নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাটের অদূরে পদ্মা নদীতে ভাসতে দেখে অজ্ঞাত যুবকের (৩৫) গলিত লাশ উদ্ধার করেছে দৌলতদিয়া ঘাট নৌ–পুলিশ। শুক্রবার (৩১ মার্চ) বেলা ৩টার দিকে দৌলতদিয়ার ৭নম্বর ফেরি ঘাটের পূর্ব পাশ পদ্মা নদীর পাড়ে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুরের দিকে বাহির চর দৌলতদিয়া ছাত্তার মেম্বার পাড়ার পদ্মা নদীন পাড়ে অজ্ঞাত গলিত লাশ ভাসতে দেখে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য আবুল কাসেম দৌলতদিয়া নৌপুলিশকে জানায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে গলিত মরদেহটি উদ্ধার করে পুলিশ। মরদেহের পরনে লুঙ্গি ও সাদা–কালো চেক গেঞ্জি পরিহিত ছিল।
দৌলতদিয়া ঘাট নৌ–পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) জে এম সিরাজুল কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করা ব্যাক্তির পরিচয় পাওয়া যায়নি। অনুমান করা হচ্ছে নিহত ব্যক্তি ২০–২৫ দিন আগে মারা গেছে। তার বয়স আনুমানিক বয়স ৩৫ হতে পারে। তিনি আরও জানান, অনুমান করা যাচ্ছে মরদেহটি পদ্মা ও যমুনা নদীর পশ্চিম দিক দিয়ে ভেসে এসেছে। মরদেহটি ৭নম্বর ফেরি ঘাটের পূর্ব পাশে বাহির চর ছাত্তার মেম্বার পাড়ার বালুর চাতালের নিচে পাওয়া গেছে। শুক্রবার বেলা ৩ টার দিকে গলিত মরদেহটি উদ্ধার করে বিকেল ৪ টার দদিকে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যেতে পারে।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ সময় মরদেহটি উদ্ধারে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে ছিলেন।