শামীম বিশ্বাস, গোয়ালন্দঃ রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান খোন্দকার অলিয়ার রহমান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাহী রাজিউন)। তিনি রোববার দিবাগত (১৮ এপ্রিল) রাত ৩.২০ মিনিটে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল প্রায় ১০৪ বছর।
মরহুমের প্রথম নামাজের জানাযা সোমবার বেলা ২.১০ মিনিটে রাজবাড়ীর বড় মসজিদে অনুষ্ঠিত হয়। আসর নামাজের পর বরাট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে দ্বিতীয় নামাজে জানাযা শেষে এলাইল পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন হয়।
বরাট ইউনিয়ন পরিষদের প্রয়াত চেয়ারম্যান অলিয়ার রহমান ন্যায় পরায়নের সাথে দায়িত্ব পালন করেন। তাঁর মৃত্যুতে পরিবার সহ গোটা এলাকায় শোকের ছায়া পড়েছে।