নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ যথাযোগ্য মর্যদার সাথে রাজবাড়ীর গোয়ালন্দে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসব উদযাপিত হচ্ছে। শুক্রবার ভোরে সূর্যোদয়ের সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিবসটি শুরু হয়। গোয়ালন্দ বাজার কেন্দ্রীয় শহীদ মিনার বেদীতে পুষ্পমাল্য অপর্ন, জাতীয় পতাকা উত্তোলন এবং উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অপর্ন করা হয়।
গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগিত সংগঠনের পক্ষ থেকেও দিবসটি পালন উপলক্ষে সকাল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন নেতৃবৃন্দ। পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। শেষে মুক্তিযুদ্ধে শহীদ বীরমুক্তিযোদ্ধাদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়।
এদিকে সকালে গোয়ালন্দ উপজেলা পরিষদ কোর্ট মাঠ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও সালাম প্রদর্শন এবং মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়। গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম এর সভাপতিত্বে কোর্ট মাঠ চত্বরে সালাম প্রদর্শনকালে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. মোস্তফা মুন্সী, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর বক্তব্য রাখেন।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমন্ডার আব্দুস সামাদ মোল্লা, আমিনুল ইসলাম সফি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, সহকারী কমিশনার (ভুমি) রফিকুল ইসলাম প্রমূখ।
সুবর্ণজয়ন্তী উপলক্ষে দুপুরে বিশেষ দোয়া ও মোনাজাত এবং বিকেলে উপজেলা পরিষদ বনাম পৌরসভার মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ, মহিলাদের মধ্যে বালিশবদল খেলা অনুষ্ঠিত হয়। সবশেষে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে আজ শনিবার এবং আগামীকাল রোববার তিনদিন ব্যাপী উৎসব উদযাপনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।