০৭:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথঃ করোনা ঝুঁকি নিয়ে সকালে ফেরিতে ঠাসাঠাসি করে পারাপার, দুপুরে ফেরি বন্ধ (ভিডিও)

বিশেষ প্রতিনিধিঃ করোনা সংক্রমণের ঝুঁকি নিয়েই সোমবার ভোর থেকেই রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে বিভিন্ন ধরনের যানবাহনের সাথে অজস্র সংখ্যক যাত্রী পারাপার হয়। বেলা বাড়ার সাথে গাড়ির লম্বা লাইনের সাথে যাত্রী চাপ বাড়তে থাকে।

সংক্রমণ রোধে এবার যে যেখানে আছেন সেখানেই ঈদ পালন করার অনুরোধ জানিয়েছে সরকার। রাজধানীতে প্রবেশ বা রাজধানী ছেড়ে বাইরে যাওয়ার ক্ষেত্রে শুরু হয়েছে কড়ারোপ। এসব নিয়মের তোয়াক্কা না করে স্বাস্থ্য সুরক্ষার বিধিনিষেধ না মেনে রাজধানীসহ বিভিন্ন অঞ্চল থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলমুখী মানুষের ভিড় পড়ছে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ঘাটে। এতে করোনা সংক্রমণের ঝুঁকি আরো বাড়ছে।

এদিকে যাত্রী ও যানবাহন চাপ সামাল দিকে সোমবার দুপুর থেকে পাটুরিয়া ও দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে মানিকগঞ্জ প্রশাসন। এসময় উভয় ঘাটে আটকে পড়া অনেকে মহা বিপাকে পড়েন। কাঁচপণ্যবাহি গাড়িসহ অতিব জরুরী অনেক গাড়ি উভয় ঘাটে আটকা পড়ে দুর্ভোগের শিকার হন।

সোমবার সকালে দীর্ঘক্ষণ অপেক্ষা করে দেখা যায়, যেমন মানুষ রাজধানীর দিকে ছুটছে। তেমনিভাবে রাজধানী ছেড়ে আসা হাজার হাজার মানুষ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দিকে ছুটে যাচ্ছে। সরকারের কড়াকড়ির পরও হাজার হাজার মানুষের ভিড় দেখা যায় দৌলতদিয়া ঘাটে। বিশেষ করে রাজধানীসহ বিভিন্ন অঞ্চল ছেড়ে আসা মানুষ লাগেজ-ব্যাগ ও সাথে শিশু বাচ্চা নিয়ে দক্ষিন-পশ্চিমাঞ্চলের দিকে ছুটছে। কারো মুখে মাস্ক আছে, কারো মুখে নেই। এমন করোনা সংক্রমণের ঝুকি নিয়ে আসা যাওয়া করছে।

ঢাকার সাভারের ক্ষুদ্র ব্যবসায়ী রিফাত হোসেন স্ত্রী ও সন্তান নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার গ্রামের বাড়ি যাচ্ছেন। তিনি বলেন, লক ডাউনের পর থেকে ব্যবসা বন্ধ থাকায় অনেকটা বেকার হয়ে পড়েন। কিন্তু এভাবে কত দিন বাসায় থাকা যায়? উপায়ন্তর না পেয়ে রোববার দিবাগত মধ্যরাতেই বাড়ির উদ্দেশ্যে রওয়ানা করেন। সাভার থেকে মানিকগঞ্জের পাটুরিয়ায় পৌছতে সময়ে লেগে যায় চার ঘন্টা।

শরিয়তপুর থেকে টাঙ্গাইলের গ্রামের বাড়ি যাচ্ছিলেন বেসরকারী সংস্থার এক কর্মকর্তা ইমরানুজ্জামান। গতকাল সকাল নয়টার দিকে আলাপকালে তিনি বলেন, লকডাউনের পর থেকে দুই মাসের বেশি সময় ধরে শরিয়তপুরেই ছিলেন। বিশেষ কারণে এখন বাড়ি যেতে হচ্ছে। এ কারণে তিনি গতকাল খুব ভোরে দুই হাজার টাকায় মোটরসাইকেল ভাড়া করে দৌলতদিয়ায় পৌছেন। তার বিশ^াস নদী পাড়ি দিয়ে পাটুরিয়ায় পৌছতে পারলেই যে কোন উপায়ে টাঙ্গাইল পৌছানো যাবে।

