০৪:১১ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

পাংশায় মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

রাজবাড়ীমেইল ডেস্কঃ রাজবাড়ীর পাংশা উপজেলায় ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ সংক্রান্ত উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। পাংশা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বুধবার ৩০ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টায় এ সভা অনুষ্ঠিত হয়।

পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল চন্দ্র দাসের সভাপতিত্বে টাস্কফোর্স কমিটির সভায় পাংশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাহাদাত হোসেন, পরিসংখ্যান কর্মকর্তা মাহাবুব হোসেন, বাহাদুরপুর ইউপির ১নং ওয়ার্ডের মেম্বার জসিম মুন্সী, হাবাসপুর ইউপির ২নং ওয়ার্ডের মেম্বার আবুল মন্ডল, মৎস্য দপ্তরের হাবাসপুর ইউপির লিপ সোহরাব হোসেন, শাহমীরপুর গ্রামের মৎস্যজীবি শাহজাহান মন্ডল প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ মোস্তারিনা আফরোজ।

সভায় পাংশা থানার ওসি মোহাম্মদ সাহাদাত হোসেন বলেন, অপরাধ দমনে পুলিশের ভূমিকা জিরো টলারেন্স। মা ইলিশ রক্ষা অভিযানেও পুলিশ জিরো টলারেন্স ভূমিকা পালন করবে। নিষেধাজ্ঞা অমান্য করে ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ইলিশ মাছ আহরণ পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় করলে শুধু মোবাইল কোর্ট নয়, নিয়মিত মামলার ফাঁদেও জড়াতে হবে বলে হুশিয়ারী দেন তিনি। এক্ষেত্রে সকলকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহবান জানান ওসি মোহাম্মদ সাহাদাত হোসেন।

অনুষ্ঠানের সভাপতি ইউএনও বিপুল চন্দ্র দাস বলেন, যে কোনো মূল্যে ইলিশ রক্ষা অভিযান সফল করতে হবে। দেশের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে মা ইলিশ রক্ষা অভিযান সফল করতে বাহাদুরপুরের সেনগ্রাম ঘাট, হাবাসপুরের হাবাসপুর ঘাট, শাহমীরপুর ঘাট, পূর্ব চর আফড়া ও চর রামনগরসহ পদ্মা নদীর বিভিন্ন স্থানে জনসচেতনতামূলক সভা করা এবং সংশ্লিষ্ট এলাকায় জনপ্রতিনিধিসহ সকল শ্রেণি পেশার মানুষের সমন্বয়ে প্রতিরোধ কমিটি গঠন করার দিক-নির্দেশনা প্রদান করেন তিনি। ইলিশ আহরণে নৌকা নিয়ে কেউ যাতে নদীতে নামতে না পারে সে লক্ষ্যে আগেথেকেই সংশ্লিষ্ট এলাকায় নৌকা বেঁধে রাখাসহ কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে উল্লেখ করেন ইউএনও বিপুল চন্দ্র দাস। তিনি সমন্বিত প্রচেষ্টায় ইলিশ রক্ষা অভিযান সফল করার গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে পাংশা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, পাংশার এসিল্যান্ড নুজহাত তাসনীম আওন, নবাগত কৃষি কর্মকর্তা কৃষিবিদ রতন কুমার ঘোষ, যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ও মৎস্যজীবিসহ টাস্কফোর্স কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

পাংশায় মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

পোস্ট হয়েছেঃ ০৮:৪৭:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২০

রাজবাড়ীমেইল ডেস্কঃ রাজবাড়ীর পাংশা উপজেলায় ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ সংক্রান্ত উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। পাংশা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বুধবার ৩০ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টায় এ সভা অনুষ্ঠিত হয়।

পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল চন্দ্র দাসের সভাপতিত্বে টাস্কফোর্স কমিটির সভায় পাংশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাহাদাত হোসেন, পরিসংখ্যান কর্মকর্তা মাহাবুব হোসেন, বাহাদুরপুর ইউপির ১নং ওয়ার্ডের মেম্বার জসিম মুন্সী, হাবাসপুর ইউপির ২নং ওয়ার্ডের মেম্বার আবুল মন্ডল, মৎস্য দপ্তরের হাবাসপুর ইউপির লিপ সোহরাব হোসেন, শাহমীরপুর গ্রামের মৎস্যজীবি শাহজাহান মন্ডল প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ মোস্তারিনা আফরোজ।

সভায় পাংশা থানার ওসি মোহাম্মদ সাহাদাত হোসেন বলেন, অপরাধ দমনে পুলিশের ভূমিকা জিরো টলারেন্স। মা ইলিশ রক্ষা অভিযানেও পুলিশ জিরো টলারেন্স ভূমিকা পালন করবে। নিষেধাজ্ঞা অমান্য করে ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ইলিশ মাছ আহরণ পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় করলে শুধু মোবাইল কোর্ট নয়, নিয়মিত মামলার ফাঁদেও জড়াতে হবে বলে হুশিয়ারী দেন তিনি। এক্ষেত্রে সকলকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহবান জানান ওসি মোহাম্মদ সাহাদাত হোসেন।

অনুষ্ঠানের সভাপতি ইউএনও বিপুল চন্দ্র দাস বলেন, যে কোনো মূল্যে ইলিশ রক্ষা অভিযান সফল করতে হবে। দেশের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে মা ইলিশ রক্ষা অভিযান সফল করতে বাহাদুরপুরের সেনগ্রাম ঘাট, হাবাসপুরের হাবাসপুর ঘাট, শাহমীরপুর ঘাট, পূর্ব চর আফড়া ও চর রামনগরসহ পদ্মা নদীর বিভিন্ন স্থানে জনসচেতনতামূলক সভা করা এবং সংশ্লিষ্ট এলাকায় জনপ্রতিনিধিসহ সকল শ্রেণি পেশার মানুষের সমন্বয়ে প্রতিরোধ কমিটি গঠন করার দিক-নির্দেশনা প্রদান করেন তিনি। ইলিশ আহরণে নৌকা নিয়ে কেউ যাতে নদীতে নামতে না পারে সে লক্ষ্যে আগেথেকেই সংশ্লিষ্ট এলাকায় নৌকা বেঁধে রাখাসহ কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে উল্লেখ করেন ইউএনও বিপুল চন্দ্র দাস। তিনি সমন্বিত প্রচেষ্টায় ইলিশ রক্ষা অভিযান সফল করার গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে পাংশা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, পাংশার এসিল্যান্ড নুজহাত তাসনীম আওন, নবাগত কৃষি কর্মকর্তা কৃষিবিদ রতন কুমার ঘোষ, যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ও মৎস্যজীবিসহ টাস্কফোর্স কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।