০৬:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

এখনো বাড়ি ছেড়ে কর্মমূখী হতে শুরু করেনি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজধানী ছেড়ে আসা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ এখনো ঈদে বাড়ি আসা কর্মস্থলমুখী হতে শুরু করেনি। রোববার দুপুরের পর থেকে কিছু যানবাহনের সাথে যাত্রীর সংখ্যা ধীরে ধীরে বাড়তে থাকে।

রোববার সকালে ঘাটে দেখা যায়, দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরয়া নৌপথে চলাচলরত লঞ্চ ও ফেরিতে তেমন ভিড় নেই। যেসব মানুষ আসা যাওয়া করছে তারমধ্যে বেশিরভাগ গ্রামে ছুটছেন। আত্মীয় স্বজনের বাড়ি, কেউ শহর ছেড়ে গ্রামে ছুটছেন। এসব মানুষের হাতে মাংস ভর্তি পুটলা রয়েছে। ঈদের তিন দিন পরও দৌলতদিয়ায় যানবাহন বা মানুষের ভিড় দেখা যায়নি। ঢাকা-খুলনা মহাসড়কে যানবাহনের লাইন চোখে পড়েনি। দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে ঢাকামুখী যেসব গাড়ি ঘাটে আসছে সরাসরি ফেরিতে উঠে চলে যাচ্ছে। মোটরসাইকেল এবং ব্যক্তিগত গাড়ি পার হচ্ছে বেশি।

ঘাট এলাকার ব্যবসায়ীরা জানান, পদ্মা সেতু চালুর পর থেকে দৌলতদিয়ায় গাড়ির চাপ নেই। ঈদের কয়েকদিন আগে যানবাহনের সাথে মানুষের ভিড় ছিল। ঈদের তিন দিন পরও কর্মস্থলমুখী মানুষ ছুটতে শুরু করেনি। বরং এখনো অনেকে মাংস নিয়ে গ্রামের আত্মীয় স্বজনের বাড়ি ছুটছেন।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক মোহাম্মদ সালাহ উদ্দিন বলেন, শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘন্টায় দৌলতদিয়া ঘাট দিয়ে ঢাকামুখী ২ হাজার ২৫২টি গাড়ি নদী পাড়ি দিয়েছে। এরমধ্যে ৪০৯টি বাস, ৯৪টি পণ্যবাহী গাড়ি, ৯৫৭টি ছোট গাড়ি ও ৭৯২টি মোটরসাইকেল। ঈদের এ সময় অনেক গাড়ি পার হওয়ার কথা। সে হিসেবে তুলনামুলক কম পার হচ্ছে। তবে আজ দুপুরের পর থেকে কিছুটা বেড়েছে।

তিনি বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে মোট ১৮টি ফেরির মধ্যে রোববার দুপুরের আগ পর্যন্ত ১২টি ফেরি চলছিল। দুপুরের পর গাড়ির সংখ্যা কিছুটা বাড়তে থাকায় আরো ২টি বাড়ানো হয়েছে। বর্তমানে ৬টি রো রো (বড়), ৩টি কেটাইপ (মাঝারী) এবং ৫টি ইউটিলিটি (ছোট) ফেরি রয়েছে।

এদিকে লঞ্চ ঘাটেও নদী পাড়ি দিতে আসা মানুষের তেমন একটা ভিড় নেই। ঢাকামুখীর চেয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলমুখী মানুষ বেশি নদী পাড়ি দিচ্ছে। লঞ্চ ঘাট দিয়ে যাত্রী পারাপার নির্বিঘœ করতে পুলিশের পাশাপাশি নৌপুলিশ, আনসার, ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন।

ঘাটে দায়িত্বরত আনসার বাহিনীর কমান্ডার এমদাদুল হক পলাশ বলেন, ৪৫ জন সদস্যের মধ্যে পর্যায়ক্রমে ১৫জন করে ডিউটি করছেন। যাত্রীদের ওঠানামায় সহযোগিতা করাসহ আইনশৃঙ্খলা রক্ষায় তারা কাজ করছেন। এখনো কর্মস্থল গামী মানুষ ছুটতে শুরু করেনি। এক-দুইদিন পর থেকে পুরোদমে ছুটতে শুরু করবে। বরং এখনো শহর ছেড়ে মানুষ গ্রামের বাড়ি ছুটছেন। যে কারনে পাটুরিয়া থেকে আসা প্রতিটি লঞ্চে একটু বেশি মানুষ রয়েছে।

বিআইডব্লিউটিএ আরিচা কার্যালয়ের ট্রাফিক পরিদর্শক আফতাব হোসেন বলেন, যাত্রীদের পারাপার নির্বিঘœ করতে আরিচা অঞ্চলের তিন নৌপথের ৩২টির মধ্যে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ১৮টি লঞ্চ চালু রয়েছে। বাকি ১৪টি লঞ্চ দৌলতদিয়া-আরিচা এবং আরিচা-কাজিরহাট নৌপথে রাখা হয়েছে। এখনো ঢাকামুখী মানুষের ভিড় না পড়ায় স্বাভাবিক গতিতেই নৌযান চলাচল করছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

এখনো বাড়ি ছেড়ে কর্মমূখী হতে শুরু করেনি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ

