগাযোগের মাধ্যমে তাদের সন্তানকে অনলাইনে ক্লাসের প্রতি গুরুত্ব বুঝিয়ে দিতে হবে। প্রয়োজনে তিনিও থাকবেন তাদের সাথে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দে অনলাইন ভিত্তিক স্কুলের কার্যক্রম উদ্বোধন

পোস্ট হয়েছেঃ ০৫:১৫:০৯ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২০

জীবন চক্রবর্তীঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় অনলাইন ভিত্তিক স্কুলের কার্যক্রম উদ্বোধন হয়েছে রোববার উপজেলা পরিষদ মিলনায়তনে। উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের যৌথ আয়োজনে অনলাইন স্কুলের কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম।

রোববার দুপুরে “শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনা করেন চৌধুরী মাহবুব হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক তৈয়বুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আল-মামুন, একাডেমিক সুপার ভাইজার তাহমিনা বেগম, গোয়ালন্দ প্রপার হাই স্কুলের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক ফকীর আব্দুল কাদের, অ্যাম্বাসেডর ও সেরা কনটেন্ট নির্মাতা জামতালা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক রেহানা পারভীন প্রমূখ।

করোনাকালীন সময়ে শিক্ষার্থীরা বাইরে না গিয়ে যেন ঘরে বসেই তাদের পাঠ বিষয়ে মনোনিবেশ করতে পারে। সে জন্য দেশের অন্যান্য এলাকার মতো গোয়ালন্দেও আলাদাভাবে অনলাইন ভিত্তিক স্কুল খোলা হয়। যেসক শিক্ষকদের স্কুলে অনলাইনে ক্লাস নেবার ব্যবস্থা আছে তারা তাদের স্কুলেই ক্লাস নিতে পারবেন। এছাড়া স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা রুটিন অনুযায়ী উপজেলা মিলনায়তন কক্ষে এসে তাদের অনলাইন ক্লাস নিতে পারবেন। যা স্থানীয়ভাবে কেবল নেটওয়ার্ক ওয়াইসিএন-এর সংযোগ দেওয়া হয়েছে। যাতে করে উপজেলার প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা বাড়ি বসেই সরাসরি দেখতে পারে।

এসময় ইউএনও আমিনুল ইসলাম বলেন, প্রত্যেকটি শিক্ষককে অনলাইন ক্লাসের ওপর আত্মবিশ্বাস গড়ে তুলতে হবে। শিক্ষকদের শিক্ষার পিছনে বেশি সময় দিতে হবে। তাদেরকে অভিভাবকদের সাথে যোগাযোগের মাধ্যমে তাদের সন্তানকে অনলাইনে ক্লাসের প্রতি গুরুত্ব বুঝিয়ে দিতে হবে। প্রয়োজনে তিনিও থাকবেন তাদের সাথে।