০৪:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে উচ্চ ফলনশীল জাতের ধানের আবাদে ঝুকছেন চাষিরা

ইমরান হোসেন, রাজবাড়ীঃ কৃষি প্রধান অঞ্চল হিসেবে রাজবাড়ীর সুনাম রয়েছে ব্যাপকভাবে। সব ধরনের ফসল আবাদ হয় এ জেলায়। এরমধ্যে বড় একটি অংশ ধানের আবাদ হয়ে থাকে এ জেলায়। তবে বাজার দর ভালো এবং ফলন বেশির কারনে উচ্চ ফলনশীল জাতের হাইব্রিড ধানের আবাদে বেশি ঝুকছেন কৃষকেরা।

বাজার দর বেশি ও লাভের কারনে অনাবাদী জমিতেও ধানের আবাদ করছেন চাষিরা। তবে তেল, সার ও কীটনাশকের দম বেশির কারনে খরচ বেড়ে যাচ্ছে চাষিদের। এ বছর লক্ষ মাত্রার চাইতে ২ হাজার হেক্টরেরও বেশি জমিতে উপসি বোরো ধানের আবাদ হওয়ার আশা করছেন চাষি ও কৃষি অধিদপ্তর। জেলায় ১৮ হাজার কৃষককে উপশী ও হাইব্রিড জাতের ধানের বীজ দেয়া হয়েছে।

রাজবাড়ী জেলার ৫টি উপজেলার মধ্যে সদর, পাংশা, বালিয়াকান্দি, গোয়ালন্দ ও কালুখালীর ফসলী মাঠগুলো এখন বোরো ধান আবাদে চাষিদের পুরোদমে ব্যাস্ত থাকতে দেখা গেছে। ঠান্ডা ও শীতকে উপেক্ষা করে চাষিরা জমি তৈরী থেকে শুরু করে বোরো ধানের মাঠ পরিচর্যা ও রোপনে ব্যস্ত রয়েছেন। দেশি জাতের ধানের আবাদে ফলন ও বাজার দর কম থাকায় এ ধানের আবাদে চাষিরা এখন মুখ ফিরিয়ে নিয়েছেন। এদিকে বাজার দর বেশি ও দেশি জাতের ধানের চাইতে প্রায় তিনগুন ফলন হওয়ায় উপশী বা উচ্চ ফলনশীল হাইব্রড জাতের ধানের আবাদ বেশি করছেন রাজবাড়ীর চাষিরা।

দেশি জাতের মোটা ধান বিঘা প্রতি যেখানে ১০ থেকে ১২ মণ ফলন পাওয়া যায়, একই জমিতে উপসী বা হাইব্রিড জাতের সরু ধান আবাদে ২৮ থেকে ৩২ মণ ফলন পান চাষিরা। কৃষি সম্প্রসারন অধিদপ্তরের হিসাবে এবছর জেলায় প্রায় ৯০ ভাগেরও বেশি উচ্চ ফলনশীল বোরো ধানের আবাদ করবেন কৃষকেরা। অধিক লাভের কারনে অনাবাদি জমি গুলোতেও চাষাবাদের আওতায় অনেছেন ধান চাষিরা। এ কারনে লক্ষ মাত্রার চাইতে বেশি জমিতে বোরো ধানের আবাদ হওয়ার আশা কৃষক ও কৃষি অধিদপ্তরের। তবে বৃষ্টি ও কুয়াশায় বীজ তলা নষ্ট হওয়া, বোরো আবাদের জমিতে জলাব্ধতায় কিছুটা বিলম্ব হয়েছে বোরো ধান আবাদে। বীজের দাম, সেচের তেল, সার ও কীটনাশকের অত্যাধিক দাম বেড়ে যাওয়ায় খরচ বেশি হচ্ছে বলে জানান চাষিরা।

বোরো ধান চাষিরা বলেন, তারা এখন বোরো ধান আবাদে ব্যস্ত সময় পার করছেন। তবে তারা দেশি জাতের ধানের ফলন ও দাম কম থাকায় উচ্চফলনশীল হাইব্রিড জাতের ধান আবাদ করছেন বেশি। এ ধানের আবাদে অধিক ফলন ও বাজার দর বেশি থাকায় অনাবাদি ও পতিত পরে থাকা জমি গুলোতেও বোরো আবাদের আওতায় এনেছেন চাষিরা।তবে ধানের আবাদে তেল, সার, বীজ ও কীটনাশকের দাম বেশির কারনে বোরো আবাদে খরচ বেড়েছে তাদের।

রাজবাড়ী কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক মো. সহিদ নুর আকবর বলেন, এবছর কৃষি অধিদপ্তরের প্রনোদনার আওতায় ১৮ হাজার ধান চাষিদেও মাষে উপশী ও হাইব্রিড ধানের বীজ দেওয়া হয়েছে। এ কারনে গত বছরের চাইতে এবছর ১৫ হাজার হেক্টর জমিতে বোরো ধানের আবাদ ছাড়িয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে। ধানের বাজার দও গত দুই তিন বছর ধরে বেশি থাকায় ধানের আবাদ বৃদ্ধি পাচ্ছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

