০৪:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

৭ মাস ধরে নিখোঁজ গোয়ালন্দের পরিচিত মুখ সুনীল মন্ডল

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ৭নম্বর ওয়ার্ড বাজার ষ্টেশন রোড এলাকার বাসিন্দা প্রয়াত সন্তোষ মন্ডল এর ছোট ছেলে সুনীল মন্ডল (৫৫) গত প্রায় সাত মাস ধরে নিখোঁজ রয়েছেন। গোয়ালন্দ উপজেলাবাসীর অতি পরিচিতমুখ সহজ সরল সুনীল মন্ডল কিছুটা মানসিকভাবে বিকারগ্রস্ত। গত শারদীয় দুর্গাপূজার কয়েকদিন পর থেকে তার আর কোন হদিস পাওয়া যায়নি।

সুনীল মন্ডলের বড় ভাই সুশীল মন্ডল জানান, পরিবারের বাবা ও মা অনেক আগেই মারা গেছেন। পাঁচ ভাই ও এক বোনের মধ্যে তিনি ও সুনীল মন্ডল গোয়ালন্দে বাস করতেন। বাকি তিন ভাই মানিকগঞ্জ ও কুষ্টিয়া অঞ্চলে বসবাস করেন। বেশ কয়েক বছর আগে একমাত্র ছোট বোনটিও রাজবাড়ীতে বিয়ে দেন। তবে পরবর্তীতে তারা পরিবারসহ ভারতে চলে যায়। ভারতে যাওয়ার কয়েক বছর পর বোনটিও হারিয়ে গেছে। আজও তার কোন সন্ধান পাওয়া যায়নি। তার কাছেই থাকতো সুনীল মন্ডল। ব্যক্তিগত জীবনে সুনীল কিছুটা মানসিক বিকারগ্রস্ত হওয়ায় বিয়ে সাদি করেননি। সারাদিন গোয়ালন্দ শহরের বিভিন্ন রাস্তা ঘাটে ঘুরে বেড়াতো। মানুষের কাছ থেকে চেয়ে চিন্তে চলতো। তবে কখনো কারো কোন ক্ষতি করতেননা। প্রতিদিন সন্ধ্যা হলেই বাড়ি ফিরে আসতো। শারদীয় পূজার কয়েকদিন পর একদিন সে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর আর ফিরে আসেনি। ভেবেছিলাম হয়তো কোথাও আছে ফিরে আসবে। কিন্তু দেখতে দেখতে আজ প্রায় সাত হতে চললো। আত্মীয়-স্বজন বহু জায়গায় খোঁজ করেছি। কেউ কোন সন্ধান দিতে পারেনি।

সুশীল মন্ডল বলেন, পরিবারের সদস্যদের মধ্যে ছোট ভাই সুনীলই আমার কাছে থাকতো। আমার কাছে থাকা একমাত্র ভাইয়ের জন্য সম্ভব্য সকল জায়গায় হন্য হয়ে খুঁজছি। গোয়ালন্দ শহর সহ বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়েছে। এখন আপনাদের (মিডিয়া) মাধ্যমে যদি তার ছবি সহ প্রতিবেদনটি করেন তাহলে হয়তো খোঁজ পেতেও পারি। এই আশায় তিনি সাংবাদিকদের কাছে ধরনা ধরছেন। তিনি প্রতিদিন খুঁজে ফিরছেন হারিয়ে যাওয়া ভাইয়ের সন্ধানে। কেউ যদি তার কোন সন্ধান পান বা কোথাও দেখতে পান তাহলে তার (সুশীল) মুঠোফোন নাম্বারে ০১৭৪১-৩৭৫১৯৫ যোগাযোগের জন্য অনুরোধ করেছেন।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

৭ মাস ধরে নিখোঁজ গোয়ালন্দের পরিচিত মুখ সুনীল মন্ডল

পোস্ট হয়েছেঃ ০৫:২৭:২৩ অপরাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ৭নম্বর ওয়ার্ড বাজার ষ্টেশন রোড এলাকার বাসিন্দা প্রয়াত সন্তোষ মন্ডল এর ছোট ছেলে সুনীল মন্ডল (৫৫) গত প্রায় সাত মাস ধরে নিখোঁজ রয়েছেন। গোয়ালন্দ উপজেলাবাসীর অতি পরিচিতমুখ সহজ সরল সুনীল মন্ডল কিছুটা মানসিকভাবে বিকারগ্রস্ত। গত শারদীয় দুর্গাপূজার কয়েকদিন পর থেকে তার আর কোন হদিস পাওয়া যায়নি।

সুনীল মন্ডলের বড় ভাই সুশীল মন্ডল জানান, পরিবারের বাবা ও মা অনেক আগেই মারা গেছেন। পাঁচ ভাই ও এক বোনের মধ্যে তিনি ও সুনীল মন্ডল গোয়ালন্দে বাস করতেন। বাকি তিন ভাই মানিকগঞ্জ ও কুষ্টিয়া অঞ্চলে বসবাস করেন। বেশ কয়েক বছর আগে একমাত্র ছোট বোনটিও রাজবাড়ীতে বিয়ে দেন। তবে পরবর্তীতে তারা পরিবারসহ ভারতে চলে যায়। ভারতে যাওয়ার কয়েক বছর পর বোনটিও হারিয়ে গেছে। আজও তার কোন সন্ধান পাওয়া যায়নি। তার কাছেই থাকতো সুনীল মন্ডল। ব্যক্তিগত জীবনে সুনীল কিছুটা মানসিক বিকারগ্রস্ত হওয়ায় বিয়ে সাদি করেননি। সারাদিন গোয়ালন্দ শহরের বিভিন্ন রাস্তা ঘাটে ঘুরে বেড়াতো। মানুষের কাছ থেকে চেয়ে চিন্তে চলতো। তবে কখনো কারো কোন ক্ষতি করতেননা। প্রতিদিন সন্ধ্যা হলেই বাড়ি ফিরে আসতো। শারদীয় পূজার কয়েকদিন পর একদিন সে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর আর ফিরে আসেনি। ভেবেছিলাম হয়তো কোথাও আছে ফিরে আসবে। কিন্তু দেখতে দেখতে আজ প্রায় সাত হতে চললো। আত্মীয়-স্বজন বহু জায়গায় খোঁজ করেছি। কেউ কোন সন্ধান দিতে পারেনি।

সুশীল মন্ডল বলেন, পরিবারের সদস্যদের মধ্যে ছোট ভাই সুনীলই আমার কাছে থাকতো। আমার কাছে থাকা একমাত্র ভাইয়ের জন্য সম্ভব্য সকল জায়গায় হন্য হয়ে খুঁজছি। গোয়ালন্দ শহর সহ বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়েছে। এখন আপনাদের (মিডিয়া) মাধ্যমে যদি তার ছবি সহ প্রতিবেদনটি করেন তাহলে হয়তো খোঁজ পেতেও পারি। এই আশায় তিনি সাংবাদিকদের কাছে ধরনা ধরছেন। তিনি প্রতিদিন খুঁজে ফিরছেন হারিয়ে যাওয়া ভাইয়ের সন্ধানে। কেউ যদি তার কোন সন্ধান পান বা কোথাও দেখতে পান তাহলে তার (সুশীল) মুঠোফোন নাম্বারে ০১৭৪১-৩৭৫১৯৫ যোগাযোগের জন্য অনুরোধ করেছেন।