এদিকে রোববার থেকে ঢাকাগামী পণ্যবাহি গাড়ির পাশাপাশি বহু ব্যক্তিগত গাড়ি দৌলতদিয়া ঘাটে এসে আটকা পড়ে। পণ্যবাহি গাড়ির লম্বা লাইনের সাথে ব্যক্তিগত প্রাইভেটকার ও মাইক্রোবাসের লম্বা লাইন তৈরী হয়।

মাগুরা থেকে আরফানুজ্জামান ব্যক্তিগত গাড়ি নিয়ে সোমবার ভোরে সেহরি খেয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করেন। ছয়টার দিকে দৌলতদিয়ায় পৌছে প্রায় তিন ঘন্টা আটকে থাকার পর ফেরি টিকিট হাতে পান। পাঁচ নম্বর ফেরি ঘাট থেকে এক কিলোমিটারের বেশি লম্বা লাইনে এসব গাড়ি আটকা ছিল। অপরদিকে ফেরি ঘাট জিরো পয়েন্ট দৌলতদিয়া-খুলনা মহাসড়কে প্রায় তিন কিলোমিটার জুড়ে পণ্যবাহি গাড়ির লাইন ছিল।

বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি বলেন, নৌপথ বন্ধের আশঙ্কায় ভোররাত থেকে দৌলতদিয়ায় মানুষের ভিড় পড়তে থাকে। পাটুরিয়া ঘাটে দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী মানুষের চাপ পড়ে বেশি। নদী পাড়ি দিয়ে দৌলতদিয়ায় পৌছলে ঢাকাগামী মানুষ মিলে ভয়াবহ আকার ধারণ করে। পরিস্থিতি সামলাতে দুপুর বারোটার পর পাটুরিয়া ঘাট থেকে ফেরি ছাড়া বন্ধ করে কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের সহকারী মহা-ব্যবস্থাপক জিল্লুর রহমান রাজবাড়ীমেইলকে বলেন, ঘাটের এই যন্ত্রণা সামাল দিতে আমার শরীর, কান সব শেষ। আর কুলায় উঠতে পারছি না। ছোট গাড়ি ও যাত্রী পারাপার বন্ধ করতে মানিকগঞ্জ জেলা ও পুলিশ প্রশাসনের নির্দেশে দুপুর বারোটা থেকে ফেরি বন্ধ করে দেয়া হয়েছে। অতিব জরুরী গাড়ি রাতে পার করার চিন্তা রয়েছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথঃ করোনা ঝুঁকি নিয়ে সকালে ফেরিতে ঠাসাঠাসি করে পারাপার, দুপুরে ফেরি বন্ধ (ভিডিও)

পোস্ট হয়েছেঃ ০৬:৪৬:০৯ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০

বিশেষ প্রতিনিধিঃ করোনা সংক্রমণের ঝুঁকি নিয়েই সোমবার ভোর থেকেই রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে বিভিন্ন ধরনের যানবাহনের সাথে অজস্র সংখ্যক যাত্রী পারাপার হয়। বেলা বাড়ার সাথে গাড়ির লম্বা লাইনের সাথে যাত্রী চাপ বাড়তে থাকে।

সংক্রমণ রোধে এবার যে যেখানে আছেন সেখানেই ঈদ পালন করার অনুরোধ জানিয়েছে সরকার। রাজধানীতে প্রবেশ বা রাজধানী ছেড়ে বাইরে যাওয়ার ক্ষেত্রে শুরু হয়েছে কড়ারোপ। এসব নিয়মের তোয়াক্কা না করে স্বাস্থ্য সুরক্ষার বিধিনিষেধ না মেনে রাজধানীসহ বিভিন্ন অঞ্চল থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলমুখী মানুষের ভিড় পড়ছে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ঘাটে। এতে করোনা সংক্রমণের ঝুঁকি আরো বাড়ছে।

এদিকে যাত্রী ও যানবাহন চাপ সামাল দিকে সোমবার দুপুর থেকে পাটুরিয়া ও দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে মানিকগঞ্জ প্রশাসন। এসময় উভয় ঘাটে আটকে পড়া অনেকে মহা বিপাকে পড়েন। কাঁচপণ্যবাহি গাড়িসহ অতিব জরুরী অনেক গাড়ি উভয় ঘাটে আটকা পড়ে দুর্ভোগের শিকার হন।