রাজবাড়ীতে উচ্চ ফলনশীল জাতের ধানের আবাদে ঝুকছেন চাষিরা

পোস্ট হয়েছেঃ ০৪:২১:১৪ অপরাহ্ন, শনিবার, ৫ ফেব্রুয়ারী ২০২২

ইমরান হোসেন, রাজবাড়ীঃ কৃষি প্রধান অঞ্চল হিসেবে রাজবাড়ীর সুনাম রয়েছে ব্যাপকভাবে। সব ধরনের ফসল আবাদ হয় এ জেলায়। এরমধ্যে বড় একটি অংশ ধানের আবাদ হয়ে থাকে এ জেলায়। তবে বাজার দর ভালো এবং ফলন বেশির কারনে উচ্চ ফলনশীল জাতের হাইব্রিড ধানের আবাদে বেশি ঝুকছেন কৃষকেরা।

বাজার দর বেশি ও লাভের কারনে অনাবাদী জমিতেও ধানের আবাদ করছেন চাষিরা। তবে তেল, সার ও কীটনাশকের দম বেশির কারনে খরচ বেড়ে যাচ্ছে চাষিদের। এ বছর লক্ষ মাত্রার চাইতে ২ হাজার হেক্টরেরও বেশি জমিতে উপসি বোরো ধানের আবাদ হওয়ার আশা করছেন চাষি ও কৃষি অধিদপ্তর। জেলায় ১৮ হাজার কৃষককে উপশী ও হাইব্রিড জাতের ধানের বীজ দেয়া হয়েছে।

রাজবাড়ী জেলার ৫টি উপজেলার মধ্যে সদর, পাংশা, বালিয়াকান্দি, গোয়ালন্দ ও কালুখালীর ফসলী মাঠগুলো এখন বোরো ধান আবাদে চাষিদের পুরোদমে ব্যাস্ত থাকতে দেখা গেছে। ঠান্ডা ও শীতকে উপেক্ষা করে চাষিরা জমি তৈরী থেকে শুরু করে বোরো ধানের মাঠ পরিচর্যা ও রোপনে ব্যস্ত রয়েছেন। দেশি জাতের ধানের আবাদে ফলন ও বাজার দর কম থাকায় এ ধানের আবাদে চাষিরা এখন মুখ ফিরিয়ে নিয়েছেন। এদিকে বাজার দর বেশি ও দেশি জাতের ধানের চাইতে প্রায় তিনগুন ফলন হওয়ায় উপশী বা উচ্চ ফলনশীল হাইব্রড জাতের ধানের আবাদ বেশি করছেন রাজবাড়ীর চাষিরা।

দেশি জাতের মোটা ধান বিঘা প্রতি যেখানে ১০ থেকে ১২ মণ ফলন পাওয়া যায়, একই জমিতে উপসী বা হাইব্রিড জাতের সরু ধান আবাদে ২৮ থেকে ৩২ মণ ফলন পান চাষিরা। কৃষি সম্প্রসারন অধিদপ্তরের হিসাবে এবছর জেলায় প্রায় ৯০ ভাগেরও বেশি উচ্চ ফলনশীল বোরো ধানের আবাদ করবেন কৃষকেরা। অধিক লাভের কারনে অনাবাদি জমি গুলোতেও চাষাবাদের আওতায় অনেছেন ধান চাষিরা। এ কারনে লক্ষ মাত্রার চাইতে বেশি জমিতে বোরো ধানের আবাদ হওয়ার আশা কৃষক ও কৃষি অধিদপ্তরের। তবে বৃষ্টি ও কুয়াশায় বীজ তলা নষ্ট হওয়া, বোরো আবাদের জমিতে জলাব্ধতায় কিছুটা বিলম্ব হয়েছে বোরো ধান আবাদে। বীজের দাম, সেচের তেল, সার ও কীটনাশকের অত্যাধিক দাম বেড়ে যাওয়ায় খরচ বেশি হচ্ছে বলে জানান চাষিরা।

বোরো ধান চাষিরা বলেন, তারা এখন বোরো ধান আবাদে ব্যস্ত সময় পার করছেন। তবে তারা দেশি জাতের ধানের ফলন ও দাম কম থাকায় উচ্চফলনশীল হাইব্রিড জাতের ধান আবাদ করছেন বেশি। এ ধানের আবাদে অধিক ফলন ও বাজার দর বেশি থাকায় অনাবাদি ও পতিত পরে থাকা জমি গুলোতেও বোরো আবাদের আওতায় এনেছেন চাষিরা।তবে ধানের আবাদে তেল, সার, বীজ ও কীটনাশকের দাম বেশির কারনে বোরো আবাদে খরচ বেড়েছে তাদের।

রাজবাড়ী কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক মো. সহিদ নুর আকবর বলেন, এবছর কৃষি অধিদপ্তরের প্রনোদনার আওতায় ১৮ হাজার ধান চাষিদেও মাষে উপশী ও হাইব্রিড ধানের বীজ দেওয়া হয়েছে। এ কারনে গত বছরের চাইতে এবছর ১৫ হাজার হেক্টর জমিতে বোরো ধানের আবাদ ছাড়িয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে। ধানের বাজার দও গত দুই তিন বছর ধরে বেশি থাকায় ধানের আবাদ বৃদ্ধি পাচ্ছে।