০৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

কালুখালীতে ব্যবসায়ী রবিউল হত্যার ঘটনায় থানায় পৃথক মামলা দায়ের, গ্রেপ্তার ৩

ষ্টাফ রিপোর্টারঃ রাজবাড়ীর কালুখালীর থানার মাজবাড়ী ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামের ব্যবসায়ী রবিউল বিশ্বাস হত্যা মামলায় নিহতের কালুখালী থানায় ৫ জনকে চিহিৃত এবং অজ্ঞাত আরো ৬ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেছেন। শনিবার মধ্যরাতে কালুখালী থানায় এ মামলাটি দায়ের করেন নিহতের স্ত্রী মোছা. সাবানা আক্তার।

শনিবার মধ্যরাতেই পুলিশ মামলার এজাহারভুক্ত এক আসামি ও সন্দেহজনক আরো ২ জন সহ তিনজনকে গ্রেপ্তার করেছে। শনিবার ব্যবসায়ী রবিউল ইসলাম বিশ্বাসকে মাজবাড়ি ইউনিয়নের বেতবাড়িয়া মাঠে সন্ত্রাসীরা মারপিট ও পানিতে চুবিয়ে হত্যা করে।
অন্যদিকে কালুখালী থানা পুলিশ নিহত রবিউল বিশ্বাসের মরদেহ উদ্ধার করতে গেলে স্থানীয় জনতার হামলায় আহত হওয়ার ঘটনায় অজ্ঞাত দুই শতাধিক ব্যক্তিকে আসামী করে কালুখালী থানার উপ-পরিদর্শক (এস.আই) সোহাগ সাহা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।

এদিকে এ ঘটনায় রোববার দুপুরে পুলিশের ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জিহাদুল কবির ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তিনি সাংবাদিকদের বলেন, এই ঘটনায় যারা জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। সেই সাথে কোন পুলিশ সদস্য জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এ হত্যা কান্ডের ঘটনায় কোউকেই ছাড় দেওয়া হবেনা।

এসময় উপস্থিত ছিলেন, রাজবাড়ী পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. সালাহউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার পাংশা সার্কেল লাবিব আব্দুল্লাহ, কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান সহ অনান্য পুলিশ সদস্য।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

রাজবাড়ী পৌরসভার সাবেক মেয়রের বিরুদ্ধে জমি দখল ও নির্যাতনের অভিযোগ

কালুখালীতে ব্যবসায়ী রবিউল হত্যার ঘটনায় থানায় পৃথক মামলা দায়ের, গ্রেপ্তার ৩

পোস্ট হয়েছেঃ ১০:৩৬:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২০

ষ্টাফ রিপোর্টারঃ রাজবাড়ীর কালুখালীর থানার মাজবাড়ী ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামের ব্যবসায়ী রবিউল বিশ্বাস হত্যা মামলায় নিহতের কালুখালী থানায় ৫ জনকে চিহিৃত এবং অজ্ঞাত আরো ৬ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেছেন। শনিবার মধ্যরাতে কালুখালী থানায় এ মামলাটি দায়ের করেন নিহতের স্ত্রী মোছা. সাবানা আক্তার।

শনিবার মধ্যরাতেই পুলিশ মামলার এজাহারভুক্ত এক আসামি ও সন্দেহজনক আরো ২ জন সহ তিনজনকে গ্রেপ্তার করেছে। শনিবার ব্যবসায়ী রবিউল ইসলাম বিশ্বাসকে মাজবাড়ি ইউনিয়নের বেতবাড়িয়া মাঠে সন্ত্রাসীরা মারপিট ও পানিতে চুবিয়ে হত্যা করে।
অন্যদিকে কালুখালী থানা পুলিশ নিহত রবিউল বিশ্বাসের মরদেহ উদ্ধার করতে গেলে স্থানীয় জনতার হামলায় আহত হওয়ার ঘটনায় অজ্ঞাত দুই শতাধিক ব্যক্তিকে আসামী করে কালুখালী থানার উপ-পরিদর্শক (এস.আই) সোহাগ সাহা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।

এদিকে এ ঘটনায় রোববার দুপুরে পুলিশের ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জিহাদুল কবির ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তিনি সাংবাদিকদের বলেন, এই ঘটনায় যারা জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। সেই সাথে কোন পুলিশ সদস্য জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এ হত্যা কান্ডের ঘটনায় কোউকেই ছাড় দেওয়া হবেনা।

এসময় উপস্থিত ছিলেন, রাজবাড়ী পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. সালাহউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার পাংশা সার্কেল লাবিব আব্দুল্লাহ, কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান সহ অনান্য পুলিশ সদস্য।