রাজবাড়ীমেইল ডেস্কঃ রাজবাড়ী জেলা পরিষদের উদ্যোগে সোমবার গোয়ালন্দ বাজারে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার এসব সামগ্রী বিতরণ করেন। গোয়ালন্দ বাজার সহ পৌরসভার বিভিন্ন এলাকার ১২০০ জনের মাঝে হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ডওয়াশ ও মাস্ক বিতরণ করা হয়।
গোয়ালন্দ বাজার কেকেএস কার্যালয়ের সামনে সুরক্ষা সামগ্রী বিতরণকালে জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার ছাড়াও জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের সভাপতি মো. ইউনুস মোল্লা, পৌরসভার কাউন্সিলর ও উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন রনি, রাজবাড়ী জেলা আ.লীগ নেতা বিজয় কুমার ঘোষ, মুক্তিযোদ্ধা আবুল বাশার প্রমূখ। এসময় সকলকে সুরক্ষা থাকতে স্বাস্থ্য সচেতন এবং স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান জেলা পরিষদের চেয়ারম্যান।