০৭:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

দৌলতদিয়া ফেরি ঘাটে পুলিশের বাধা উপেক্ষা করে কর্মজীবী মানুষের ঢল (ভিডিও)

রাজবাড়ীমেইল ডেস্কঃ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম প্রবেশদ্বার হিসেবে পরিচিত রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাটে আজ শুক্রবারও কর্মজীবী মানুষের ভিড় ছিল। শনিবার থেকে অনেকের অফিস খোলা থাকায় শুক্রবার সকাল থেকে মানুষ পুলিশের বাধা উপক্ষো করে ঘাটে ভিড় করতে থাকে। এসময় সামাজিক দূরত্ব বজায় রাখতে পুলিশ তাদের নিবারণের চেষ্টা করলেও অনেকটা ব্যাহত হয়।

শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত দৌলতদিয়া ঘাটে অপেক্ষা করে দেখা যায়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার মানুষ গণপরিবহন বন্ধ থাকায় বিভিন্ন ধরনের যানবাহনে দৌলতদিয়া ঘাটে এসে নামছে। কয়েকগুন বেশি ভাড়া দিয়ে এসব মানুষ মহাসড়ক থেকে সরাসরি বিকল্প সড়ক দিয়ে ফেরি ঘাটে পৌছছে। সড়কের মাথায় সবচেয়ে বড় ৫ নম্বর ফেরি ঘাট থাকায় অধিকাংশ গাড়ির মানুষ ওই ঘাটটিতে ভিড় করছে। হাতে লাগেজ, কাঁধে শিশু সন্তান নিয়ে আসা আগত মানুষ ফেরিতে ওঠার জন্য হুমড়ি খেয়ে পড়ছে। সামাজিক দূরত্ব বজায় রেখে অন্যান্য ফেরিঘাট দিয়ে ভাগ হয়ে যাওয়ার অনুরোধ করছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। পুলিশের বাধা উপেক্ষা করে এসব মানুষ জোরপূর্বক ফেরিতে উঠে পড়ছে। এসময় পুলিশ অনেকটা অসহায় হয়ে পড়ে। আগত অনেকের মুখে ছিল না কোন মাস্ক বা পড়নে ছিল না কোন স্বাস্থ্য সুরক্ষার সরঞ্জমাদি। মানা হয়নি সামাজিক দূরত্ব। করোনা সংক্রমণের ঝুঁকি নিয়েই এসব মানুষ রাজধানীমূখি হচ্ছে।

পুলিশের বাধা উপেক্ষ করে শাহ আলী ফেরিতে উঠছিলেন মাগুরা থেকে আসা রহিচ উদ্দিন নামের এক ব্যক্তি। তিনি বলেন, বৃহস্পতিবার রাতে অফিস থেকে ফোন আসে শনিবার থেকে নিয়মিত অফিস খোলা। সকালে অফিস করতে হবে। সেভাবে প্রস্তুতি নিয়ে চলে আসেন। লক ডাউনের কারণে অফিস বন্ধ হওয়ায় তিনি বাড়ি চলে যান। অফিস খোলা থাকায় সকালেই ঢাকার উদ্দেশ্যে অন্যান্য ব্যক্তিদের সাথে মাইক্রোবাসে চড়ে ঘাটে আসেন। জোরপূর্বক ফেরিতে ওঠা প্রসঙ্গে বলেন, পুলিশ উঠতে দিচ্ছিল না। করার কিছুই নাই, তাই অনেকটা জোর করেই উঠলাম।

পরিবার নিয়ে আরিচা শ্বশুর বাড়ি যাচ্ছেন রিক্সা চালক মনিরুল ইসলাম। স্বামী-স্ত্রী ও সন্তানের কারো মুখে ছিলনা কোন মাস্ক। মাস্ক নেই জানতে চাইলে মনিরুল ইসলাম ও শুকুর জান দম্পতি বলেন, মাস্ক আনতে ভুলে গেছি। রিস্ক রয়েছে তারপরও মা অসুস্থ্য তাই জরুরীভাবে আরিচা যাচ্ছি। তবে এভাবে মাস্ক না রাখাটা ঠিক হয়নি।

ঘাটের আইনশৃঙ্খলা বাহিনীর তদারকির দায়িত্বে থাকা গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, আমরা প্রতিটি ফেরিতে যাত্রীদেরকে ভাগ হয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছি। প্রতিটি ঘাটের সামনে পুলিশ রেখেছি। তবে মাঝেমধ্যে আগত মানুষ কিছুই মানছে না। তাদেরকে নিভৃত নয়, নিবারণের চেষ্টা করছি। সামাজিক দূরত্ব বজায় রেখে যাওয়ার অনুরোধ করছি।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক মাহবুব আলী সরদার বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি সংখ্যা বাড়িয়ে বর্তমানে ১১টি চলছে। শনিবার থেকে অনেকের অফিস খোলা থাকায় অধিকাংশ মানুষ শুক্রবারই রওয়ানা করছে। যে কারণে প্রায় প্রতিটি ফেরিতে যাত্রী এবং ছোট গাড়ির চাপ রয়েছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

