০৭:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

দৌলতদিয়া ঘাটে মানুষের উপচে পড়া ভিড়, আতঙ্কিত বিআইডব্লিউটিসি কর্মীরা

রাজবাড়ীমেইল ডেস্কঃ রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট দিয়ে স্বাভাবিক সময়ের মতই মানুষজন চলাচল করছে। প্রায় দুই মাস ধরে এই নৌপথের লঞ্চ চলাচল বন্ধ থাকায় বাড়তি চাপ থাকছে ফেরি ঘাটে। করোনা পরিস্থিতি মোকাবেলায় এই নৌপথে স্বল্প পরিসরে ফেরি চালু রাখার সিদ্ধান্ত হয়। এরপরও যে হারে মানুষজন পারাপার হচ্ছে তাতে করে করোনার সংক্রমণ আরো বাড়ার ঝুঁকি রয়েছে। আতঙ্কিত হয়ে পড়ছেন বিআইডব্লিউটিসির ঘাটে কর্তব্যরত কর্মীরা।

এই ঘাট দিয়ে যানবাহন ও যাত্রী পারাপারে নিয়োজিত বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) এর পাঁচ কর্মী করোনায় আক্রান্ত হন। তাদের সাথে আক্রান্ত হয়েছেন তাদের আবাসিক মেসের কাজের সহকারী নারীও। এরা হাসপাতালে আইসোলেশনে রয়েছেন। সংস্থাটির বাকি সকল কর্মী আক্রান্ত হওয়ার শঙ্কায় রয়েছেন। বাধ্য হয়ে সংস্থাটি কাজের দায়িত্ব নতুনভাবে সাজিয়েছে। আগে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে প্রতিদিন ছোট-বড় মিলে ১৫ থেকে ১৬টি ফেরি চললেও বর্তমানে অর্ধেকে নামিয়ে আনা হয়েছে। জরুরী পচনশীল, পণ্যবাহি গাড়ি ও এ্যাম্বুলেন্স পারাপারের কথা থাকলেও বর্তমানে গণপরিবহন বাদে প্রায় সব ধরনের গাড়ি পারাপার হচ্ছে। বৃহস্পতিবার রাতে কালবৈশাখী ঝড়ে প্রায় পৌনে দুই ঘন্টা নৌপথে ফেরি চলাচল বন্ধ ছিল। তখন বাধ্য হয়ে ফেরি আরো দুটি বাড়ানো হয়। প্রয়োজন অনুসারে মাঝে মধ্যে এক-দুটি ফেরি বাড়ানো হয়।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয় জানায়, আগে প্রতি ২৪ ঘন্টায় গোয়ালন্দ উপজেলা পরিষদের সামনে অবস্থিত ওয়ে স্কেল, ফেরি পারাপারের টিকিট কাউন্টার ও ফেরি ঘাটের পন্টুন কাউন্টারে ৩০ জন দায়িত্ব পালন করতো। ইতিমধ্যে পাঁচ কর্মী করোনায় আক্রান্ত হওয়ায় নতুনভাবে দায়িত্ব বন্টন করা হয়েছে। ৫২ জন ষ্টাফদের মধ্যে মাত্র ২১ জন তিনটি দলে ভাগ হয়ে পর্যায়ক্রমে দায়িত্ব পালন করছে। প্রতিটি দলে ৭জন করে দায়িত্ব পালন করবেন। এরা গোয়ালন্দ উপজেলা পরিষদ মাঠ চত্বর সংলগ্ন ওয়ে স্কেলে, কাউন্টার ও ফেরি ঘাটে কাজ করবেন। বাকিদের আলাদাভাবে হোম কোয়ারেন্টিনে রিজার্ভ রাখা হয়েছে। প্রতিটি দলের মধ্যে কেউ কখনো করোনায় আক্রান্ত হলে তাৎক্ষনিকভাবে ওই দলের প্রত্যেক সদস্যকে দায়িত্ব পালন থেকে অব্যাহত রাখা হবে। পরবর্তীতে রিজার্ভে থাকা সদস্যদের মধ্য থেকে ৭জনকে নিয়ে আসা হবে।

