০৬:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ৩০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

কালুখালীতে ইউপি চেয়ারম্যানের শাস্তি ও যাত্রী ছাউনি পুন:নির্মাণের দাবীতে মানববন্ধন

সাহিদা পারভীন, কালুখালী, রাজবাড়ীঃ  রাজবাড়ীর কালুখালীতে স্থানীয় মদাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মজনুর শাস্তির দাবীতে আজ রোববার বিকেলে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এছাড়া কালুখালীর চাঁদপুর বাসস্ট্যান্ডে ভেঙে ফেলা যাত্রী ছাউনি পুননির্মাণের দাবী জানিয়েছে এলাকাবাসী।

স্থানীয়রা জানান, ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারী রাতে কালুখালী উপজেলার চাঁদপুর বাসষ্ট্যান্ড যাত্রী ছাউনি ভেঙ্গে ফেলে দুর্বত্তরা। এ ঘটনার পরই যাত্রী ছাউনির পিছনে বিশাল অট্টালিকা গড়ে তোলেন  মদাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিজানুর রহমান মজনু। এ থেকে মানুষের মনে সন্দেহ হয় অট্টলিকা নির্মাণের স্বার্থে ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মজনু ও তার লোকেরা যাত্রী ছাউনী ভেঙ্গে ফেলেছে। তারপরও মিজানুর রহমানের ভয়ে কেউ কোন কথা বলতে সাহস পেতনা।

৫ আগষ্ট রাজনৈতিক পট পরিবর্তন হলে এলাকা থেকে পালিয়ে যান ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মজনু। সাধারণ মানুষ রাস্তায় নেমে আসে। চেয়ারম্যান মিজানুর রহমানের গড়া অট্টালিকায় ভাঙচুর করে। অবসান ঘোষণা করেন মজনুর ত্রাস রাজত্বের।

আজ রোববার বিকেলে উপজেলা বাসীর ব্যানারে সাধারণ মানুষ যাত্রী ছাউনিটি পুনঃনির্মানের দাবীতে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে মানববন্ধন কর্মসূচি পালন করে। এসময় সহিদুল ইসলাম, ওহিদুর রহমান, আলমগীর হোসেন, রেজা মন্ডল নামের স্থানীয় কয়েকজন বক্তব্য রাখেন। তারা প্রত্যেকে তাদের ওপর চালানো মজনু চেয়ারম্যানের নির্যাতনের চিত্র সকলের সামনে তুলে ধরেন।

স্থানীয় সহিদুল ইসলাম বলেন, মজনু চেয়ারম্যান শুধু যাত্রীছাউনিই ভাঙ্গেনি। সে গুম, খুন ও চাঁদাবাজি করতো। এমন কোন অপরাধ নাই যে সে করেনি। কান্না জড়িত কণ্ঠে সহিদুল ইসলাম বলেন, মজনু চেয়ারম্যান ও তার লোকজন আমাকে ধরে দুর্গম চরাঞ্চলে নিয়ে যায়। সেখানে তিন দিন চোখ বেধে ফেলে রাখে। আমার নির্যাতনের চিত্র ভিডিও ধারণ করে আমার স্ত্রীকে এ দৃশ্য দেখিয়ে ১০ লাখ টাকা মুক্তিপণ গ্রহণ করে। এরকম আরো অনেক ঘটনা সবারই জানা। মানববন্ধন চলাকালে স্থানীয়রা মদাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মজনুর দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। একই সাথে ভেঙে ফেলা যাত্রীছাউনীটি পুনঃনির্মাণের দাবী জানান।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

রাজবাড়ীতে দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

কালুখালীতে ইউপি চেয়ারম্যানের শাস্তি ও যাত্রী ছাউনি পুন:নির্মাণের দাবীতে মানববন্ধন

পোস্ট হয়েছেঃ ১০:৪৬:১৪ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪

সাহিদা পারভীন, কালুখালী, রাজবাড়ীঃ  রাজবাড়ীর কালুখালীতে স্থানীয় মদাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মজনুর শাস্তির দাবীতে আজ রোববার বিকেলে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এছাড়া কালুখালীর চাঁদপুর বাসস্ট্যান্ডে ভেঙে ফেলা যাত্রী ছাউনি পুননির্মাণের দাবী জানিয়েছে এলাকাবাসী।

স্থানীয়রা জানান, ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারী রাতে কালুখালী উপজেলার চাঁদপুর বাসষ্ট্যান্ড যাত্রী ছাউনি ভেঙ্গে ফেলে দুর্বত্তরা। এ ঘটনার পরই যাত্রী ছাউনির পিছনে বিশাল অট্টালিকা গড়ে তোলেন  মদাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিজানুর রহমান মজনু। এ থেকে মানুষের মনে সন্দেহ হয় অট্টলিকা নির্মাণের স্বার্থে ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মজনু ও তার লোকেরা যাত্রী ছাউনী ভেঙ্গে ফেলেছে। তারপরও মিজানুর রহমানের ভয়ে কেউ কোন কথা বলতে সাহস পেতনা।

৫ আগষ্ট রাজনৈতিক পট পরিবর্তন হলে এলাকা থেকে পালিয়ে যান ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মজনু। সাধারণ মানুষ রাস্তায় নেমে আসে। চেয়ারম্যান মিজানুর রহমানের গড়া অট্টালিকায় ভাঙচুর করে। অবসান ঘোষণা করেন মজনুর ত্রাস রাজত্বের।

আজ রোববার বিকেলে উপজেলা বাসীর ব্যানারে সাধারণ মানুষ যাত্রী ছাউনিটি পুনঃনির্মানের দাবীতে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে মানববন্ধন কর্মসূচি পালন করে। এসময় সহিদুল ইসলাম, ওহিদুর রহমান, আলমগীর হোসেন, রেজা মন্ডল নামের স্থানীয় কয়েকজন বক্তব্য রাখেন। তারা প্রত্যেকে তাদের ওপর চালানো মজনু চেয়ারম্যানের নির্যাতনের চিত্র সকলের সামনে তুলে ধরেন।

স্থানীয় সহিদুল ইসলাম বলেন, মজনু চেয়ারম্যান শুধু যাত্রীছাউনিই ভাঙ্গেনি। সে গুম, খুন ও চাঁদাবাজি করতো। এমন কোন অপরাধ নাই যে সে করেনি। কান্না জড়িত কণ্ঠে সহিদুল ইসলাম বলেন, মজনু চেয়ারম্যান ও তার লোকজন আমাকে ধরে দুর্গম চরাঞ্চলে নিয়ে যায়। সেখানে তিন দিন চোখ বেধে ফেলে রাখে। আমার নির্যাতনের চিত্র ভিডিও ধারণ করে আমার স্ত্রীকে এ দৃশ্য দেখিয়ে ১০ লাখ টাকা মুক্তিপণ গ্রহণ করে। এরকম আরো অনেক ঘটনা সবারই জানা। মানববন্ধন চলাকালে স্থানীয়রা মদাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মজনুর দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। একই সাথে ভেঙে ফেলা যাত্রীছাউনীটি পুনঃনির্মাণের দাবী জানান।