০৫:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে মোটরসাইকেলে এসে কফি শপে যুবককে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুরে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। শনিবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার খানখানাপুর বাজারের একটি কফি শপে এ ঘটনা ঘটেছে।

বিষয়টি নিশ্চিত করে রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কিছু আলামত উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন ও জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

নিহত ব্যক্তির নাম আরিফুর রহমান ওরফে রকি (২৭)। তিনি খানখানাপুর ইউনিয়নের ব্যাপারীপাড়া গ্রামের আবদুর রাজ্জাক শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আরিফুর খানখানাপুর সুরাজ মোহনী ইনস্টিটিউটের প্রধান ফটকের সামনের বটতলায় ফয়সাল নামের একজনের কফি শপে কয়েকজন বন্ধুর সঙ্গে বসে ছিলেন। এ সময় চারজন লোক দুটি মোটরসাইকেলে এসে তাঁর ওপর কয়েকটি গুলি চালায়। আরিফুর মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা পালিয়ে যায়। তাঁকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

রাজবাড়ী সদর হাসপাতালের জ্যেষ্ঠ স্টাফ নার্স আবদুল্লাহ আল মামুন বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই ওই যুবক মারা গেছেন। তাঁর মাথায় দুটি গুলি লেগেছে।

রাজবাড়ীর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাদাত হোসেন বলেন, আমরা প্রাথমিকভাবে ধারনা করছি রাজনৈতিক দ্বন্দের  কারণেই এই হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে। লাশ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে এবং আসামীদের শনাক্ত করে গ্রেফতার করা হবে। আমরা ঘটনাস্থল থেকে চারটি গুলির খোসা উদ্ধার করেছি

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

রাজবাড়ীতে মোটরসাইকেলে এসে কফি শপে যুবককে গুলি করে হত্যা

পোস্ট হয়েছেঃ ১১:২৯:১৩ অপরাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুরে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। শনিবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার খানখানাপুর বাজারের একটি কফি শপে এ ঘটনা ঘটেছে।

বিষয়টি নিশ্চিত করে রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কিছু আলামত উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন ও জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

নিহত ব্যক্তির নাম আরিফুর রহমান ওরফে রকি (২৭)। তিনি খানখানাপুর ইউনিয়নের ব্যাপারীপাড়া গ্রামের আবদুর রাজ্জাক শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আরিফুর খানখানাপুর সুরাজ মোহনী ইনস্টিটিউটের প্রধান ফটকের সামনের বটতলায় ফয়সাল নামের একজনের কফি শপে কয়েকজন বন্ধুর সঙ্গে বসে ছিলেন। এ সময় চারজন লোক দুটি মোটরসাইকেলে এসে তাঁর ওপর কয়েকটি গুলি চালায়। আরিফুর মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা পালিয়ে যায়। তাঁকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

রাজবাড়ী সদর হাসপাতালের জ্যেষ্ঠ স্টাফ নার্স আবদুল্লাহ আল মামুন বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই ওই যুবক মারা গেছেন। তাঁর মাথায় দুটি গুলি লেগেছে।

রাজবাড়ীর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাদাত হোসেন বলেন, আমরা প্রাথমিকভাবে ধারনা করছি রাজনৈতিক দ্বন্দের  কারণেই এই হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে। লাশ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে এবং আসামীদের শনাক্ত করে গ্রেফতার করা হবে। আমরা ঘটনাস্থল থেকে চারটি গুলির খোসা উদ্ধার করেছি