সোমবার সকালে দীর্ঘক্ষণ অপেক্ষা করে দেখা যায়, যেমন মানুষ রাজধানীর দিকে ছুটছে। তেমনিভাবে রাজধানী ছেড়ে আসা হাজার হাজার মানুষ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দিকে ছুটে যাচ্ছে। সরকারের কড়াকড়ির পরও হাজার হাজার মানুষের ভিড় দেখা যায় দৌলতদিয়া ঘাটে। বিশেষ করে রাজধানীসহ বিভিন্ন অঞ্চল ছেড়ে আসা মানুষ লাগেজ-ব্যাগ ও সাথে শিশু বাচ্চা নিয়ে দক্ষিন-পশ্চিমাঞ্চলের দিকে ছুটছে। কারো মুখে মাস্ক আছে, কারো মুখে নেই। এমন করোনা সংক্রমণের ঝুকি নিয়ে আসা যাওয়া করছে।

ঢাকার সাভারের ক্ষুদ্র ব্যবসায়ী রিফাত হোসেন স্ত্রী ও সন্তান নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার গ্রামের বাড়ি যাচ্ছেন। তিনি বলেন, লক ডাউনের পর থেকে ব্যবসা বন্ধ থাকায় অনেকটা বেকার হয়ে পড়েন। কিন্তু এভাবে কত দিন বাসায় থাকা যায়? উপায়ন্তর না পেয়ে রোববার দিবাগত মধ্যরাতেই বাড়ির উদ্দেশ্যে রওয়ানা করেন। সাভার থেকে মানিকগঞ্জের পাটুরিয়ায় পৌছতে সময়ে লেগে যায় চার ঘন্টা।

শরিয়তপুর থেকে টাঙ্গাইলের গ্রামের বাড়ি যাচ্ছিলেন বেসরকারী সংস্থার এক কর্মকর্তা ইমরানুজ্জামান। গতকাল সকাল নয়টার দিকে আলাপকালে তিনি বলেন, লকডাউনের পর থেকে দুই মাসের বেশি সময় ধরে শরিয়তপুরেই ছিলেন। বিশেষ কারণে এখন বাড়ি যেতে হচ্ছে। এ কারণে তিনি গতকাল খুব ভোরে দুই হাজার টাকায় মোটরসাইকেল ভাড়া করে দৌলতদিয়ায় পৌছেন। তার বিশ^াস নদী পাড়ি দিয়ে পাটুরিয়ায় পৌছতে পারলেই যে কোন উপায়ে টাঙ্গাইল পৌছানো যাবে।

এদিকে রোববার থেকে ঢাকাগামী পণ্যবাহি গাড়ির পাশাপাশি বহু ব্যক্তিগত গাড়ি দৌলতদিয়া ঘাটে এসে আটকা পড়ে। পণ্যবাহি গাড়ির লম্বা লাইনের সাথে ব্যক্তিগত প্রাইভেটকার ও মাইক্রোবাসের লম্বা লাইন তৈরী হয়।

মাগুরা থেকে আরফানুজ্জামান ব্যক্তিগত গাড়ি নিয়ে সোমবার ভোরে সেহরি খেয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করেন। ছয়টার দিকে দৌলতদিয়ায় পৌছে প্রায় তিন ঘন্টা আটকে থাকার পর ফেরি টিকিট হাতে পান। পাঁচ নম্বর ফেরি ঘাট থেকে এক কিলোমিটারের বেশি লম্বা লাইনে এসব গাড়ি আটকা ছিল। অপরদিকে ফেরি ঘাট জিরো পয়েন্ট দৌলতদিয়া-খুলনা মহাসড়কে প্রায় তিন কিলোমিটার জুড়ে পণ্যবাহি গাড়ির লাইন ছিল।

বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি বলেন, নৌপথ বন্ধের আশঙ্কায় ভোররাত থেকে দৌলতদিয়ায় মানুষের ভিড় পড়তে থাকে। পাটুরিয়া ঘাটে দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী মানুষের চাপ পড়ে বেশি। নদী পাড়ি দিয়ে দৌলতদিয়ায় পৌছলে ঢাকাগামী মানুষ মিলে ভয়াবহ আকার ধারণ করে। পরিস্থিতি সামলাতে দুপুর বারোটার পর পাটুরিয়া ঘাট থেকে ফেরি ছাড়া বন্ধ করে কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের সহকারী মহা-ব্যবস্থাপক জিল্লুর রহমান রাজবাড়ীমেইলকে বলেন, ঘাটের এই যন্ত্রণা সামাল দিতে আমার শরীর, কান সব শেষ। আর কুলায় উঠতে পারছি না। ছোট গাড়ি ও যাত্রী পারাপার বন্ধ করতে মানিকগঞ্জ জেলা ও পুলিশ প্রশাসনের নির্দেশে দুপুর বারোটা থেকে ফেরি বন্ধ করে দেয়া হয়েছে। অতিব জরুরী গাড়ি রাতে পার করার চিন্তা রয়েছে।