দৌলতদিয়া ফেরি ঘাটে পুলিশের বাধা উপেক্ষা করে কর্মজীবী মানুষের ঢল (ভিডিও)

পোস্ট হয়েছেঃ ০৯:১৩:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২০

রাজবাড়ীমেইল ডেস্কঃ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম প্রবেশদ্বার হিসেবে পরিচিত রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাটে আজ শুক্রবারও কর্মজীবী মানুষের ভিড় ছিল। শনিবার থেকে অনেকের অফিস খোলা থাকায় শুক্রবার সকাল থেকে মানুষ পুলিশের বাধা উপক্ষো করে ঘাটে ভিড় করতে থাকে। এসময় সামাজিক দূরত্ব বজায় রাখতে পুলিশ তাদের নিবারণের চেষ্টা করলেও অনেকটা ব্যাহত হয়।

শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত দৌলতদিয়া ঘাটে অপেক্ষা করে দেখা যায়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার মানুষ গণপরিবহন বন্ধ থাকায় বিভিন্ন ধরনের যানবাহনে দৌলতদিয়া ঘাটে এসে নামছে। কয়েকগুন বেশি ভাড়া দিয়ে এসব মানুষ মহাসড়ক থেকে সরাসরি বিকল্প সড়ক দিয়ে ফেরি ঘাটে পৌছছে। সড়কের মাথায় সবচেয়ে বড় ৫ নম্বর ফেরি ঘাট থাকায় অধিকাংশ গাড়ির মানুষ ওই ঘাটটিতে ভিড় করছে। হাতে লাগেজ, কাঁধে শিশু সন্তান নিয়ে আসা আগত মানুষ ফেরিতে ওঠার জন্য হুমড়ি খেয়ে পড়ছে। সামাজিক দূরত্ব বজায় রেখে অন্যান্য ফেরিঘাট দিয়ে ভাগ হয়ে যাওয়ার অনুরোধ করছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। পুলিশের বাধা উপেক্ষা করে এসব মানুষ জোরপূর্বক ফেরিতে উঠে পড়ছে। এসময় পুলিশ অনেকটা অসহায় হয়ে পড়ে। আগত অনেকের মুখে ছিল না কোন মাস্ক বা পড়নে ছিল না কোন স্বাস্থ্য সুরক্ষার সরঞ্জমাদি। মানা হয়নি সামাজিক দূরত্ব। করোনা সংক্রমণের ঝুঁকি নিয়েই এসব মানুষ রাজধানীমূখি হচ্ছে।

পুলিশের বাধা উপেক্ষ করে শাহ আলী ফেরিতে উঠছিলেন মাগুরা থেকে আসা রহিচ উদ্দিন নামের এক ব্যক্তি। তিনি বলেন, বৃহস্পতিবার রাতে অফিস থেকে ফোন আসে শনিবার থেকে নিয়মিত অফিস খোলা। সকালে অফিস করতে হবে। সেভাবে প্রস্তুতি নিয়ে চলে আসেন। লক ডাউনের কারণে অফিস বন্ধ হওয়ায় তিনি বাড়ি চলে যান। অফিস খোলা থাকায় সকালেই ঢাকার উদ্দেশ্যে অন্যান্য ব্যক্তিদের সাথে মাইক্রোবাসে চড়ে ঘাটে আসেন। জোরপূর্বক ফেরিতে ওঠা প্রসঙ্গে বলেন, পুলিশ উঠতে দিচ্ছিল না। করার কিছুই নাই, তাই অনেকটা জোর করেই উঠলাম।

পরিবার নিয়ে আরিচা শ্বশুর বাড়ি যাচ্ছেন রিক্সা চালক মনিরুল ইসলাম। স্বামী-স্ত্রী ও সন্তানের কারো মুখে ছিলনা কোন মাস্ক। মাস্ক নেই জানতে চাইলে মনিরুল ইসলাম ও শুকুর জান দম্পতি বলেন, মাস্ক আনতে ভুলে গেছি। রিস্ক রয়েছে তারপরও মা অসুস্থ্য তাই জরুরীভাবে আরিচা যাচ্ছি। তবে এভাবে মাস্ক না রাখাটা ঠিক হয়নি।

ঘাটের আইনশৃঙ্খলা বাহিনীর তদারকির দায়িত্বে থাকা গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, আমরা প্রতিটি ফেরিতে যাত্রীদেরকে ভাগ হয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছি। প্রতিটি ঘাটের সামনে পুলিশ রেখেছি। তবে মাঝেমধ্যে আগত মানুষ কিছুই মানছে না। তাদেরকে নিভৃত নয়, নিবারণের চেষ্টা করছি। সামাজিক দূরত্ব বজায় রেখে যাওয়ার অনুরোধ করছি।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক মাহবুব আলী সরদার বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি সংখ্যা বাড়িয়ে বর্তমানে ১১টি চলছে। শনিবার থেকে অনেকের অফিস খোলা থাকায় অধিকাংশ মানুষ শুক্রবারই রওয়ানা করছে। যে কারণে প্রায় প্রতিটি ফেরিতে যাত্রী এবং ছোট গাড়ির চাপ রয়েছে।