পোস্ট হয়েছেঃ ০৯:০০:৫৫ অপরাহ্ন, রবিবার, ২ জুলাই ২০২৩

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজধানী ছেড়ে আসা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ এখনো ঈদে বাড়ি আসা কর্মস্থলমুখী হতে শুরু করেনি। রোববার দুপুরের পর থেকে কিছু যানবাহনের সাথে যাত্রীর সংখ্যা ধীরে ধীরে বাড়তে থাকে।

রোববার সকালে ঘাটে দেখা যায়, দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরয়া নৌপথে চলাচলরত লঞ্চ ও ফেরিতে তেমন ভিড় নেই। যেসব মানুষ আসা যাওয়া করছে তারমধ্যে বেশিরভাগ গ্রামে ছুটছেন। আত্মীয় স্বজনের বাড়ি, কেউ শহর ছেড়ে গ্রামে ছুটছেন। এসব মানুষের হাতে মাংস ভর্তি পুটলা রয়েছে। ঈদের তিন দিন পরও দৌলতদিয়ায় যানবাহন বা মানুষের ভিড় দেখা যায়নি। ঢাকা-খুলনা মহাসড়কে যানবাহনের লাইন চোখে পড়েনি। দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে ঢাকামুখী যেসব গাড়ি ঘাটে আসছে সরাসরি ফেরিতে উঠে চলে যাচ্ছে। মোটরসাইকেল এবং ব্যক্তিগত গাড়ি পার হচ্ছে বেশি।

ঘাট এলাকার ব্যবসায়ীরা জানান, পদ্মা সেতু চালুর পর থেকে দৌলতদিয়ায় গাড়ির চাপ নেই। ঈদের কয়েকদিন আগে যানবাহনের সাথে মানুষের ভিড় ছিল। ঈদের তিন দিন পরও কর্মস্থলমুখী মানুষ ছুটতে শুরু করেনি। বরং এখনো অনেকে মাংস নিয়ে গ্রামের আত্মীয় স্বজনের বাড়ি ছুটছেন।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক মোহাম্মদ সালাহ উদ্দিন বলেন, শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘন্টায় দৌলতদিয়া ঘাট দিয়ে ঢাকামুখী ২ হাজার ২৫২টি গাড়ি নদী পাড়ি দিয়েছে। এরমধ্যে ৪০৯টি বাস, ৯৪টি পণ্যবাহী গাড়ি, ৯৫৭টি ছোট গাড়ি ও ৭৯২টি মোটরসাইকেল। ঈদের এ সময় অনেক গাড়ি পার হওয়ার কথা। সে হিসেবে তুলনামুলক কম পার হচ্ছে। তবে আজ দুপুরের পর থেকে কিছুটা বেড়েছে।

তিনি বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে মোট ১৮টি ফেরির মধ্যে রোববার দুপুরের আগ পর্যন্ত ১২টি ফেরি চলছিল। দুপুরের পর গাড়ির সংখ্যা কিছুটা বাড়তে থাকায় আরো ২টি বাড়ানো হয়েছে। বর্তমানে ৬টি রো রো (বড়), ৩টি কেটাইপ (মাঝারী) এবং ৫টি ইউটিলিটি (ছোট) ফেরি রয়েছে।

এদিকে লঞ্চ ঘাটেও নদী পাড়ি দিতে আসা মানুষের তেমন একটা ভিড় নেই। ঢাকামুখীর চেয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলমুখী মানুষ বেশি নদী পাড়ি দিচ্ছে। লঞ্চ ঘাট দিয়ে যাত্রী পারাপার নির্বিঘœ করতে পুলিশের পাশাপাশি নৌপুলিশ, আনসার, ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন।

ঘাটে দায়িত্বরত আনসার বাহিনীর কমান্ডার এমদাদুল হক পলাশ বলেন, ৪৫ জন সদস্যের মধ্যে পর্যায়ক্রমে ১৫জন করে ডিউটি করছেন। যাত্রীদের ওঠানামায় সহযোগিতা করাসহ আইনশৃঙ্খলা রক্ষায় তারা কাজ করছেন। এখনো কর্মস্থল গামী মানুষ ছুটতে শুরু করেনি। এক-দুইদিন পর থেকে পুরোদমে ছুটতে শুরু করবে। বরং এখনো শহর ছেড়ে মানুষ গ্রামের বাড়ি ছুটছেন। যে কারনে পাটুরিয়া থেকে আসা প্রতিটি লঞ্চে একটু বেশি মানুষ রয়েছে।

বিআইডব্লিউটিএ আরিচা কার্যালয়ের ট্রাফিক পরিদর্শক আফতাব হোসেন বলেন, যাত্রীদের পারাপার নির্বিঘœ করতে আরিচা অঞ্চলের তিন নৌপথের ৩২টির মধ্যে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ১৮টি লঞ্চ চালু রয়েছে। বাকি ১৪টি লঞ্চ দৌলতদিয়া-আরিচা এবং আরিচা-কাজিরহাট নৌপথে রাখা হয়েছে। এখনো ঢাকামুখী মানুষের ভিড় না পড়ায় স্বাভাবিক গতিতেই নৌযান চলাচল করছে।