০৬:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ী জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিস কার্যালয়ে হামলা, আহত ৩

নির্মাণ কাজের টাকা আদায় ও বন্টন নিয়ে সৃষ্ট বিরোধের জের ধরে রাজবাড়ী জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। ওই ঘটনায় ৩ জন শ্রমিক আহত হয়েছে। গত সোমবার (১০ জানুয়ারী) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে রাজবাড়ী রেল ষ্টেশন সংলগ্ন কার্যালয়ে এই ঘটনা ঘটে। আহতরা হলো, জাহাঙ্গীর হোসেন (৫০), তাহের মন্ডল (৩৮)সহ অপর একজন।

রাজবাড়ী জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. শাজাহান সান্টু জানিয়েছেন, সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়া বাজার এলাকায় জনৈক জালালের মার্কেট নির্মাণের ৪০ হাজার টাকা পাওনা আদায় নিয়ে বিরোধের সৃষ্টি হয়। ওই বিরোধ সমাধানের লক্ষে বিগত মাসে ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন। সে কমিটির মাধ্যমে ৪০ হাজার টাকা মার্কেট কর্তৃপক্ষের কাছ থেকে আদায়ও করা হয়। যে টাকা সোমবার সন্ধ্যায় মার্কেট কর্তৃপক্ষ কার্যালয়ে এসে দিয়ে যায়। ওই সময় রাজবাড়ী জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক লালন শেখের অনুসারি ৪০-৫০জন হঠাৎ করে কার্যালয়ে প্রবেশ করে এবং তারা কার্যালয়ের বেশির ভাগ টেবিল ও টেবিলের কাঁচ, চেয়ার ভাংচুর করে পালিয়ে যায়।

ওই ঘটনার পর জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মোঃ গোলাম কাদের ঘটনার দ্রুত বিচারের দাবী জানান। খবর পেয়ে রাজবাড়ী থানার এসআই কামরুজ্জামানের নেতৃত্বে থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

রাজবাড়ী জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিস কার্যালয়ে হামলা, আহত ৩

পোস্ট হয়েছেঃ ০৯:১৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ১২ জানুয়ারী ২০২২

নির্মাণ কাজের টাকা আদায় ও বন্টন নিয়ে সৃষ্ট বিরোধের জের ধরে রাজবাড়ী জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। ওই ঘটনায় ৩ জন শ্রমিক আহত হয়েছে। গত সোমবার (১০ জানুয়ারী) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে রাজবাড়ী রেল ষ্টেশন সংলগ্ন কার্যালয়ে এই ঘটনা ঘটে। আহতরা হলো, জাহাঙ্গীর হোসেন (৫০), তাহের মন্ডল (৩৮)সহ অপর একজন।

রাজবাড়ী জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. শাজাহান সান্টু জানিয়েছেন, সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়া বাজার এলাকায় জনৈক জালালের মার্কেট নির্মাণের ৪০ হাজার টাকা পাওনা আদায় নিয়ে বিরোধের সৃষ্টি হয়। ওই বিরোধ সমাধানের লক্ষে বিগত মাসে ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন। সে কমিটির মাধ্যমে ৪০ হাজার টাকা মার্কেট কর্তৃপক্ষের কাছ থেকে আদায়ও করা হয়। যে টাকা সোমবার সন্ধ্যায় মার্কেট কর্তৃপক্ষ কার্যালয়ে এসে দিয়ে যায়। ওই সময় রাজবাড়ী জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক লালন শেখের অনুসারি ৪০-৫০জন হঠাৎ করে কার্যালয়ে প্রবেশ করে এবং তারা কার্যালয়ের বেশির ভাগ টেবিল ও টেবিলের কাঁচ, চেয়ার ভাংচুর করে পালিয়ে যায়।

ওই ঘটনার পর জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মোঃ গোলাম কাদের ঘটনার দ্রুত বিচারের দাবী জানান। খবর পেয়ে রাজবাড়ী থানার এসআই কামরুজ্জামানের নেতৃত্বে থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।