এদিকে শুক্রবার সরেজমিন দৌলতদিয়া ঘাটে দেখা যায়, দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে আসা রাজধানী গামী যেমন মানুষের ভিড় রয়েছে। তেমনিভাবে রাজধানী ছেড়ে আসা দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী মানুষের ভিড় রয়েছে। ফেরিতে ওঠতে একজনের শরীরের সাথে আরেকজনের শরীর মিশে যাচ্ছে। পাটুরিয়া থেকে ছেড়ে আসা ফেরি থেকেও তেমনিভাবে ভিড় সহকারে মানুষজন নামছে। সামাজিক দূরত্ব মানার কোন বালাই। স্বাস্থ্যবিধি না মেনে জীবনের ঝুকি নিয়ে সবাই পারাপার হচ্ছে।

ফরিদপুরের এক পল্লী চিকিৎসকের মেয়ে কানিজ ফাতিমার শ^শুর ঢাকায় অসুস্থ্য থাকায় জরুরীভাবে পরিবারবর্গ সাথে করে তিনি ঢাকার উদ্দেশ্যে ছুটছেন। তবে মানুষের ভিড় দেখে তিনি নিজেও আতঙ্কিত হন। তিনি বলেন, এত ভিড়ের মধ্যে নদী পাড়ি দেওয়াটা সবচেয়ে ঝুকিপূর্ণ মনে হচ্ছে। কিন্তু উপায় নাই, বাধ্য হয়ে ঢাকা যেতে হচ্ছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ জানান, বর্তমানে দুইটি বড় ও চারটি ছোটসহ ছয়টি ফেরি চালু রয়েছে। তবে প্রয়োজনে এক-দুটি ফেরি বাড়ানো হয়। দীর্ঘদিন লঞ্চ বন্ধ থাকায় প্রতিদিন ফেরিঘাটে মানুষের ভিড় বাড়ছে। দায়িত্ব পালন করতে আমরা আতঙ্কের মধ্যে রয়েছি। পাঁচ কর্মী করোনায় আক্রান্ত হয়েছে। আমাদের সুরক্ষায় কোন পদক্ষেপ নেওয়া হয়নি। মানুষজনের আসা যাওয়া দেখে আমরা সবাই আতঙ্কে সময় পার করছি।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

দৌলতদিয়া ঘাটে মানুষের উপচে পড়া ভিড়, আতঙ্কিত বিআইডব্লিউটিসি কর্মীরা

পোস্ট হয়েছেঃ ০৭:৪৯:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২০

রাজবাড়ীমেইল ডেস্কঃ রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট দিয়ে স্বাভাবিক সময়ের মতই মানুষজন চলাচল করছে। প্রায় দুই মাস ধরে এই নৌপথের লঞ্চ চলাচল বন্ধ থাকায় বাড়তি চাপ থাকছে ফেরি ঘাটে। করোনা পরিস্থিতি মোকাবেলায় এই নৌপথে স্বল্প পরিসরে ফেরি চালু রাখার সিদ্ধান্ত হয়। এরপরও যে হারে মানুষজন পারাপার হচ্ছে তাতে করে করোনার সংক্রমণ আরো বাড়ার ঝুঁকি রয়েছে। আতঙ্কিত হয়ে পড়ছেন বিআইডব্লিউটিসির ঘাটে কর্তব্যরত কর্মীরা।

