নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ “শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জাতীয় মহিলা সংস্থার অধীনে বাস্তবায়নাধীন প্রকল্পের আওতায় উপজেলার ছোটভাকলা ইউনিয়নের কাটাখালী ঈদগাহ মাঠে নারীদের নিয়ে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ উঠান বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) কর্মকর্তা উত্তম কুমার ঘোষ, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের সভাপতি মো. ইউনুস মোল্লা, ছোটভাকলা ইউপি চেয়ারম্যান মো. আমজাদ হোসেন, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা (তথ্য আপা) তাহমিনা আক্তার প্রমুখ।
উঠান বৈঠকে বক্তারা বলেন, পিছিয়ে পড়া নারী সমাজকে এগিয়ে নিতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও জাতীয় মহিলা সংস্থার এ প্রকল্প যুগান্তকারী ভুমিকা রাখছে। এ প্রকল্পে মূলত শিক্ষা, স্বাস্থ্য, আইন, বাল্যবিবাহ রোধ, ব্যবসা, কৃষি ও জেন্ডারের ক্ষেত্রে সেবা দেওয়া হয়।