এই ঘাট দিয়ে যানবাহন ও যাত্রী পারাপারে নিয়োজিত বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) এর পাঁচ কর্মী করোনায় আক্রান্ত হন। তাদের সাথে আক্রান্ত হয়েছেন তাদের আবাসিক মেসের কাজের সহকারী নারীও। এরা হাসপাতালে আইসোলেশনে রয়েছেন। সংস্থাটির বাকি সকল কর্মী আক্রান্ত হওয়ার শঙ্কায় রয়েছেন। বাধ্য হয়ে সংস্থাটি কাজের দায়িত্ব নতুনভাবে সাজিয়েছে। আগে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে প্রতিদিন ছোট-বড় মিলে ১৫ থেকে ১৬টি ফেরি চললেও বর্তমানে অর্ধেকে নামিয়ে আনা হয়েছে। জরুরী পচনশীল, পণ্যবাহি গাড়ি ও এ্যাম্বুলেন্স পারাপারের কথা থাকলেও বর্তমানে গণপরিবহন বাদে প্রায় সব ধরনের গাড়ি পারাপার হচ্ছে। বৃহস্পতিবার রাতে কালবৈশাখী ঝড়ে প্রায় পৌনে দুই ঘন্টা নৌপথে ফেরি চলাচল বন্ধ ছিল। তখন বাধ্য হয়ে ফেরি আরো দুটি বাড়ানো হয়। প্রয়োজন অনুসারে মাঝে মধ্যে এক-দুটি ফেরি বাড়ানো হয়।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয় জানায়, আগে প্রতি ২৪ ঘন্টায় গোয়ালন্দ উপজেলা পরিষদের সামনে অবস্থিত ওয়ে স্কেল, ফেরি পারাপারের টিকিট কাউন্টার ও ফেরি ঘাটের পন্টুন কাউন্টারে ৩০ জন দায়িত্ব পালন করতো। ইতিমধ্যে পাঁচ কর্মী করোনায় আক্রান্ত হওয়ায় নতুনভাবে দায়িত্ব বন্টন করা হয়েছে। ৫২ জন ষ্টাফদের মধ্যে মাত্র ২১ জন তিনটি দলে ভাগ হয়ে পর্যায়ক্রমে দায়িত্ব পালন করছে। প্রতিটি দলে ৭জন করে দায়িত্ব পালন করবেন। এরা গোয়ালন্দ উপজেলা পরিষদ মাঠ চত্বর সংলগ্ন ওয়ে স্কেলে, কাউন্টার ও ফেরি ঘাটে কাজ করবেন। বাকিদের আলাদাভাবে হোম কোয়ারেন্টিনে রিজার্ভ রাখা হয়েছে। প্রতিটি দলের মধ্যে কেউ কখনো করোনায় আক্রান্ত হলে তাৎক্ষনিকভাবে ওই দলের প্রত্যেক সদস্যকে দায়িত্ব পালন থেকে অব্যাহত রাখা হবে। পরবর্তীতে রিজার্ভে থাকা সদস্যদের মধ্য থেকে ৭জনকে নিয়ে আসা হবে।

এদিকে শুক্রবার সরেজমিন দৌলতদিয়া ঘাটে দেখা যায়, দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে আসা রাজধানী গামী যেমন মানুষের ভিড় রয়েছে। তেমনিভাবে রাজধানী ছেড়ে আসা দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী মানুষের ভিড় রয়েছে। ফেরিতে ওঠতে একজনের শরীরের সাথে আরেকজনের শরীর মিশে যাচ্ছে। পাটুরিয়া থেকে ছেড়ে আসা ফেরি থেকেও তেমনিভাবে ভিড় সহকারে মানুষজন নামছে। সামাজিক দূরত্ব মানার কোন বালাই। স্বাস্থ্যবিধি না মেনে জীবনের ঝুকি নিয়ে সবাই পারাপার হচ্ছে।

ফরিদপুরের এক পল্লী চিকিৎসকের মেয়ে কানিজ ফাতিমার শ^শুর ঢাকায় অসুস্থ্য থাকায় জরুরীভাবে পরিবারবর্গ সাথে করে তিনি ঢাকার উদ্দেশ্যে ছুটছেন। তবে মানুষের ভিড় দেখে তিনি নিজেও আতঙ্কিত হন। তিনি বলেন, এত ভিড়ের মধ্যে নদী পাড়ি দেওয়াটা সবচেয়ে ঝুকিপূর্ণ মনে হচ্ছে। কিন্তু উপায় নাই, বাধ্য হয়ে ঢাকা যেতে হচ্ছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ জানান, বর্তমানে দুইটি বড় ও চারটি ছোটসহ ছয়টি ফেরি চালু রয়েছে। তবে প্রয়োজনে এক-দুটি ফেরি বাড়ানো হয়। দীর্ঘদিন লঞ্চ বন্ধ থাকায় প্রতিদিন ফেরিঘাটে মানুষের ভিড় বাড়ছে। দায়িত্ব পালন করতে আমরা আতঙ্কের মধ্যে রয়েছি। পাঁচ কর্মী করোনায় আক্রান্ত হয়েছে। আমাদের সুরক্ষায় কোন পদক্ষেপ নেওয়া হয়নি। মানুষজনের আসা যাওয়া দেখে আমরা সবাই আতঙ্কে সময় পার করছি।